Samsung Galaxy M30 নিয়ে অনেকেই উৎসাহ প্রকাশ করেছে। আমার এক বন্ধু ও Galaxy M30 কিনতে চায়। পরে ভাবলাম যে দেখে নেই কি আছে এই নতুন Samsung Galaxy M30 এর মধ্যে। কিন্তু এতো দিন বাজারে ছিলো না এই নতুন মোবাইলটি। আজকে দেখলাম ভারতে বিক্রি শুরু হয়েছে। কিন্তু আমার বন্ধু যেটা ভেবেছিলো হয়েছে সেটাই। Samsung Galaxy M30 শুধুমাত্র অনলাইনেই পাওয়া যাচ্ছে। কোনো show room এ পাওয়া যাচ্ছে না।
অনেকেই এই M series এর মোবাইল গুলো কিনতে চাইছে, কিন্তু আফসোস, শুধুমাত্র online এ বিক্রি হচ্ছে এই M series এর মোবাইল গুলো। যাই হোক, যদি জানতে চান Samsung Galaxy M30 এর সম্পর্কে বিস্তারিত তাহলে এখনই ভিজিট করুন mobile29.com
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।