কন্ট্যাক্টস নম্বর হারানোর ভয় আর নয়

এখন থেকে Contact no হারানোর ভয়, আর নয়!

সুপ্রিয় টিউনারগণ,

আসসালামুআলাইকুম....। এটি আমার প্রথম টিউন। এটিকে যত্ন সহকারে সাজানোর চেষ্টা করেছি। তবে কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে শুধরে নেয়ার সুযোগ দেয়ার জন্য সকলকে অনুরোধ করছি।

প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা অতি নগন্য। ফলে কষ্ট করে পূর্বের ন্যয় অন্যের মোবাইল নম্বর মনে রাখার প্রয়োজন হয় না, কারণ প্রযুক্তি আপনার মেমরীতে নয় ফোনের মেমরীতে সংরক্ষনের সুযোগ করে দিয়েছে। ফোনে সংরক্ষণ করা Contacts নম্বর গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যদি কখনও ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, তখন Contacts নম্বর গুলো হারিয়ে আমরা অনেক বিপাকে পড়ে যাই। হ্যা এই বিপাকে পড়া থেকে পরিত্রান্ দিতে Google এবং এন্ড্রয়িড(স্মার্ট ফোন) ফোন আমাদের জন্য নিয়ে এসেছে অসাধারণ প্রযুক্তি। এখন থেকে নম্বর হারানোর আর কোন ভয় নেই।

যা হোক অনেক কথা বলে ফেলেছি, এবার কাজের কথায় আসি। আজ আমরা জানব-

  • কিভাবে Contacts নম্বর Google একাউন্টে সেভ করতে হয়।

  • কিভাবে ফোনে বা সিমে সেভ করা নম্বর Google একাউন্টে কপি করতে হয়।

  • কিভাবে Google এ সেভ করা নম্বর ফোনে কপি করতে হয়।

  • কিভাবে নম্বর ফোন মেমরী/মেমরী কার্ডে সংরক্ষণ করা যায়।

যা যা প্রয়োজন:

  1. একটি G-mail/Google Account
  2. এন্ড্রয়িড চালিত স্মার্ট ফোন।
  3. সামান্য সময়ের জন্য ইন্টারনেট সংযোগ

কিভাবে Contacts নম্বর Google একাউন্টে সেভ করতে হয়।

  • প্রথমে ইন্টারনেট সংযোগ চালু করে Play Store অথবা Gmail এ গিয়ে G-mail একাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। তারপর ফোন এর ডায়াল Apps এ গিয়ে নম্বর টাইপ করুন।তারপর নিচের চিত্রানুযায়ী Add to contacts অপশনে প্রেস করুন (ছবি-১)
ছবি-১
  • তারপর CREATE NEW CONTACT এ প্রেস করুন(ছবি-২)
ছবি-২
  • এখন আপনি আপনার সিম, ফোন এবং Google একাউন্ট দেখতে পাবেন (ছবি-৩) সেখান থেকে আপনার লগ-ইন করা Google একাউন্টটি নির্বাচন করুন।
ছবি-৩
ছবি-৩

--এখন নামের জায়গায় নাম লিখে Done এ প্রেস করুন। হয়ে গেল Google একাউন্টে নম্বর সেভ করা।

 

এবার আসি-

কিভাবে ফোনে বা সিমে সেভ করা নম্বর Google একাউন্টে কপি করতে হয়।

  • আপনার ফোনের Contacts অথবা People অ্যাপস টি ওপেন করুন, ডান পাশে নিচের দিকে ৩টি ডট(...) চিহ্নিত অপশন দেখতে পাবেন, সেখানে প্রেস করুন। তারপর নতুন ছোট একটি তালিকা দেখতে পাবে যেখানে Import/Export অপশনটি রয়েছে, তাতে প্রেস করুন।
ছবি-৪
ছবি-৪
  • তারপর আপনি আপনার সিম, ফোন এবং Google একাউন্টের তালিকা দেখতে পাবেন। সেখান থেকে ফোন বা যে সিম থেকে কপি করতে চান সেটা সিলেক্ট করুন(ছবি-৫), Next এ প্রেস করুন।
ছবি-৫
ছবি-৫
  • এবার যেখানে কপি করতে চান তার তালিকা পাবেন (সিম/গুগল একাউন্ট), তালিকা থেকে google একাউটান্টটি নির্বাচন করুন।(ছবি-৬) এবং Next এ প্রেস করুন।
ছবি-৬
ছবি-৬
  • আপনি আপনার সিলেক্ট করা সিমে সংরক্ষন করা সকল Contacts এর তালিকা দেখতে পাবেন, সেখান থেকে আপনার প্রয়োজন মত নম্বরগুলো টিক চিহ্ন দিন এবং ডান দিকে ওপরে OK প্রেস করুন। আপনার Contact নম্বর গুলো কপি করা শুরু করবে। কয়েকে সেকেন্ড এর মধ্যে তা সম্পন্ন হবে।

 

এবার আসি-

কিভাবে Google এ সেভ করা নম্বর ফোনে /সিম কার্ডে কপি করতে হয়।

  • ফোন/সিম থেকে Google একাউন্টে কপি করা এবং Google একাউন্ট থেকে ফোনে/সিমে কপি করার পদ্ধতি একই। শুধু মাত্র ৫ নং ছবির সিম/ফোন নির্বাচনের পরিবর্তে google একাউন্ট টি নির্বাচন করবেন(অর্থাত যেখান থেকে কপি করতে চান)
--
--

 

--
--
  • এবং পরবর্তীতে ৬ নং ছবিতে google একাউন্ট  নির্বাচন না করে সিম/ফোন নির্বাচন করবেন (অর্থাত যেখানে কপি করে রাখতে চান), এবং অন্য সকল প্রক্রিয়া একই।
..
..
  • প্রয়োজন মত নম্বর নির্বাচন করুন এবং OK প্রেস করুন।
..
..

 

এবার চমতকার একটি বিষয় তা হল

‍কিভাবে নম্বর ফোন মেমরী/মেমরী কার্ডে সংরক্ষণ করা যায়।

এই পদ্ধতিটি অনেক মজার একটি পদ্ধতি এই পদ্ধতি তে আপনি আপনার নম্বরগুলো এসডি মেমরী কার্ডে অথবা ফোন মেমরীতে সংরক্ষন করতে পারবেন এমনকি চাইলে অন্য কারো সঙ্গে শেয়ার করতেও পারবেন। এই পদ্ধতিতে এন্ড্রয়িড ফোন .vcf (v Card file) ফরমেটে সংরক্ষণ করে থাকে। চলুন দেখে নেই কিভাবে করা যায় -

  • প্রথমে People Apps ওপেন করে নিচের দিকে ডান পাশে ৩টি ডট(...) চিহ্নিত অপশনে ক্লিক করুন। তারপর ছোট একটি তালিকা পাবেন যেখান থেকে Import/Export অপশনে প্রেস করুন। (ছবি-৭)
ছবি-৭
ছবি-৭
  • এবার যেখাান থেকে কপি করতে চান অথবা যে সিমের নম্বর গুলো মেমরী কার্ডে সংরক্ষণ করতে চান তার তালিকা পাবেন (সিম/ফোন/ গুগল একাউন্ট), তালিকা থেকে google একাউটান্ট/সিম/ফোন নির্বাচন করুন।(ছবি-৮) এবং Next এ প্রেস করুন।
ছবি-৮
ছবি-৮
  • তারপর, যেখানে সংরক্ষণ করতে চান অর্থাত ফোন মেমরী অথবা এক্সটার্নাল মেমরী সহ সিম/ফোন/গুগল একাউন্টের তালিকা পাবেন সেখান থেকে মেমরী কার্ড নির্বাচন করুন। (ছবি-৯) Next প্রেস করুন।
ছবি-৯
ছবি-৯
  • সকল Contact নম্বর গুলোর তালিকা দেখতে পাবেন সেখানে থেকে প্রয়োজন মত অথবা সকল নম্বর নির্বাচন করুন এবং OK প্রেস করুন।(ছবি-১০)
ছবি-১০
ছবি-১০
  • সঙ্গে সঙ্গে একটি ম্যসেজ দেখতে পাবেন নিচের মত-(ছবি-১১) সেখানে OK প্রেস করুন।
ছবি-১১
ছবি-১১
  • ডিসপ্লে এর নীচের দিকে ছোট একটা ম্যসেজ পাবেন।(ছবি-১২)
ছবি-১২
ছবি-১২

 

  • এখন আপনি আপনার মেমরী কার্ডে গিয়ে .vcf ফরমেটে একটি ফাইল দেখতে পাবেন।

 

  • এবার আসি কিভাবে .vcf  থেকে সিমে/ফোনে সেভ করব। মেমরী কার্ডে গিয়ে .vcf ফরমেটে একটি ফাইল দেখতে পাবেন। সেটাতে প্রেস করলে যেখানে সেভ করতে চান তার তালিকা পাবেন, তালিকা থেকে সিম/ফোন নির্বাচন করুন। আপনার কাজ শেষ। আপনি চাইলে এই .vcf ফাইলটি অন্ এন্ড্রয়িড মোবাইলে নিয়ে সেই মোবাইলে ও নম্বরগুলো সেভ করতে পারবেন।

 

 

আশা করি আপনাদের কাজে লাগবে।

 

 

সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

 

মো: মেহেদী হাসান

Contact নম্বর হারানোর ভয় আর নয়
Contact নম্বর হারানোর ভয় আর নয়

Level 0

আমি মেহেদী হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর ভাই কাজের পোষ্ট

ভাই Google ই তো আসতেছেনা, import/export korar por next ………কিভে আসবে?

আপনি মোবাইলের নেট সংযোগ চালু করে আপনার gmail account দিয়ে play store এ লগ ইন করে নিন। তাহলে আসবে আশা করি। @ আই টি লাভার।