টেকটিউনে আমার প্রথম পোষ্ট। আপনাদের জন্য নিয়ে এলাম “SIGN4EVER”

আসসালামু আলাইকুম। সকল টেকটিউনার ভাইদের আমার শুভেচ্ছা। আমি প্রতিদিন টেকটিউনস পড়ি কিন্তু কোনদিন কিছু লিখার সাহস পাই নাই। আজ মনে অনেক সাহস জুগিয়ে লিখতে বসলাম। আমরা যারা Nokia 3rd ও 5th version এর মোবাইলগুলো ব্যবহার করি আশা করি তাদের এই টিউনটি কাজে দিবে। অন্য কেউ এই বিষয় নিয়ে টিউন করেছে কিনা আমার জানা নেই। করে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আলোচনাতে আসি।

নোকিয়ার এই মোবাইলগুলোতে আমরা কোন সফটওয়্যার ইনসটল করতে গেলে অধিকাংশ সময় এই ERROR MESSAGE গুলো দেখায় "certificate error! contact with validate supplier" এর মানে হল আপনি যে সফটওয়্যারটি ইনস্টল করতে চাচ্ছেন তার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন এই সফটওয়্যারটি ইনস্টল করতে হলে সাইন করিয়ে এর মেয়াদ বারাতে হবে। এই সমস্যা সমাধানের ২টি উপায় আমার জানা আছে।

১। পিসির মাধ্যমে।

২। মোবাইলের মাধ্যমে।

পিসির মাধ্যমে সাইন করানো অনেক সহজ। তাই আজকে আমি কিভাবে পিসির মাধ্যমে সাইন করা যায় তা বলব।

প্রথমেই আমাদের "sign4ever" নামের সফটওয়্যারটি লাগবে। ডাউনলোড করতে লিন্কে ক্লিক করুন।

http://www.mediafire.com/?8mnype1njnw#2

সফটওয়্যারটি জিপ ফাইলে আসবে। ফাইলটি আনজিপ করুন। দেখবেন "sign4ever" নামে একটা application দেখাচ্ছে। এবার এ্যাপ্লিকেশনটি নতুন কোন ফোল্ডার এ মুভ করুন। এবার আপনি যে এ্যাপ্লিকেশনটি সাইন করাতে চান সেই এ্যাপ্লিকেশনটি আপনার "sign4ever" ফোল্ডারে কপি করে নিয়ে যান। এবার "sign4ever" সফটওয়্যারটি চালু করুন। এখন আপনার কি-বোড থেকে যে কোন ১টি বাটনে ক্লিক করুন। দেখবেন ৪-৫টি নতুন ফাইল সেই ফোল্ডারে যোগ হয়েছে। এবার সফটওয়্যারটি ক্লোজ করুন। লক্ষ্য করুন নতুন যোগ হওয়া ফাইলগুলোর মধ্যে "signed" নামে একটি SIS এ্যাপ্লিকেশন আছে। এই এ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল দিন। ব্যাস এবার দেখবেন যাদুর মতো এ্যপ্লিকেশনটি আপনার মোবাইলে ইন্সটল হয়ে গেছে।

আজ এতটুকুই থাকল। মোবাইলের মাধ্যমে কিভাবে সাইন করাতে হয় তা আমি অন্য একদিন বলব। আর যদি আপনাদের SUPPORT পাই তাহলে অতি শীঘ্রই আমি ওই টিউনটি করব। আপনাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে। আমার জন্য সবাই দোয়া করবেন। আর হ্যা টিউন কেমন লাগলো জানাতে ভুলবেন না যেনো!!! সবাই ভালো থাকবেন।

আল্লাহ্ হাফেজ।

Level 2

আমি Saon Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 364 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami jante cai............


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai apnar 1st tune tai joss hoiece,, ami onek din tekei ai doroner soft kujcilam , donnobad apnake. ( vai akta question : auvro diye jukta-okkor likbo kivabe ?? ami bangla likte pari na but shikte chai tai ans dile kusi hobo.)

আপানার লেখা অনেক সুন্দর হয়েছে । আপনার প্রথম টিউন এর জন্য অনেক অনেক ধন্যবাদ । আশা করি আরও সুন্দর সুন্দর টিউন পাব । চালিয়ে যান ।

    অনেক ধন্যবাদ আতিক ভাই আপনাকে। আপনারা এভাবে সাহস দিলে অবশ্যই আরও ভাল টিউন করব।

টেকটিউন্সে স্বাগতম।

    ধন্যবাদ নাইম ভাই।

সুন্দর ভাবে উপস্থাপন করার জন্ন ধন্যবাদ । চালিয়ে যান ।

    আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। আজকে আমি খুবই খুশি আপনাদের সবার মন্তব্য পেয়ে।

Level 0

many thanks

ধন্যবাদ

Level 2

অনেক ধন্যবাদ

পাশে আছি সবসময়………………

windows7 এ কাজ হয় না।

    কি বলছেন ভাইয়া ? আামি নিজেও তো windows 7 ব্যবহার করি আমার তো কোন সমস্যা হয় নাই। তবুও সমস্যাটা খুলে বললে বুঝতে পারতাম। ধন্যবাদ।

    সমস্যাটা কি একটু বলবেন? আমিও সেভেন ব্যবহার করি।

Level 0

সুন্দর টিউন……..আমার কাজে লাগবে।
ধন্যবাদ আপনাকে

    আপনাকেও ধন্যবাদ।

    আপনাদের যাতে কিছুটা হলেও কাজে আসতে পারি সে চেষ্টাই করব।

Level 0

kaj kore na plz ar aktu bolben plz ami e-52 nokia use kori

    ভাইয়া কোন জায়গাতে সমস্যা হয় আমাকে বলুন,আমি অবশ্যই সমাধান দিব।

    কোন জায়গাতে সমস্যা হয় আমাকে বলুন আমি অবশ্যই সমাধান দিব।

দেখে মনেই হয়না প্রথম টিউন! একবারে পারফেক্ট টাইমিং! মিড উইকেট দিয়ে সিমানার বাইরে, ৫ রান! GPA 5 এর উপরে আর নাই, তাই ৫ রান দিলাম। চালিয়ে যান। আমরা আছি আপনার সাথে।

    Level 0

    ha ha vaoli bolecen baktiar vai.

    আপনাকে অনেক ধন্যবাদ বখতিয়ার ভাই। খুব ভালো লাগলো আপনার কথা শুনে।

টেকটিউন্সে স্বাগতম।সুন্দর টিউন করছেন
আমার কাজে লাগবে।
ধন্যবাদ আপনাকে
আশা করি নিয়মিত হবেন

    ধন্যবাদ ভাই। দোয়া করবেন যাতে সবসময়ই নিয়মিত হতে পারি।

টেকটিউনসে আপনাকে স্বাগতম, প্রথম টিউন হলেও ভালই করেছেন…

    ধন্যবাদ আরিফ ভাই।

টেকটিউনসে স্বাগতম, প্রথম টিউন হিসেবে ভালো হয়েছে…:D

ধন্যবাদ সুন্দর করে উপস্থাপন করার জন্য আর টেকটিউনসে আপনাকে স্বাগতম…

    অসংখ্য ধন্যবাদ আপনাকে।

    আপনি খশি তো আমিও খুশি।

খুব সুন্দর একটা সফট্ওয়ার সেয়ার করেছেন।
চালিয়ে যান আমরা আছি আপনার পাশে।
অনেক ধন্যবাদ।

শুধু মাত্র আপনার পোস্টে কমেন্ট করার জন্য ই লগইন করলাম । অনেক ভাল লাগছে 🙂 আর আর সফটওয়্যার টাও দারুন কাজ করে 🙂

    আপনার কাজে এসেছে শুনে খুশি হলাম।

Level 0

কাজ করে না। আমার smart settings সফটওয়্যার এর জন্য লাগবে। হেল্প করুন… আর পোস্টটা সুন্দর হইছে 🙂

    আমি এই সমস্যার উপর আজ নতুন একটা পোষ্ট করব ওইটা দেখবেন আশা করি কাজে দিবে।

টেকটিউনসে স্বাগতম…

thnx bro 4 such nyc tune…..
but the problem is it doesnt work!!!!!!!
i think it may be in case of windows 7….or what?
newayz i want some tips bro 4m u….
im using nokia n86 but the fact is i cant install some useful softwares lyk core codec player, ttpod music player(it says certificate error or contact the supplier or certificate is not valid) etc though i updated my device software version to 30.009!!!! i desperately want the solutions….help me bro….or neone can help me….im waiting…………………

    ভাই, সফটওয়্যার আপডেট করলে এই সমস্যার সমাধান হবে না। আজকে আমার নতুন টিউন দেখবেন। ধন্যবাদ।

    ভাই, সফটওয়্যার আপডেট করলে এই সমস্যার সমাধান হবে না। আজ টেকটিউনস এ চোখ রাখবেন।

    চিন্তার কারন নেই,অতি দ্রুত সমাধান নিয়ে হাজির হব।

Level 2

শুধু মাত্র আপনার পোস্টে কমেন্ট করার জন্য ই লগইন করলাম । অনেক ভাল লাগছে

    আপনার ভালো লেগেছে শুনে আমি আনন্দিত। ধন্যবাদ।

thnx……bro….im waiting….plz give some link for the latest version of core codec player & ttpod music player (genuine version)…..or tell about my nokia n86 hacking…….waiting bro….

Level 0

duita software try korlam but "certificate expired" bole
bhai ki korbo bolen…..

Level 0

sis file ase but moblie-a install hoyna