কম্পিউটার থেকে নকিয়া মোবাইল ফোনে ফাইল পাঠান কোন ব্লু টুথ অথবা কেবল সংযোগ ছাড়াই!!!

আমরা কম্পিউটার থেকে মোবাইলে ফাইল পাঠাতে সাধারনত ব্লু টুথ অথবা কেবল বাবহার করি কিন্তু আমরা খুব সহজেই কম্পিউটার থেকে নকিয়া মোবাইল ফোনে কোন ব্লু টুথ অথবা কেবল সংযোগ ছাড়াই ফাইল পাঠাতে পারি এর জন্য নতুন একটি প্রযুক্তি আবিস্কার হয়েছে আপনারা চাইলেই এটি ট্রাই করে দেখতে পারেন।এর জন্য আপনাদের যে প্রজুক্তি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে "নকিয়া ড্রপ"এটা একটি বেটা এপ্লইকেসন যেটি নকিয়া বেটা ল্যাব তইরি করেছে। এটা দিয়ে আপনি যেকোন কিছু আপনার মোবাইলটিতে পাঠাতে পারবেন। এপ্লিকেসনটি ইন্সটাল দেওয়ার পর এটি আপনার কম্পিউটারের ব্রাউজারের টুল বারে অবস্থান করবে।নকিয়া ড্রপ

এটি নকিয়ার সকল সিম্বিয়ান ফোনে ভালভাবে কাজ করে।

এখান থেকে ভিডিও দেখুন


এপ্লিকেসনটি এখান থেকে ডাউনলোড করুন

Level 2

আমি রাসেল রনি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 308 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অনেক দিন পর :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ইন্টলের পর কিভাবে সেটআপ দিতে হবে কিভাবে ফাইল পাঠাতে হবে তা বিস্তারিত বলুন ।

Level New

১. ভাই আমার যদি নেট কানেকশন না থাকে তাহলেও কি কাজ করবে?
২. এটা কি ডেক্সটপ থেকে কাজ করবে?
৩. ফাইল সেন্ট করলে কত সময় লাগবে?
৪। কত সাইজ পর্যন্ত ফাইল সেন্ট করা যাবে?
৫. আপনি এভাবে ব্যবহার করছেন?

জানালে খুশি হব।

আরও বিস্তারিত লিখার দরকার ছিল আপনার ।
আমি এখনও ভাল করে বুজিনাই ।

দুইলাইন কথা লিখে টিউন কিছুই ত বুজা গেল না ? বিস্তারিত বলেন ?

Level 2

আপনারা ট্রাই করেন হয়ে যাবে

    Level 0

    ভাই এইরকম ফাউল টিউন না করলেই হয়। টিউন করলে একটু বিস্তারিত লিখেন। কীভাবে ফাইল সেন্ড করবে ইত্যাদি। আর ডাউনলোড লিঙ্কটা মিডিয়া ফায়ারে দিলে ভাল হয়। প্লিজ বিস্তারিত না লিখলে এইসব টিউন না করাই ভাল। কারণ সবাই তো সব কিছু বুঝে না। ধন্যবাদ।

    Level 0

    আমাদের প্রশ্নের জবাব আপনি দিয়েছেন আপনার ট্রাই করেন হয়ে যাবে । আমাদের প্রশ্নের জবাব দেওয়া কি আপনার কর্তব্য নয় ? বিস্তারিত যদি না লিখতে পারেন তাহলে টিউন করেন কেন ? ধন্যবাদ ।

tune করলে বিস্তারিত tune করবেন এভাবে ২ লাইন এ টিউন করলে tune টা অসমাপ্ত থেকে যায় ।

Level 0

দয়া করে বিস্তারিত লিখলে খুশি হবো ।

কি ভাবে ডাউন লোড করবো দয়া করে জানান, নকিয়া ৫২১০ মোবাইলে সাপোর্ট করবেতো ? ধন্যবাদ টিউনস করার জন্য।

Level 0

vi ata ki hoylo..aktu details likhen……

বিস্তারিত দিন বস

Level 0

দুইলাইন কথা লিখে টিউন কিছুই ত বুজা গেল না ?
বিস্তারিত বলেন ?
tune টা অসমাপ্ত বিস্তারিত tune লিখেন।
ধন্যবাদ ।

Level 0

আপনি নিজেই মনে হয় বুঝেন নাই কিভাবে কি করতে হবে !!
না বুঝে টিউন করার কোনো দরকার ছিলো না.
মেজাজ খারাপ করা একটা টিউন.

Level 0

দুইলাইন কথা লিখে টিউন কিছুই ত বুজা গেল না ?
বিস্তারিত বলেন ?
tune টা অসমাপ্ত বিস্তারিত tune লিখেন।

ফালতু টিউন

tune r o bistarito korar dorkar silo…eto short descrption e bujha possible na…btw soft ta share er jonne thanks…dekha jak try kore pari kina.

দুইলাইন কথা লিখে টিউন কিছুই ত বুজা গেল না ?
বিস্তারিত বলেন ?
tune টা অসমাপ্ত বিস্তারিত tune লিখেন।

আপনি নিজেই মনে হয় বুঝেন নাই কিভাবে কি করতে হবে !!
না বুঝে টিউন করার কোনো দরকার ছিলো না.
মেজাজ খারাপ করা একটা টিউন.

Level 0

কই ভাই ডাউনলোড করতে তো পারলামনা কাজ করব কিভাবে । বিস্তারিত বলেন

Level 0

aita kono tune hoylo booocasss….

আজাইরা

Level 0

faltu….