মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট (বিডিরঙ.এক্সক্লুসিভ)

প্রথমে বিডি রঙ এ প্রকাশিত হয়েছে

আমরা আমাদের ভাষা অনেক ভালোবাসি তাই এই ভালোবাসা পুরো পৃথিবীকে জানিয়ে দেয়ার ব্যবস্থা ও আমাদের করতে হবে না কি? এই জন্য আমারা বাংলাদেশের অনেকেই অনেক বাংলা ব্লগ/সাইট নির্মান করেছেন। কিন্তু বাংলা নিয়ে একটু সমস্যা হয় তা হল বাংলায় দেখা ও লিখা। কিন্তু কম্পিউটারের জন্য সমধান অনেক আগে থেকেই আছে। আর আজ আমি আপনাদের সাথে সেয়ার করতে এলাম কিভাবে আপনার মূঠোফোনে বাংলা পড়া ও লিখা যাবে।


প্রথমেই আমি আপনাদের দেখাব যে আপোনাদের মুঠোফোনে কিভাবে বাংলা পড়া যাবে।

বাংলা পড়ার জন্য আপনাকে অপেরা মিনি ব্যবহার করতে হবে অন্য কোন মুঠোফোন ব্রাউজার এ বাংলা দেখা সম্ভব নই।

[div class="download" class2="typo-icon"] এই লিংক হতে অপেরা মিনি সফটওয়্যার টি ডাউনলোড করে নিন (শুধু জিপি গ্রাহকগন এই লিংক হতে ফ্রী অপেরা মিনি ডাউনলোড করুণ)। এবং নিচের চিত্র গুলো অনুসরণ করুণ।[/div]

ডাউনলোড কৃত অপেরা মিনি সফটওয়্যার টি ওপেন করুণ এবং এড্রেস বারে opera:config লিখে অপেরার User power menu তে প্রবেশ করুণ।

এবার নিচের চিত্রের মত আসলে সেখানে সব নিচের অপশন (Use bitmap fonts for complex scripts) এ ইয়েস (Yes) নির্বাচন করে সেভ বাটনে ক্লিক করুণ।

ব্যাস হয়ে গেল আপনার বাংলা দেখা সমস্যার সমাধান। ঝকঝকে বাংলা দেখতে পাবেন ঠিক নিচের ছবির মত।

এবার কিভাবে আপনার মুঠোফোনে বাংলা লিখবেন সেই সমস্যার সমাধান।

প্রথমে এই লিংক থেকে আপনার মোবাইল এর মডেল দিয়ে সফটওয়্যার ডাউনলোড করুণ। এই সফটওয়্যারটির প্রস্তুতকারক ইন্ডিয়ার eternoinfotech আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই অসাধারণ একটি সফটওয়্যার টি আমাদের উপহার দেয়ার জন্য। এই সফটওয়্যার টি দিয়ে নয়টি (৯টি) ভাষায় লিখা যাবে যেমনঃ Hindi, Marathi, Punjabi, Gujarati, Bengali (বাংলা), Telugu, Kannada, Malayalam ও Tamil। সফটওয়্যার টি ডাউনলোড হলে আপনার মোবাইল এ ইন্সটল করে ফেলুন।

আপনার ইন্সটল করা সেই IndiSMS সফটওয়্যার টি ওপেন করুণ।

ওপেন হচ্ছে............

এবার আপনার পছেন্দের ভাষা (বাংলা) নির্বাচন করে ওকে (Select) বাটনে চাপ দিন।

এবার নিচের চিত্রের মত একটা ম্যাসেজ আসবে যদি ইয়েস (Yes) বাটনে ক্লিক করেন তাহলে সফটওয়্যার টি ওপেন হওয়ার সময় আপনাকে প্রথমের মত বাংলা ভাষা নির্বাচন করতে হবে আর যদি নো (No) বাটনে ক্লিক করে তাহলে সরাসরি বাংলা ভাষায় সফটওয়্যার টি ওপেন হবে।

এবার বার্তা নির্মান (New Message) নির্বাচন করুণ।

এবার আপনার প্রয়োজন মত জা ইচ্ছা হয় তাই ফোনেটিক লে-আউট এর মত করেই লিখতে শুরু করুণ। যেমন আমি লিখলামঃ আমি তোমাকে ভালোবাসি! কিন্তু আমি এখন ব্যস্ত আছি আমি আপনাকে পরে কল করবো।:(

লেখা শেষ হলে ব্যাক (Back) বাটনে চাপ দিন নিচের চিত্রের মত ইয়েস (Yes) নো (No) চাইবে ইয়েস করে ড্রাফট করে সেভ করুণ। এবং IndiSMS সফটওয়্যার টি বন্ধ করে দিন।

এখন নিশ্চয়ই ভাবছেন এতো কষ্ট করে লেখার এটাই ফল শুধু সেভ করলাম। 🙁 না ভাই জানেরা এবার আপনার আসল ম্যাসেজিং মেন্যু বের করুণ এবং সেখান থকে ড্রাফট ওপেন করুণ।

এবার দেখুন নিচের চিত্রের মত চারকোনা ঘর ঘর হয়ে একটা মাসেজ সেভ হয়ে আছে। হ্যাঁ এটা আপনার লেখা সেই ম্যাসেজ টি এখানে এই বিকৃত অবস্থা ম্যাসেজ টি ওপেন করুণ।

এবার পেন টুল দিয়ে পুরো লেখটি সিলেক্ট করে ক্লিপ বোর্ডে কপি করুণ।

অনেকেই আছেন যারা পেন টুলটিকে চিনতে পারে না ও কিভাবে কোন কিছু ক্লিপবোর্ডে কপি করতে হয় সেটাও বুঝতে পারে না তাই আমি নিচের তাদের সুবিধার জন্য নিচে একটি চিত্র দিলাম যে কোনটা পেন টুল। এই পেন টুল এ চাপ দিয়ে থেকে যেকোন লেখা বা ফাইল মার্ক করা যায় এবং ক্লিক বোর্ডেও কপি করা যায়।

এখন যেখানে আপনার বাংলা লেখার প্রয়োজন সেই এড্রেস টি অপেরা বা যেকোন ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করুণ (অপেরায় ভালো কারন এটাতে বাংলা দেখা যায় অন্য ব্রাউজার দেখা যায় না।)

এবার রাইটিং বক্সে আবার পেন টুল এর সাহায্যে পেস্ট করে দিন এবং পোস্ট করুণ।

ব্যাস হলে গেল আপনার বাংলায় পড়া ও লেখার সমধান।

__________________________________________________________________________________________

==================================================================================

দেখুন আমি সেই পাঠানো বাংলা ম্যাসেজটি কেমন সুন্দর হয়েই এসেছে।


ভালো লাগলে আপনার মুল্যবান মন্তব্য দিতে ভুলবেন না যেন! কারন একটি মন্তব্যই একজন লেখক কে ৯০% লেখার আগ্রহ বাড়িয়ে দেয়।

মূল লেখাটি বিডিরঙ.কম এ প্রকাশিত

মোবাইল ফোনে বাংলা পড়া ও লিখার সকল সমস্যার সমধান! বিস্তারিত আলোচনা ও স্ক্রিনশট

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

josh hoyse. ami atay to khujtesilam. Thanks bro_t][t

    ধন্যবাদ ভাইজান। কিন্তু মন্তব্য বাংলায় লিখলে ভালো হয়!

    Level 0

    opera 10/11 a বাংলা দেখার উপায় কি, জানাবেন কি ??? এটা কি ওপরা ১১ এ ব্যবহার করা যাবে ??

দুইটা টিপসই অনেকের অনেক কাজে লাগবে কারণ এখন মোবাইল এ ইউনিকোড ফন্ট না থাকার কারণে অনেকে বাংলা দেখতে পারেনা। বাংলা লেখার ব্যাপারটা নতুন জানলাম। 🙂

    ধন্যবাদ মিজান ভাই!

    আমি মিজান হলাম কবে? 🙁

    দুঃখিত! মিনহাজুল হক শাওন ভাই চ্যাটে মিজান মিজান করেই আমার মাথায় মিজান নামটাই থেকে গেছে। 🙂

অসংখ্য ধন্যবাদ খুব ভালো লেগেছে টিউনটি

ধন্যবাদ আমিনুল ভাই য়ামারো খুব ভাল লেগেছে । আপনার টিওন গুলো পরি সবসময় খুব ভাল লাগে । আমি সরাসরি http://m.web….].net/ এই আপ্লিকেশন ব্যবহার করে বাংলা লিখি মোবাইল থেকে ।

ধন্যবাদ

Level 0

ধন্যবাদ আমিনুল ভাই

জটিল টিউন।কিন্তু, ভাই এটা আপনি কী করলেন? আমি কেবল চিন্তা করছি আজ বৃহস্পতিবার আমার (আমার প্রথম) একটা টিউন করা দরকার।কিন্তু আপনি তার আগেই করে ফেললেন।কারন আমিও এই ধরনের টিউনই করতে চাইছিলাম।

    আমি এই নিয়ে http://www.bdrong.com এ কয়েক দিন আগেই লিখেছি আজ শুধু এখানে প্রকাশ করলাম। হা! হা!

    মনে রাখবেনঃ সময় কার জন্য অপেক্ষা করে না।

Level 0

vai onek onek thanx.

    আপনাকেও অনেক ধন্যবাদ।

    ভাইয়া বাংলা লিখার চেষ্টা করুণ

ভাল একটি টিউন উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

সুন্দর তবে ইনডি মেসেজ সিমবিয়ান ৫ একাজ করে না।

Valo laglo, kintu baboher korte parlam na. Amar E65 mobile pen button, ribon somossar karone kaj kore na. Bikolpo kono babosta ace ki?

    খুব খারাপ লাগলো যে আপনার মোবাইল এ ব্যবহার করা যাবে না শুনে!

    কোন কোন মোবাইল এ সাপোর্ট করে তা নিচের লিংক এ দেখতে পাবেন।

    http://eternoinfotech.com/downloads2.html

    ধন্যবাদ ভাইয়া আপনার মতামতের জন্য।

Level 0

copy korar idea ta kokkhono mathai aase nai.thanks for this

ধন্যবাদ ভাই শেযার করার জন্য ।

ধন্যবাদ ভাই

    মিজান ভাই আপনাকেও ধন্যবাদ।

এটা আমি জানি কিন্তু এটাতে KB বেশি খরচ হয়। আমি এমন একটা টিউন খুজছি। যেখানে মবাইলে ফন্ট প্র্বেশ করানো যায়। pl help me….

khub valo ekti tune…thnx

vaia ami nokia n73 te download deyeci….
Software ti te lekhar por ami save na kore copy korte ki porbo?….

    চেষ্টা করে দেখুন হয়তো করা যেতে পারেন। ধন্যবাদ!

vai, amar nokia e63 set-e quick office programme ache, but ami kono bangla read korte parina, bangla read korar kono software thakle janaben. boro bipode achi.

Level 0

ভাই অনেক ধন্যবাদ। আমার ফোন নকিয়া ই৭১। ভাই আমি ফেসবুক চ্যাট এ বাংলা লিখতে চাই এটি কি সম্ভব। প্লিজ জানাবেন।

    @Joy: ফেসবুক চ্যাট এ বাংলা লিখতে চাইলে আপনাকে বাংলা সাপর্টেড ফোণ ব্যবহার করতে হবে।

ভাই আমার নোকিয়া E৫ এ আমি অপেরা মিনির কোনটাই চালাতে পারছিনা এখন কি করতে পারি জানাবেন