নাম্বার লক করা মোবাইল আনলক করুন….আনন্দে থাকুন

নাম্বার লক করা মোবাইল আনলক করুন....আনন্দে থাকুন</strong

কখনো আমদের অসাবধানতা বসত বা ইচ্ছা করে সিকিউরিটির জন্য মোবাইলের নাম্বার লক করি
কিন্তু পরে ভুলে যাই....

তাই বড় বিপদে পড়ি...

সুতরাং আমাদের সার্ভিস সেন্টারে যেতে হয়...টাকা খরচ করতে হয়

এবার আমাদের টাকা আমাদের পকেটেই থাকবে....মোবাইলকে করবো বশ.....

এ সফ্টওয়ারটি মূলত nokia মোবাইলের জন্য..
নোকিয়ার password ডিফল্ট ভাবে ১২৩৪৫ থাকে..
এলজি বা অন্য সেলফোনের ০০০০ থাকে
এটি না কাজ করলে এই সফ্টওয়ারটি ব্যবহার করবেন...
আসুন দেখে নিই নোকিয়ার কোন কোন সেটে এই সফ্টওয়ারটি কাজ করবে...

*DCT3

2100 3210 3310 3330 3410 402 5110
5210 5510 6110 6150 6210 6250 6500 7110
8210 8250 8850 8890 9000 9100 9210

*DCT4

1100 1101 1110 1600 2300 2600 2650
3100 3120 3200 3220 3510 3510i 3650
3660 5100 5140 6020 6021 6030 6060 6070
6080 6100 6101 6103 6170 6111 6220 6230
6260 6310 6310i 6510 6810 6820 6822 7200
7210 7250 7250i 7260 7270 7280 7360 7600
7610 7650 7700 8310 8800 8910 8910i

5500 Sport, 6131, 6125, 7380,
7360, 7370, E70, E61, E60, 3250,
6280, 6681, 6680, 6630, 6233, 6151,
E50, 7390, 7373, 5200, 5300, 6136,
6288, N70, N71, N72, N73, N80, N91,
N93, N70 Music Edition, N95, N91 8GB,
6300, 6086, N76, N93i, N73 Music Edition,
E90, 3110 classic, 6110 Navigator, E65, E61i,
N80 Internet Edition, 5700, 5070, 6120 Classic,
1650, 2630, 1200, 1208, 2760, 3109 Classic, 6500 slide,
3500 classic, 6267, 6121 classic, N81 8GB, N81, N95 8GB,
7900 Prism, 7500 Prism, 6555, 5610, 5310, E51, 6301, N810,
N82, 3110 Evolve, 8800 Arte, 8800 Sapphire Arte, 3120 classic,
2600 classic, N78, N96, 7900 Crystal Prism etc.
2760, 2626, 2660, 2630, 2610, 2610b, 1112b, 1112, 1110i, 1200,
1200b, 1208, 2310, 8800 Sirocco

বিঃদ্র :- নোকিয়া ছাড়াও lg,sony,siemens samsung এবং আরো অনেক

আপনারা ভাবছেন আমার সেটের নাম্বার কি করে বার করবো তাই তো....
আসুন দেখি..
নোকিয়ার ক্ষেএে *#০০০০# প্রেস করুন

ফোন লক হলে নিচের উপায়
প্রতিটি মোবাইলের (চাইনা সেট বাদে) পিছনে...অর্থাৎ ব্যটারিটা খুলে দিলে..তার নিচে মোবাইলের
গায় mobile model no. লেখা থাকে...
এবার ctrl f প্রেস করে model no. বসিয়ে দেখুন আপনার
মোবাইলটি এখানে আছে কিনা

ও সফ্টওয়ারটি কি ভাবে ব্যবহার করতে হয় দেখুন
প্রথমে সফ্টওয়ারটি এখান থেকে ডাউনলোড করে নিন...

সফ্টওয়ারটি পোটেবল..তাই ইন্সলের ঝামেলা নেই...মাএ ২৩০.৭৭কেবি..জিপ অবস্থায় আছে.
এবার unzip করুন...লাল পতাকার মতো অংশে ডবল ক্লিক করুন
এবার নিম্ন রূপ....

1

১/প্রথমে IMEI নম্বর বসাতে হবে...নির্দিষ্ট ঘরে..
এবার প্রশ্ন আপনার IMEI নম্বর পাবেন কি ভাবে?
যেকোন সেটে *#০৬# প্রেস করলেই IMEI নম্বর পাবেন স্বয়ংক্রিয় ভাবে
আবার প্রশ্ন সেট যদি number lock থাকে তাহলে কি করবো......?
খুব ভালো প্রশ্ন ...দেখুন তবে..
প্রতিটি মোবাইলের (চাইনা সেট বাদে) পিছনে...অর্থাৎ ব্যটারিটা খুলে দিলে..তার নিচে মোবাইলের গায় mobile IMEI নম্বর লেখা থাকে...
এই ভাবে

2

মনে রাখবেন প্রথম থেকে ১৫টি সংখ্যা নিতে হবে...কোনো space বা (.)dot বা (/ )স্ল্যাস দেওয়া যাবেনা

২/এবার MCC+MNC ঘরটি ফাঁকা রাখবেন..
৩/এবার যেখানে united kingdom লেখা আছে সেখানে ডান দিকে এিভুজ বোতামে ক্লিক করে
bangladash সিলেক্ট করুন
৪/এরার পরেএ ধাপে আপনি কোন companyর সার্ভিস ব্যবহার করছেন সিলেক্ট করুন
৫/এরার আপনার কি মোবাইল নোকিয়া না অন্য কিছু সেট সেটা সিলেক্ট করুন
৬/আপনার সেটটি কিসের মধ্যে পরে তা দেখে নিন উপর থেকে
DCT3 না *DCT4
এবার তা সিলেক্ট করুন

৭/ সবশেষে নিচের calculae বোতাম প্রেস করুন....

ব্যাস হয়ে গেলো.....

কোড গুলি কিভাবে ব্যবহার করবেন.....
১/কোনো সিম কার্ড ছাড়াই মোবাইল ফোনটি power on করুন
২/অপেক্ষা করুন..insart a sim card..লেখা ওঠা পর্যন্ত
৩/শুরু করুন # key দিয়ে
৪/ p এর জন্য * key ৩বার টিপুন (এক সেকেণ্ডের মধ্যে)
৫/ w এর জন্য * key ৪বার টিপুন (এক সেকেণ্ডের মধ্যে)
৬/ + এর জন্য * key ২বার টিপুন (এক সেকেণ্ডের মধ্যে)

উদাহরণ
# *** **** ** 1234567890 ** 1 #

কোনো space দেবেন না
প্রথমটি না হলে দ্বিতীয়টি চেষ্টা করুন...এই ভাবে
যদি আপনি সফল হন তাহলে ম্যাসেজ আসবে 'code Accepted'বা 'restgriction Off'

Level 0

আমি কলকাতা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ । নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।- ---ফেসবুকে আমি http://www.facebook.com/pages/Kolkata-India/100002338894158 আমার ব্লক http://kolkata12345.blogspot.com/


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধ্যন্যবাদ। ভালো টিউন

আর তাহলে সার্ভিস সেন্টারে যাওয়া লাগবে না। আপনি তো ভাই ওই ব্যাটাদের ব্যবসা মেরে দিচ্ছেন।

    কারো পেটে লাথি মারা আমার কাজ নয়……
    ব্যবসায়ীরা আমাকে ক্ষমা করবেন……সবাই কে জানানোর জন্যই এই টিউন
    ধন্যবাদ

    আকাশ ভাই বর্তমান প্রেক্ষাপটে আমাদের সময় এর পরিমান খুব কম। আর সার্ভিস সেন্টারে দিলে কয়েক দিন সময় লাগতে পারে। এই সময়টাতে কি আমরা সবার কাছ থেকে বিচ্ছিন্ন থাকবো? আর ব্যবসা মারার কথা বলছেন- এখানে আমরা কয়জন এই টিপসটি দেখছি। এরা আমরা ছাড়া বাকি যারা আছেন তারা তো সবাই সার্ভিস সেন্টারের হেল্প নিবেন। তাহলে ব্যবসার তো কোন ক্ষতি হচ্ছে না। তাই চিন্তা করবেন না।

    আরে ভাই আমি তো মজা করে বলেছি, সবাই এত সিরিয়াসলি নিচ্ছেন কেন???

এত দারুন বুদ্ধি!! শুধু ধন্যবাদ দিলেতো ছোট করা হবে। তাই ধন্যবাদ সাথে একটা +। তবে সফটওয়ারটার আপডেট পাওয়া যাবে কিনা জানালে আরো উপকৃত হবো।

ধ্যন্যবাদ.Nokia 3110c সেটে কী হবে

3110 হবে 3110c হতেও পারে….৩১১০ সমস্ত মোবাইলে কাজ করে….
একবার চেক করুন প্লিজ ….এবং জানান

    আমার Sony Ericsson K800i কান্ট্রিলক খোলবো কেমন করে? একটু জানাবেন কি?

Level 0

“এলজি বা অন্য সেলফোনের ০০০০ থাকে”।আমার lg মোবাইল,কোড জানতাম না,জানা খুব দরকার ছিল।আপনার টিউনে জানতে পারলাম,ধন্যবাদ।

কলকাতা ভাই এক সময়ে খুব বেশি আগ্রহ ছিলো মোবাইল টেকনোলজি নিয়ে,এখন কমতে কমতে প্রায় ফিকে হয়ে এসেছে।কিন্তু ভাই আপনারা যেভাবে হাতে কলমে ধরে ধরে শিখাচ্ছেন,ভাবছি আবারো শুরু করবো নাকি?কোন কাজে না আসুক কিন্তু শিখে রাখতে তো কোন সমস্যা নেই,কি বলেন?আপনাকে অনেক অনেক ধন্যবাদ…

    আপনি শিখলে আমাদেরও জানা হবে…..
    কারন techtunes আমরা একে অপরকে জানাই….
    আপনি কি বলেন…….

bb5 support ache?may be nai only for dct4.apni ki khokono try korechen for nokia?

bhai, sony ericsson-a amar phone-er model nai. W810i
er kono babostha ase?

asic — এ কি সিলেক্ট করব ?
DCT3/DCT2-এ কি সিলেক্ট করব ?

ধন্যবাদ টিউনের জন্য

    পোষ্টে এডিট করে দিলাম….কি সিলেক্ট করবেন দেখেনিন

    আমার রক্তের গ্রুপ O+……..ha ha
    আপনার কি A+

কলকাতা ভাই আপনাকে অন্তত হাজারখানেক ধন্যবাদ আমার অনুরোধ রক্ষা করার জন্য। এভাবে আমরা যদি সবাই এগিয়ে আসি তবে মোবাইল বিষয়ক টিউনগুলোর দিক দিয়ে টেকটিউন্স সমৃদ্ধ হয়ে উঠবে। তবে আমি ভেবেছিলাম আপনি বোধহয় Country Lock নিয়ে লিখবেন। এটা আমি যে Jaf নিয়ে লিখেছি সেটাতেও হয় তবে আমি ডিটেইলস লিখিনি। আর শুধুমাত্র আনলক করার জন্য অতবড় ধাড়ী সফটওয়ার ডাউনলোডের চাইতে আপনার এই মিনি সফটওয়ার অনেক কাজের। আপনার কাছে আরোও অনেক টিউন আশা করছি।

vai ei kajta korte gele ki internet lagbe

    না…..
    নতুন মোবাইলের code পাবেন না

IMEI দিয়ে সফটওয়ারটি থেকে যে কোড পাই সেটা দিয়ে কাজ হয়না। # চাপ দেওয়ার সাথে সাথে লেখা ওঠে Code Error
তাহলে কিভাবে কাজটি করা যায়? দয়া করে জানাবেন। অপেক্ষায় রইলাম…

    আপনার ফনো Sony Ericsson K800i
    এই সফ্টয়ার মূলত nokia জন্য……..
    আপনার ফোনের IMEI no. দিন..দেখি কি রকতে পারি

আপনার ফোন Sony Ericsson K800i
এই সফ্টয়ার মূলত nokia জন্য……..
আপনার ফোনের IMEI no. দিন..দেখি কি রকতে পারি

এটা অন্তত নোকিয়া s60v2 ফোনে কাজ করবেনা। সিম্বিয়ান এই ফোনগুলোতে সিক্যুরিটি পাসওয়ার্ড ১০ ডিজিটের বেশি গ্রহন করেনা, সেখানে এই সফটওয়্যার দিচ্ছে ২৩ ডিজিট। আর তাছাড়া #pw+ এইগুলিও গ্রহন করবেনা।
এখানে যে কোডটা পাওয়া যাচ্ছে এটার নাম Master Code। ব্যবহারবিধিটা ভুলে গেছি, পারলে জানাবো। তবে security code-এর পরিবর্তে ব্যবহার করা যাবেনা, যেটা আপনি বলেছেন।

    এই সফ্টওয়ারটি BB5 এবং ASIC 11 নোকিয়া মোবাইলের জন্য নয়…..

    6060 7610 এ জাতীয় ফোনগুলো s60v2-এর অন্তর্গত। এগুলোতে কাজ করেনা, নিজে যাচাই করে দেখতে পারেন।

    “কোড গুলি কিভাবে ব্যবহার করবেন…..
    ১/কোনো সিম কার্ড ছাড়াই মোবাইল ফোনটি power on করুন
    ২/অপেক্ষা করুন..insart a sim card..লেখা ওঠা পর্যন্ত
    ৩/শুরু করুন # key দিয়ে
    ৪/ p এর জন্য * key ৩বার টিপুন (এক সেকেণ্ডের মধ্যে)
    ৫/ w এর জন্য * key ৪বার টিপুন (এক সেকেণ্ডের মধ্যে)
    ৬/ + এর জন্য * key ২বার টিপুন (এক সেকেণ্ডের মধ্যে)

    উদাহরণ
    # *** **** ** 1234567890 ** 1 #

    কোনো space দেবেন না
    প্রথমটি না হলে দ্বিতীয়টি চেষ্টা করুন…এই ভাবে
    যদি আপনি সফল হন তাহলে ম্যাসেজ আসবে ‘code Accepted’বা ‘restgriction Off’”
    ——-আমি এটার কথা বলেচ্ছিলাম। অর্থাৎ এটি সিক্যুরিটি পাসওয়ার্ডের পরিবর্তে কাজ করবেনা।

    পোষ্টে এডিট করে দিলাম….কিভাবে কোড গুলি ব্যবহার করবেন
    6060 7610 এরা *DCT4 এর মধ্যে

সরাসরি প্রিয়তে রাখলাম। খুবই ভাল ইনফরমেশন। আপনাকে অশেষ ধন্যবাদ।

    আপনার ছবির ফুল গুলি …..আমি কি করে প্রিয়তে রাখি বলুনতো

ভাই অনেক ধ্যনবাদ। সুন্দর টিউন। আমার Samsung সেট । আপনি লিখেছেন মোবাইলের নাম nokia হলে nokia সিলেক্ট করতে। কিন্তু Samsung হলে কি করব? স্কিন শটে দেখলাম বাম দিকে নিচে Samsung & MEC unlock cods এখানে কি ক্লিক করতে হবে?

    ওখানে ক্লিক করেলে একটা box আসবে
    সেখানে Samsung মডেল নাম্বার সিলেক্ট করুন
    ওখানে কোড পাবেন

    ওখানে ক্লিক করেলে একটা box আসবে
    সেখানে Samsung মডেল নাম্বার সিলেক্ট করুন
    ওখানে কোড পাবেন

vai nokia 1110 a try korsi hoi na ato gulo code to nei na………

    পোষ্টে এডিট করে দিলাম….কিভাবে কোড গুলি ব্যবহার করবেন

Level 0

nokia 5530 sete kaj korbe na.tai na?

    আপনি একবার চেষ্টা করতে পারেন
    ধন্যবাদ।

Level 0

সুন্দর টিউন
ধন্যবাদ………………….

অনেক সুন্দর টিউন।
আরো মোবাইল বিষয়ক টিউন দিবেন আশা করি।
ধন্যবাদ।

    অবশ্যই আশা করা যায়…….
    ধন্যবাদ।

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য।

    ধন্যবাদ
    মন্তব্য দেওয়ার জন্য।

অনেক ধন্যবাদ আপনাকে ,অনেক দিন থেকে আমার আমার একটি মোবাইল কাজ করতেছে না, আজ আপনার মাধ্যমে সমাধান পেলাম,

vai amar PC te software ta RUN kortase na…. ami win 7 use kori!!!

    vista, win7,xp, mac,ubunt…….সবার জন্য এই বিষয়ে আর একটি টিউন আমি তাড়াতাড়ি প্রকাশ করবো..
    যাদের মোবাইল ফোন এখানে নেই…তাদের জন্যও…..
    ধন্যবাদ আপনাকে

অসম্ভব কাজের টিউন,
এমন ভাল একটি টিউনের জন্য স্পেশাল ধন্যবাদ দিতেই হয় কলকাতা ভাইকে।
অসংখ্য ধন্যবাদ কাজের টিউনটির জন্য।

    নন্তব্যের জন্য স্পেশাল ধন্যবাদ আপনাকে

Level 0

আমি 1100 সেটে করে দেখেছি , হয় নাই।

Level 0

অনেক অনেক ধন্যবাদ।সোজা প্রিয়তে…।

কলকাতা ভাই , আপনার দেওয়া লিস্টে আমার মোবাইল দেখতেচিনা, মডেল ‘ নকিয়া c5’ country lock করা আছে , আসলে আপনার টিউন দেখে খুব খুশি হয়েচিলাম ,কিন্তু আমার মডেল না দেখে মণটা খারাপ হয়ে গেছে, জদি আপনি কিছু করতে পারেন। ইমেল[email protected]

আপনার টিউনটি খুব সুন্দর হয়েছে। ভাই মোবাইল নিয়ে যখন টিউন করলেন তখন আমার একটি সমস্যার কথা জানায়। আমার একটি নোকিয়া এন ৭৩ সেট আছে গত বৃহস্পতিবার আমি এটিতে একটি রেড নামের থীম সেটে সেটাপ দেয়। এবং যথা রীতি সেটাপও হয়। কিন্তু থীমটি অ্যাপ্লায় করার পরে ঘটলো অঘটনটি । আমি এটি এ্যাপ্লায় করার সাথে সাথে আমার সেটের নেটওর্য়াক চলে যায়। এবং সেটটি হ্যাং হয়ে যায়। আমি সেটটির ব্যাটারী খুলে আবার লাগিয়ে অন করলে দেখি সেটটি অন হচ্ছে তবে নোকিয়া লিখা আসার পর আর কিছুই আসে না। অনেকক্ষণ পর নোকিয়া লিখাটি চয়ে যায়। তবে মোবাইলের স্কিনে সাদা ছাড়া আর কিছুই আসে না। আমি ডিসপ্লে না দেখতে পেলেও ম্যানুয়ারী *#৭৩৭০# এই নিয়মে বেশ কয়েক বার ট্রাই করি তবে কোন কাজ হয় নাই। পরে আমার এক পরিচিত সার্ভিস সেন্টারে নিয়ে যা এটিতে ফ্লাশ দেয়ার জন্য ওখানে যেয়ে আমার সেট ফ্লাশ ড্রাইভে লাগানো পর দিখি এটির IME নম্বর ১২৩৪৫৬১০৬৫৪৩২১? এটি দেখায়। এটি দেখেই সার্ভিস ম্যান বললো এটি আর ভাল হবে না। কোন রকমে চলবে তাও আবার মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে। আমার সেট এখনও বন্ধ হয়ে যায় নাই। তবে এর IME নম্বর ঐ ১২৩….ই দেখাই। এর কোন সমধ্যান আছে কি কারো যদি জানা থাকে দয়া করে জানাবেন।

    Level 0

    এখানে অনেক কিছু বলা উচিত না সার্ভিস ম্যানরা নাকি গাধা তাদের কনে ধরে অনেকে অনেক কিছু শেখায়,আমি মনে করি যে গাধা বলেছেন তাকে ২ দিন কানে ধরে সার্ভিস ম্যানের কাজ গুলো করতে দেয়া উচিত তার পর বেটা বুঝবি। যাই হোক রাশিকুল ভাই নোকিয়া এন ৭৩ সেট টিতে RPL file টি online থেকে সংগ্রহ করতে হবে।

Level 0

good.ayta kazer tune.
Hacking bola cole……..valo valo valo.Thank’s.

মোবাইলের কোন টিপস দেখলেই আমি কমেন্টস করি। এখানে আপনি বলছেন ctrl F প্রেস করে মোবাইলের মডেল নং বসাতে। কোন box বসাব? আর select network box এ ৩টি service এর নাম
দেথতে পাচ্ছি। GP,sheba phone and TM int” Aktel কিন্তু Airtel and Banglalik নেই . এখন কি করব।আর calculet box এর উপরে ৪টা box আছে, এগুলোতে কোন ট্রিক দেয়া
যাবে? এবং setting এর ঘরে কিছু option আছে , এগুলো তে কোনটি click করবো। নাকি আপনি যেভাবে বলছেন। সেই ভাবে কাজ করতে।
বি:দ্র :- calculate button চাপলে ৭টি কোড আসে,১টি কোড কাজ না করলে ২য় টি এভাবে ৭টি try করব? যদি success হই,তবে মোবাইলে যে securityদেয়া ছিল সেটি দেখাবে? নাকি default security code দেখাবে

আমি মাঝে মাঝে কমেন্টস করি, কিন্তু উত্তর তো পাইইরা, বরং আমার কমেন্ট গুলো এই ব্লগ থেকে মুছে ফেলা হয় এর কারন কি জারতে চাই।

sajal ভাই একটু বিস্তারিত লিখে আমার কাছে মেইল পাঠালে খুব ভাল হয়। আমি খুব চিন্তার মধ্যে আছি।

Level 0

ভাই N70 ,N72,N series এর সেট গুলা BB5

Level 0

ভাই N70 ,N72,N series এর সেট গুলা BB5 এটা DCT4 না

ধন্যবাদ টিউনের জন্য।

অনেক আনলকার আছে। চেষ্টাও করেছি ইতিপূর্বে অনেকগুলি দিয়ে কিন্তু কাজ করে নাই একটিও দেখি চেষ্টা করে আপনার এটি কাজ করে কিনা। যদি করেতো খু……………..ব কাজের জিনিস……………………………………..

insart a sim card uther por ki korbo

ভাইয়া আমি ১২০৮ একটা ছেট কোট খোলা জন্ন চেষা করিছিলাম কিনু বারবার Code Error আসে আমি এখন কি করব

Level 0

amar GT-E1160 second hand kinechilam, kintu security code jani na, change korte gele bole wrong pass, ki korbo.

ধন্যবাদ ভাই

lock phone to cable connect hoy na!!