নোকিয়ার টাচ স্কিন সেট কিনেছেন? কিন্তু ভিডিও গান বা মুভি দেখে শান্তি পাচ্ছেন না? তাহলে আসুন, জেনে নিন কিভাবে আপনার মোবাইলের জন্য হাই কোয়ালিটির ভিডিও কনভার্ট করবেন। + iOS, Android, Blackberry, Win Phone এবং সকল প্রকার মোবাইল এর জন্য।

বহু সখ করে নোকিয়ার একটা টাচ স্কিন সেট কিনেছেন। কিন্তু ভিডিও কোন গান বা মুভি দেখার সময় শান্তি পান না। হয়তো মনে মনে প্রশ্ন হয় ইসস ! আইফোনগুলোতে ভিডিও গানগুলি গোটা পর্দা জুড়ে আসে তাও আবার কত নিখুত কত পরিস্কার 🙁 !! টাকা থাকলে একটা আইফোনেই নিতাম।

এই আপসোসগুলির  কারণ একটাই, ভিডিওগুলিকে আপনি ঠিকমত কনভার্ট অর্থাৎ আপনার মোবাইলের উপযোগী করতে পারেন না, তাই আপনার মোবাইলে হাই কোয়ালিটির ভিডিওর স্বাদ নিতে পারেন না। তাই আমি আপনাদেরকে শেখাব কিভাবে আপনি আপনার নোকিয়ার টাচ স্কিন মোবাইলগুলো হাই কোয়ালিটির ভিডিও গান বা মুভি কনভার্ট করবেন 🙂 ।

তবে খেয়াল রাখতে হবে যে, আপনি যে গানটিকে কনভার্ট করবেন সেটি যেন হাই কোয়ালিটির হয় এবং ওয়াইডস্কিন মনিটরে ফুল পর্দা আসে। নাহলে আপনার মোবাইলেও ফুল পর্দা আসবে না।

নিচের গানটি আমার ফেভারিট। উদাহরণ হিসেবে আমি এটিকেই ব্যবহার করব। তাই গানটি ডাউনলোড করে নিন।

নিচের লিংকটি থেকে কনভার্টারটিও ডাউনলোড করে নিনঃ

নিচের লিংক থেকে কনভার্টারটি ডাউনলোড করে ডাউনলোডকৃত ফাইলটি উপর রাইট বাটন ক্লিক করে Run As Administrator এ ক্লিক করুন। ( Windows XP ব্যবহারকারী হলে সরাসরি ডাবলক্লিক করুন)

রান করার পর Setup এ ক্লিক করে ইন্সটল করুন এবং ইন্সটল শেষে আপনার ওপারেটিং সিস্টেম অনুযায়ী Automated Cracking এ ক্লিক করুন। ৩২ বিট অথবা ৬৪ জানা না থাকলে Automated Cracking 2 এ ক্লিক করুন।
এরপর নিচে Serials এ ক্লিক করে সিরিয়ালগুলি কনভার্টারটি রান করে রেজিষ্ট্রেশন করে ফেলুন।

কিভাবে কনভার্ট করবেন?

কনভার্টারটি ডাউনলোড হলে চালু করুন। এবং ডাউনলোডকৃত গানটি কনভার্টারটিতে টেনে এনে ছেড়ে দিন (ড্রেগ এন্ড ড্রপ)।

এখন নিচের স্কিনশর্ট এ দেখানো স্থানে অর্থাৎ Profile ক্লিক করুন। এবং BlackBerry থেকে BlackBerry - MPEG4 Video তে ক্লিক করুন।

এরপর নিচের স্কিনশর্টটে স্থানে ক্লিক করুন অর্থাৎ Basic Settings ডানদিকের এ্যারোটিতে ক্লিক করুন। তাহলে কতকগুলি Advanced Profile Settings পাবেন।

Advanced Profile Settings থেকে Video Codec এ

  • Video Size = 640x352
  • Bitrate = 2980K
  • Frame Rate = 30fps

লিখে/সিলেক্ট করে দিন।

এখন Convert Checked Item(s) এ ক্লিক করুন অথবা Ctrl+F5 চাপুন। বুঝতে সমস্যা হলে নিচের স্কিনশর্ট দেখুন।

কিছুক্ষণের মধ্যে কনভার্ট কমপ্লিট হলে আপনাকে মেসেজ দিবে।

এখন কনভার্ট হওয়া গানটিকে বের করার জন্য Open এ ক্লিক করুন। নিচের স্কিনর্শটটি দেখুন।

Open এ ক্লিক করে কনভার্ট করা ফাইলটি আপনার মোবাইলের মেমোরী কার্ডে কপি করুন। তারপর আপনার ফোনের ভিডিও প্লেয়ার দিয়ে গানটিকে দেখুন।

Smart Movie দিয়ে উপরের নিয়মে কনভার্ট করা গান চলবে না। চললেও আটকে আটকে দেখাবে। তাই এই গানগুলি দেখার জন্য সেটের নিজস্ব প্লেয়ার ব্যাবহার করুন।

ইমেজগুলিকে ঠিক মত দেখতে না পেলে ইমেজগুলিতে ক্লিক করুন।

================

নোকিয়ার সিস্টেমতো গেল এখন অন্য ব্যবহারকারীরা অর্থাৎ iOS, Android, Blackberry, Win Phone হয়ত ভাবছেন আমাদের কথা কি ভূলে গেছে নাকি?

আরে না ভূলি নাই। আসলে আপনাদের মোবাইলের জন্য হাই কোয়ালিটির গান কনভার্ট করতে উপরের মত এতসব ঝামলা করতে হয় না 🙂 ।  আপনাদের জন্য অপশন তৈরী করাই আছে 😉 । নিচের স্কিনশর্টটি দেখতে আশা করি সব বুঝতে পারবেন 🙂 ।

কি? ক্লিয়ার? এখন মনের সুখে গান কনভার্ট করুন আর উপভোগ করুন।

==================================

আমার আগের করা টিউনগুলি দেখতে চাইলে উপরে “আমার টিউনার পাতা” তে ক্লিক করতে পারেন।

আর আমার নতুন নতুন সব লেখা গুলি মিস না করতে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এর জন্য উপরে “আমার টিউন আর,এস,এস -এ ক্লিক করুন। আমার টিউন পৌছে যাবে আপনার ই-মেইল-এ।

==================================

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😀 আমার মোবাইল এ ২৫৬ এর বেশি বিটরেট দিলে আটকে যায় 🙁

দেখি আমার মোবাইলে কেমন কাজ করে এটা দিয়ে কনভার্ট করলে… চিকিচিকি… 😛

    হু হু । কনভার্ট করে দেখ।
    নিচের মত ম্যাসেজ পাইলেই বুঝবা 😉
    "Unsupported Video File"

    তহন তোমারে মোবাইল থেরাপি দিমু… 😈

আগে কনভার্ট করে মোবাইল এ গান শুনতে হত । এখন আমার নতুন মোবাইল এ ইউটিউব এর যেকোন ভিডিও এম্নিতেই প্লে হয় কনভার্ট করতে হয় না ডাউনলোড করে মেমরি কার্ড এ পেস্ট করে দিলেই হল । আরেকটা জিনিস দেখলাম আমার মোবাইল এ নেট থেকে ডাউনলোড করা বাংলা নাটকও ডাইরেক্ট পেস্ট করে দিলেই প্লে হয় সেটাও কনভার্ট করতে হয় না । তবে এই সফটয়ার টি অনেকেরই কাজে আসবে ধন্যবাদ সেয়ার করার জন্য ।

    আগে কনভার্ট করে মোবাইলে গান শুনতে হতো আর এখনো হয়।
    আপনার নতুন মোবাইলের নাম আর মডেলটা কি জানতে পারি?
    কারণ আমার নোকিয়া 5530 আর নোকিয়া C6 এ ইউটিউবের কোন গানই ডাউনলোড করে মেমোরী কার্ডে পেষ্ট করে প্লে করতে পারিনি 🙁 ।

    আর আমার এই টিউনটি কিন্তু শুধুমাত্র ইউটিউবের ভিডিও গানগুলি কনভার্ট করার জন্য করিনি। আমি সকল প্রকার ভিডিও গান কনভার্ট করার পদ্ধতি বলেছি।

    জী NOKIA N8 … এ ইউটিউব এর FLV এবং বাংলা নাটক WMV ফরমেট ডাইরেক্ট সাপোর্ট করে ।N8 এ আরেকটি সুবিধা হল অন্য যেকোন আনসাপোর্টেট ফরমেট যেমন MKV,DIVX, ইত্যাদি ভিডিও মেমরিতে পেস্ট করলে অটোমেটিকেলি Mp4 বা WMV তে কনভার্ট করে ফেলে তবে একটু সময় বেশি লাগে আলাদা কনভারটার দিয়ে এতো সময় লাগে না ধন্যবাদ ।

    দিলেন তো মনটা খারাপ করে ! 🙁

    নোকিয়া N8 এর নাম শুনলেই কিনতে ইচ্ছা করে কিন্তু ব্যালেন্স তো নাই।

    Ranar vai apnar sathe kisu kotha ase, apnar mobile no: ta deben plz. [email protected]

    আবু নাসির রাজন শেখ ভাই আপনার প্রফাইল ফটো দেইখাই আমার ভয় করতাছে । কি করা যায় ?

    সাইফুল ইসলাম ভাই আমার N8 সেটটি ২ মাস ইউস করে বিক্রি করে দিব আর এখন একটা N97 32 GB আছে বিক্রি করব কোন কাস্টমার থাকলে আওয়াজ দিয়েন ।

    কত দাম রাখবেন? @রানার

    আমি কেনার সময় অনেক মুল্য ছিল তবে সেসব বলে লাভ নেই।আমার তেমন আইডিয়া নেই আপনি আইডিয়া করে একটা দাম বলেন কত টাকায় বিক্রি করা যেতে পারে.?

    আমারও আইডিয়া নেই। তাই আপনি কত হলে বিক্রি করতে চান সেটা আপনাকেই বলতে হবে।

Level 0

vai android htc g1 e ki hoobee

আমার নোকিয়া c-5-03 দেখি কনভার্ট করে ভিডিও কোয়ালেটি কেমন আসে

প্রিয়তে রেখে দিলাম।
অনেক কাজের টিউন তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর টিউনটি আমাদের উপহার দেয়ার জন্য।

Level 0

jxd 921 এর জন্য কোন video converter থাকলে তার নাম বলেন please……

একটা জিনিস 😐 কিছু কিছু গানের অপরে এবং নিচে কালো দাগ দেওয়া থাকে।। কিন্তু সেগুলা আমি মোবাইল এর জন্য কনভার্ট করলে দাগ থেকেই যাই যার ফলে ভিডিও সাইজ খুব ছোট হইয়ে যাই।। আমি অনেকের দেখেছি তারা কেমন করে যেন ওটা বাদেই ভিডিও কনভার্ট করে ।। @সাইফুল ভাইয়ের যদি এই উপাই টি যদি জেনে থাকেন দয়া করে কষ্ট করে জানালা উপকৃত হতাম ।। 🙂

    কনভার্টারটিতে দেখবেন ইফেক্ট নামের একটা অপশন আছে সেখান থেকেই আপনি কালো অংশটি কেটে দিতে পারবেন।

Level 0

.wmv file তো কনভার্ট করতে পারলাম না।

    নাহ! কই? কোথায় সমস্যা? আমি তো দিব্বি একটা .wmv ফাইল কনভার্ট করলাম। 🙂

    Level 0

    আমি তো পারলাম না। এমনকি অন্য ফাইলগুলাও কনভার্ট করে মোবাইলে দেখতে পারলাম না।

Level 0

N73 mobile ar jonno kibabe convert korle valo hobe janaben ki?

আমার মোবাইল মাইক্রোমেক্স W900…আমি আপনার পদ্ধতিতে কনভার্ট করেছি, কিন্ত full screen তো আসে না, কি করা যায়? জানালে উপকৃত হবো, ধইন্যা পাতা… 🙂

eto jhamela k kore…nokia n8 a convert
lage na…720p amnei play hoy…