Oppo F5 #Capture the Real You# ফুল রিভিউ ইন বাংলা

Oppo F5 #Capture the Real You# ফুল রিভিউ ইন বাংলা

You Can See The Video About OPPOF5

 

আজকে আমরা পুরো ভিডিও জুরে  oppoF5 ফোন নিয়ে আলোচনা করব।

Oppo নামটা শুনলেই যেন সেলফির কথা মনে পড়ে।

Oppo লঞ্চ করতে জাসচা তাদের ব্র্যান্ড new phone oppo F5. ফোন টা হাতে নিয়ে আপনার প্রথমেই যেটি মনে হবে, তা হলো এর fringerprint সেন্সর কৈ ???।তারপর ফোনটি উল্টিয়ে ক্যামেরার নিচ খুঁজে পাওয়া গেলো fringerprint সেন্সর,যাক অবশেষে oppo তাদের সেই চিরপরিচিত fringerprint সেন্সর এর জায়গার পরিবর্তন করেছে।এটি নিশ্চিন্তে খুব ভালো, এর ডিসপ্লে 6ইঞ্চি full HD Ips Touch Screen with 16M collur। এর ক্যামেরা ব্যাক 16 mp, ফ্রন্ট 20 mp সেলফি ক্যামেরা যেটি আপনাকে দিবে নতুন এক selfie এক্সপেরিয়েন্স। Feature হিসেবে থাকছে Geo tagging, Face and Smile detection, panorama, HDR। এর হেড phone charging পোর্ট আগের জায়গায় আছে।

 

এবার আসা যাক এর হার্ডওয়্যার এর দিকে।।।এর ওজন 152gm এবং মাত্রা (6.16×2.99×0.30) ইঞ্চি, দেখতে অনেক টাই কারীনা কাপুর এত 0 ফিগার এর মত। যা একহাতে ব্যবহার করা শুধু অসম্ভবই নয় বেশ ঝামেলা যুক্ত। এর ডুয়াল চেম্বার সিম স্লটে আপনি 2টি nano সিম ব্যবহার করতে পারবেন। এটির ইন্টারনাল memory 32 gb with 4gb ram এবং,64 gb উইথ 6gb ram (যাতে আপনি 256 gbপর্যন্ত অতিরক্ত memory ব্যবহার করতে পারবেন)।

এর প্রসেসর 1.5GHz octa core processor যেটি Mediatek helio P23 মডেল MT6763T যা একেবারেই হতাশা জনক এবং অবিচার|।।oppo শুধুই selfie দিয়ে পাগল করেছে সবাই কে তাই প্রসেসর বা অন্যকিছু র কথা আমরা ভুলেই গেছি।এতো সস্তা দামের প্রসেসসর দিয়া কি করা সম্ভব তা আপনার চেক করে নিবেন। এই কনফিগার এর ফোন 26000টাকা দিয়ে কেন কিনতে যাবে মানুষ সেটা আমি বুঝতে পারছি না। যখন android ভার্শন 8 রিলিজ হতে চলেছে তখন এরা nauget7.1 নিয়ে এসেছে।

এর battery 3200 mah যা 1দিন এর বেশি চার্জ যাওয়া একেবারেই ভুতুড়ে ব্যাপার।কালার ব্ল্যাক,গোল্ড এবং রেড।। এই ছিল বিস্তারিত।।। আজকের মত বিদায়

Good Bye।।

Level 0

আমি রুহুল আমিন সোহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস