গ্রামীণফোন নিয়ে এল ই-কেয়ার, এবার নিজেই নিজের সমস্যার সমাধান করুন ইন্টারনেট থেকে!

এয়ারটেলের ই-পোর্টালের মত গ্রামীণফোন চালু করেছে ই-কেয়ার।

কি করা যাবে এই ই-কেয়ার থেকে?

ইন্টারনেটের মাধ্যমে আপনার ই-কেয়ার অ্যাকাউন্টে লগইন করে আপনি নিজেই আপনার ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো চালু বা বন্ধ করতে পারবেন ইন্টারনেট থেকে। তাছাড়া মোবাইলের প্যাকেজ, ব্যালেন্স ও মেয়াদ, এফ.এন.এফ নম্বর দেখা ও পরিবর্তনসহ বহু অপশন পাবেন ই-কেয়ার পোর্টালে।

এবার আসুন দেখা যাক কিভাবে খুলবেন আপনার ই-কেয়ার অ্যাকাউন্ট।

টিউটোরিয়াল

1. রেজিস্ট্রেশনের জন্য প্রথমে গ্রামীণফোনের এই পেজে প্রবেশ করুন। তারপর Register Now এ ক্লিক করুন।

2. স্ক্রিণশটের মত একটি ফর্ম দেখতে পারবেন। তথ্যপূরণ করে সাবমিট করুন।

3. সব ঠিকঠাক থাকলে নিচের স্ক্রিণশটের মত দেখাবে ও আপনার মোবাইলে পাসওয়ার্ড চলে যাবে।

4. এবার আপনার মোবাইল নম্বর (88017XXXXXXXX) ও মোবাইলে এসএমএসে আসা পাসওয়ার্ড দিয়ে সাইটে লগইন করুন।

5. ব্যাস লগইন হলেই নিচের স্ক্রিণশটেরমত পেয়ে যাবেন মোবাইল কাস্টমাইজ করার সব সুবিধা!

বিঃদ্রঃ প্রতিবার লগইন হলেই আপনার মোবাইলে একটি সেশন আইডি আসবে। কোন সার্ভিস চালু বা বন্ধ করতে হলে এই সেশন আইডিটি লাগবে। তাই আপনার পাসওয়ার্ড অন্য কেউ জেনে গেলেও সে আপনার কোন সার্ভিস চালু বা বন্ধ করে দিতে পারবেনা।

হ্যাকিং বন্ধ করার জন্য সেশন কোডের ব্যবস্থার জন্য গ্রামীণফোনকে সাধুবাদ জানাই।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

-- নেট মাস্টার।
Developer: Zils Drug Database

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

share korar jonnu thanks

আমি ১৫ দিন আগেই এই সার্ভিস চালু করেছি । টিউন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

Level New

কাজের জিনিস , শেয়ার করার জন্য ধন্যবাদ

http://www.torrentsbd.com

কাজে লাকবে।
প্রিয়তে নিলাম।
ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

hmm tune ta valo hoise jara ei service shomporkke janto nah tara akon jante parbe. . .

জানা ছিলো শেয়ার করর জন্য ধন্যবাদ

চালু করলাম
ধন্যবাদ

ধন্যবাদ ।ভ্যালু এডিট সার্ভিস সর্ম্পকে আমি তেমন একটা জানিনা।একটু জানালে উপকৃত হতাম

Level 0

nice tune. kaje lagbe. Prio te.

Level 0

জানানোর জন্য ধন্যবাদ।

Level 0

KHUB VALO HOYE SE JAHOK BANGLA LINK & AKTEL KI AI ROKOM KISU ASE JANA THAKLE PLZ JANABEN

    বাংলা লিংকের শুধুমাত্র পোষ্ট পেইডের জন্য আর এয়ারটেলের সব গ্রাহকের জন্যই এরকম সুবিধা রয়েছে। ওদের ওয়েবসাইটে গেলেই পাবেন।

কাজে লাগবে..ধন্যবাদ

Level 0

valo kento call histry daka jaina na kano …………..?

    কল লিস্ট নিতে হলে সাবস্ক্রিপশন পেপারসহ গ্রামীণফোন সেন্টারে যেতে হবে। চার্জ প্রযোজ্য!

আপনাকে ধন্যবাদ, টিউনটি পড়ার সাথে সাথেই রেজিষ্ট্রেশন করে দেখলাম। নতুন বলে হয়তো এখনও সমৃদ্ধ হতে পারেনি – আশা করি গ্রামীনফোন আরো ফিচার যুক্ত করবে।

    কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ 🙂
    আমিও একই আশা পোষণ করি।

ভাই সারভিসটি চালু করার জন্য কোন চার্জ প্রযোজ্য হবেনাতো। এখানে কি আমি এয়ারটেলের মত সব কিছু ফ্রিতে ব্যবহার করতে পারব।

    আমার জানা মতে হয়না। সবগুলো ট্রাই করে দেখিনি এখনো। নরমাল ব্রাউজিং এ কোনো চার্জ কাটেনি।

আহ! দারুণ খবর শেয়ার করেছেন ভাইজান। আপনাকে অনেক ধন্যবাদ।

ভাই সবাই ধন্যবাদ দিলো আমি না দিয়ে পারলাম না। ধন্যবাদ।

    ধন্যবাদ প্রদানের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ 😀

জানানোর জন্য ধন্যবাদ।

ভাল টিউন। আমার উপকার হবে।

হুম সাইন আপ করলাম

গেরামিন ফোন ছাইড়া দিসি আজ ৪ বছর হইল। ওয়ারিদ নিয়া আছি। তবুও শান্তি পাই না। নেটওয়ার্কটা জানি ক্যামন ক্যামন।

ভাইয়া,
আমি কত মিনিট কথা বলছি কোন নাম্বারে বলছি সেটা কি এখানে দেখাবে ?

    না। কললিস্ট পাবার জন্যৈ কেবল গ্রামীণফোন সেন্টারেই যোগাযোগ করতে হবে।

dosto, sundor tune…

via onk vala jinish,
thanks

Level 0

but airtel er moto call details jana jay na

Level 0

ভাই আমি তো Call Details দেখতে পারতেছিনা। কিভাবে আমাকে Help করবেন????????????? একটু হেল্প করুন ভাই। সব রকম সিস্টেম প্রয়োগ করেও ব্যার্থ হলাম।

এই যে নেট মাস্টার ভাই, আমি এই সেবাটি অনেক আগে থেকে ব্যাবহার করি ।এখানে জিপি হ্যাকিং বন্ধ না করে আর ও হাকিং চালু করেছে।