ল্যান্ডফোন এখন অপারেট হবে টাচস্কিনের মাধ্যমে

স্মার্টফোনের এই যুগে ল্যান্ডফোনের চাহিদা অনেকাংশেই কমে গেছে।এখন যুগটাই স্মার্টফোনের।নতুন নতুন সব আকর্ষণীয় ফিচারের স্মার্টফোন। হাতে হাতে স্মার্টফোন মানে হাতে হাতে বিভিন্ন ধরনের অ্যাপ এবং গেমসের সমাহার। সব কারনেই স্মার্টফোন এতোটা জনপ্রিয়। আর মোবাইল সংযোগদাতা কোম্পানিগুলোর কল্যানে কলরেটও অনেকটাই হাতের নাগালে। হাতের নাগালে সব ধরনের সুবিধা একসাথে পেলে মানুষ স্মার্টফোনকে ছেড়ে ল্যান্ডফোনকে কেন মনে করবে। ল্যান্ডফোনের চাহিদা কমে যাওয়াটাই স্বাভাবিক।

এখন অফিসগুলোতেই সাধারনত ব্যবহার করা হয় ল্যান্ডফোন। বাড়িতে একসময় এর বহুল চল থাকলেও এখন আর ততটা প্রয়োজন পরে না। বলতে গেলে ল্যান্ডফোন ধীরে ধীরে এখন বাতিলের খাতায় চলে যাচ্ছে।

landphone

তাই এই ধরনের গ্যাজেটকে নতুন রুপে নিয়ে আসছে ইসটেক সিস্টেম ইনকর্পোরেশনস। এই সংস্থাটি এমন এক ধরনের ল্যান্ডফোন বাজারে নিয়ে আসছে যা কোন দিক থেকেই স্মার্টফোনের থেকে কম নয়। এই ল্যান্ড স্মার্টফোনে থাকছে ৭ ইঞ্ছির ডিসপ্লে। এই ল্যান্ড ফোনে আলাদা কোন কিবোর্ড বা নাম্বারপ্যাড নেই। এই ফোনের সব কিছুই টাচস্কিনের মাধ্যমে নিয়ন্ত্রন করা হবে। শুধুমাত্র ফোন নয়, ভয়েস মেইল এবং টেলি কনফারেন্সও নিয়ন্ত্রন করা যাবে এই ল্যান্ডফোনের মাধ্যমে।

এই ফোনের সব থেকে বড় ফিচার হচ্ছে আপনি এই ফোনে অ্যান্ড্রয়েড বা অ্যাইপ্যাড ডিভাইস থেকে ফোনবুক ট্রান্সফার করতে পারবেন। এমনকি চাইলে নতুন করে সেভও করতে পারবেন। ফেভারিট গ্রুপ থেকে আপনি ফোনও করতে পারবেন, এই অপশনও রয়েছে এই ফোনে। বলতে গেলে ল্যান্ড ফোন এখন আধা স্মার্টফোন।

তথ্য সংগ্রহ জানতে এখানে ক্লিক করুন

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস