২০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন [২০২০]

চলুন আজকে আমরা দেখে নেই ২০ হাজার টাকার মধ্যে এমন কিছু ফোন যেগুলো অস্থির ডিজাইন, ক্যামেরা, পারফরম্যান্স, সফটওয়্যার অফার করে।

২০ হাজার টাকার মধ্যে সেরা ফোন (Best Phone Under 20000 In BD 2020)

1. Xiaomi Redmi Note 9

২০ হাজার টাকার মধ্যে ফোন নিয়ে কথা বললে সবার আগে যেই ফোনটির নাম আসে সেটা হলো Xiaomi Redmi Note 9। এই প্রাইস রেঞ্জে এটি একটি সেরা ফোন। ফোনটির মূল্য ১৯, ৯৯৯ টাকা (আন অফিসিয়ালি)।

ফোনটিতে আপনি পাবেন ৬.৬৭- ইঞ্চির একটা বড়ো আইপিএস এলসিডি ডিসপ্লে যার রেজোলিউশন ১০৮০ × ২৩৪০ বা ফুল এইচডি প্লাস। ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হলো ৩৯৫ পিপিআই আর এটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। এছাড়া ডিসপ্লেটি ৪৫০ নিট পর্যন্ত ব্রাইট হয়।

Xiaomi-Redmi-Note-9
Image Credit:: Xiaomi

 

ফোনটিকে পাওয়ার করছে মিডিয়াটেক এর Helio G85 প্রসেসরটি। সাথে আছে Mali-G52 MC2 এর গ্রাফিক্স। মেমোরি হিসেবে ৩ জিবি বা ৪ জিবি সিলেক্ট করতে পারবেন। স্টোরেজ পাবেন ৬৪ বা ১২৮ জিবি। স্টোরেজ বাড়ানোর জন্য আছে মাইক্রো এসডি এক্সপানশন সাপোর্ট।

ফোনটি চলছে অ্যান্ড্রয়েড ১০ ভার্সনের এর উপর এবং এর মিইওআই ভার্সন ১১ তবে এটা মিইওআই ১২ এ আপগ্রেড করা সম্ভব। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরসহ যাবতীয় সেন্সর আপনি পেয়ে যাবেন। নো চিন্তা। ডু ফুর্তি।

বিস্তারিত পড়ুন আমাদের সাইটে- BDTechTimes

Level 5

আমি খান সামি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

slot dana tanpa rekening


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস