২০১৬ তে ওয়ালটনের সেরা ৪ টি মোবাইল ফোন

আন্তর্জাতিক বাজারে রাজত্ব করা স্যামসাঙ অথবা অ্যাপেলের মোবাইল ফোনের উচ্চ দামের ভেতরে লোকাল মোবাইল ফোন উৎপাদনকারি প্রতিষ্ঠান ওয়ালটন বাজারে গত কয়েক বছর ধরে বেশ ভালো মানের মোবাইল ফোন কম মূল্যে আনছে। এই দিকে সাধের ফোনের সাধের ভেতরের দামে পেয়ে দেশিও ভোক্তারাও অনেক খুশি মনে ওয়ালটন অথবা সিম্ফনির দিকে ঝুকে পরছে। আজ আমরা আলোচনা করতে জাচ্ছি চলতি বছরে বের হওয়া ওয়ালটনের সেরা ৪ টি মোবাইল নিয়ে।

Walton primo NX4 ব্যক্তিগত ভাবে এই মোবাইল ফোনটা আমার বেশ ভালো লেগেছে। ৩জিবি ram এর সাথে ৩২জিবি ফোন মেমোরি আছে। বেশ আধুনিক ক্যামেরাও আছে। সামনের প্যানেলে ৮ মেগাপিক্সেল এবং পেছনের প্যানেলে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা আছে। অনেক গুলো ফিচারের ভেতরে আমার ভালো লেগেছে স্মার্ট সেন্স ফিচার। ৫.৫ ইঞ্চি ডিসপ্লে টি গরিলা প্রটেক্টেড। ফলে দাগ পড়ার ভয় নেই। android ললিপপ অপারেটিং সিস্টেমের সাথে আছে ৩১০০ এমএএইচ ব্যাটারি। মোবাইল টি দেখতেও অনেক সুন্দর।

Walton primo D8 কম বাজেটের ভেতরে মোবাইলটি বেশ ভালো করেছে। প্রথম দেখাতে ভালো লাগার মত ডিজাইন। চার ইঞ্ছির এই মোবাইলে আছে .৩ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫১২ এমবি ram এবং ৮ জিবি ফোন মেমোরি আছে। মুলত দামের সাথে মোবাইলের কনফিগারেশনের ভালো মিল আছে এই ফোনে।

Walton primo RM3 ৫ ইঞ্ছি ডিসপ্লেওয়ালা এই মোবাইলে ফিঙ্গার প্রিন্ট সেন্সর না থাকলেও আছে, 5 megapixel ফ্রন্ট এবং 13 megapixel ব্যাক ক্যামেরা। ৪০০০এমএএইচ ব্যাটারির সাথে আছে ৩জিবি ram এবং ১৬ জিবি রম। তাছারা আর অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তো আছেই।

Walton NH lite এই মোবাইলটা বিশেষত ভালো লাগার কারন ছিল এটার ক্যামেরা। ৩জি সমর্থিত এই মোবাইলের সব থেকে আকর্ষণীয় দিক হচ্ছে এর সামনের এবং পিছনের ক্যামেরা ৫ মেগাপিক্সেল সম্মত। আর অনেক সুবিদার সাথে আছে ১জিবি ram এবং ৮জিবি ফোন মেমোরি। রয়েছে ৫.৫ ইঞ্ছি বিশাল ডিসপ্লে। ৩ টি ভিন্ন রঙের এই মোবাইলে আছে android এর ৬.৬ সংস্করণ। মূল্য ও হাতের নাগালে।

আশা করি মোবাইল গুলো আপনাদের ভালো লাগবে। আবারো কোন এক দিন হাজির হবো আপনাদের সামনে নতুন কোন টপিক নিয়ে। ভালো থাকেবন। আর টিউন ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। আর সবার শেষে টেকটিউনসের মোডারেটরদের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে সাইটের উন্নতি সাধন করুন। আমরা আগের টিটি ফিরে পেতে চাই।

Level 0

আমি নীল দর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস