
সুস্থ থাকার জন্য কোন খাবারে কি ভিটামিন, কত ক্যালরি, কোন ফলে কি উপকার – এগুলো জানা থাকা খুবই প্রয়োজন। পুষ্টি বিশেষজ্ঞগণ এ বিষয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস দিয়ে থাকেন। এছাড়াও খাদ্য ও পুষ্টি বিষয়ে সম্যক ধারণা অর্জনের জন্য অভিজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্য কথা শুনতে ও মানতে হবে।
সুন্দর স্বাস্থ্য গড়ার জন্য পুষ্টিকর খাদ্য – খাবার খেতে হয়। কিন্তু সকল খাবারের পুষ্টিগুণ এক নয়। বিভিন্ন প্রকার খাবারের ক্যালরি চার্ট বা তালিকা আলাদা। আবার একেক প্রকার ফলের গুনাগুন ও উপকারিতা একেক রকম। এসব খাদ্য ও ফলে শর্করা, প্রোটিন, আমিষ ছাড়াও ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে ইত্যাদি রয়েছে। এগুলোর পাশাপাশি ক্যালসিয়াম খাবার -এরও রয়েছে অনেক গুরুত্ব। তাই শিশু খাদ্য প্রয়োজনীয় ভিটামিনে পূর্ণ কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে।
Direct Download Linkএ সকল বিষয় বিবেচনা করে ডেভেলপার টীম WikiBdApps এই অ্যাপটি ডেভেলপ করেছে।
অন্তর্ভুক্ত বিষয়সমূহঃ
✓ কোন ফলে কি ভিটামিন
✓ কোন খাবারে কত ক্যালরি
✓ vitamin apps in Bengali
✓ vitamin foler pusti o gunagun, upokarita
অ্যাপটির অনন্য বৈশিষ্ট্যঃ
☆ আকর্ষণীয় ডিজাইন
☆ নেভিগেশন সুবিধার জন্য Next ও Previous বাটন সুবিধা
☆ Matched Color theme
আমি সোহাগ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।