
আসসালামু আলাইকুম
কেমন আছেন সুপ্রিয় টেকটিউনারস? আশা করি পরম করুনাময়ের অশেষ রহমতে সবাই ভালো আছেন। বিশ্বের সবচাইতে বড় বাংলা সোশ্যাল কমিউনিটি techtunes এ এটাই আমার প্রথম টিউন। আশা করি প্রথম টিউন বিধায় সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমাদের প্রত্যহিক জীবনে মোবাইলের গুরুত্ব আশা করি নতুন করে বুঝানোর প্রয়োজন নেই। আর সেই ডিভাইসটি যদি হয় স্মার্টফোন তাহলে তো কথাই নেই। কিন্তু পছনের স্মার্টফোন কিনতে যেয়ে আমরা প্রায়ই বিপাকে পড়ি। কোন ডিভাইস ভালো হবে, কোনটা কেনা উচিত, বাজেটের মাঝে সবচাইতে ভালো কোন ডিভাইস থেকে কোথা থেকে কিনবো-এমন হাজারো প্রশ্নের ভীড়ে ঘুরতে থাকি আমরা। ওয়েল আপনাদের কথা মাথায় রেখেই দেশের সেরা মোবাইল অপারেটর গ্রামীনফোন নিয়ে এসেছে GP online shop. সাথে থাকছে দারুন সব ইন্টারনেট বান্ডেল, টকাটাইম সহ দারুন সব অফার।
ঘরে বসেই দেশের সেরা নেটওয়ার্কের সাথে উপোভোগ করুন ১০০% জেনুইন সব ডিভাইস ফুল ম্যনুফ্যাকচারার ও্যারেন্টি সহ। তাই এখনি ভিজিট করুন https://www.grameenphone.com/shop/devices/phones আর বেছে নিন আপনার পছন্দের ডিভাইসটি আকর্ষণীয় দামে। সাথে থাকছে দুর্দান্ত সব ডাটা, টকটাইম অফ সহ দারুন দারুন সব অফার।
দেশের যে কোন প্রান্তে ফ্রী হোম ডেলিভারির জন্য GPA0111 প্রোমো কোড ব্যবহার করুন। এই অফার ২৭ অক্টোবার পর্যন্ত।
#GPAmbassador
আমি মামুনুর রাশিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় টিউনার,
আপনার ব্র্যান্ড, পণ্য ও সেবার সুষ্ঠু প্রচারণা করতে Techtunes Advertising – tAds এর সহয়তা নিন।
বিশ্ব ব্যাপি ৪ কোটি কমিউনিটির কাছে পৌঁছান আপনার ব্র্যান্ড। আপনার পণ্য আর সেবার তৈরি করুন আন্তর্জাতিক পরিচিতি টেকটিউনসের স্মার্ট ও হাই-পারফরমেন্স ব্যানার এড ও ‘স্পন্সরড টিউন’ এর মাধ্যমে।
Techtunes Advertising – tAds এর মাধ্যমে এডভার্টাইজমেন্ট করতে http://techtun.es/tAds-Advertising-Query লিংকে ক্লিক করুন।