মিডিয়াটেক না কুয়ালকম কোন প্রোসেসর ভালো? জেনে নিন।

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন।আমরা সাধারনত স্মার্টফোন বা ট্যাব এ যে প্রোসেসর দেখি তার কোনটি হয়ত মিডিয়াটেক অথবা কোনটি কুয়ালকম আবার কিছু ক্ষেত্রে ইন্টেল দেখা যায়, তবে তা একেবারে কম বললেই চলে তাই ইন্টেল নিয়ে আলোচনা করব না।আজ আমার টিউন স্মার্টফোন বা ট্যাবলেট এর জন্য কোন প্রোসেসর ভালো - মিডিয়াটেক না কুয়ালকম।

পূর্বে আমার ওয়েবসাইট এ আমি এ বিষয়ে টিউন করেছিলাম, তবে টেকটিউনস আজ এই প্রথম।আশা করি ভালো লাগবে।

শুরু করা যাক:

প্রথমে যা জানা দরকার:

  • আমাদের প্রথমে জানা উচিত মিডিয়াটেক এর তুলনা কুয়ালকম যে ব্র্যান্ডটি রয়েছে,তারা অনেক পুরাতন এবং মিডিয়াটেক এর চাইতে তারা অনেক বড় এবং সারাবিশ্বে তাদের তৈরী প্রোসেসর এর একটা স্ট্যান্ডার্ড রয়েছে এবং তারা বহু আগে থেকে স্মার্টফোন বা এরকম ডিভাইস এর জন্য প্রোসেসর বানিয়ে আসছে।
  • অন্যদিকে কুয়ালকম এর তুলনায় মিডিয়াটেক অনেক নতুন একটি কোম্পানি এবং এটি কুয়ালকম এর তুলনায় অনেক ছোট একটি কোম্পানি।এশিয়া বা বিশেষ করে সাউথ এশিয়া তে মিডিয়াটেক এর মার্কেট বেশ জনপ্রিয়।

আমরা সাধারনত মিডিয়াটেক এর প্রোসেসর গুলো দেখতে পাই ৩ হাজার থেকে ১৫ বা ২০ হাজার টাকার স্মার্টফোন এ,যেমন আমাদের দেশীয় ব্র্যন্ড walton এর প্রায় সব স্মার্টফোন ই মিডিয়াটেক,এছাড়াও সিম্ফনী,উই,মাইক্রোম্যক্স এদের স্মার্টফোনে এই মিডিয়াটেক এর ব্যবহার আমরা অনেক দেখতে পাই।মোটকথা কম বাজেট এর সব স্মার্টফোনে আমরা মিডিয়াটেক এর প্রোসেসর  দেখতে পাই,কেননা কম বাজেট এ কুয়ালকম তুলনায় মিডিয়াটেক এখানে কম খরচে বেশি পারফর্মেন্স দেয়।

আবার ২৫ হাজার থেকে ৮০-৯০ হাজার টাকার ফোনে কিন্তু আমরা কেবল কুয়ালকম দেখতে পাই আর এখানে সচরাচর মিডিয়াটেক দেখা যায় না।

এখন কথা হল মিডিয়াটেক কেন কেবল কম বাজেট এর স্মার্টফোন বা ডিবাইস এ দেখতে পাই? এর কারন হল মিডিয়াটেক কম বাজেট এ ভালো পারফর্মেন্স দেয় আর একানেই কম বাজেট এ ফোনগুলোতে এটি বেশি দেখা যায়। আমরা যদি প্রোসেসর এর দাম ১-১০ এর ভেতর ধরি তবে মিডিয়াটেক  ১ থেকে শুরু হয়ে ৬ এ শেষ হবে এবং কুয়ালকম ৫ থেকে শুরু হয়ে ১০ এ শুরু হবে।সুতরাং মিডিয়াটেক এর হাইয়েস্ট প্রোসেসরটি কুয়ালকম এর মিডরেঞ্জ এর কোন প্রিয়িয়াম প্রোসেসর এর সাথে পরবে।

আমি এখানে বলেছিলাম মিডিয়াটেক বাজেট এর ডুলনায় ভালো পারফর্মেন্স দেয়,তাহলে কি মিডিয়াটেকই ভালো? এখানে কথা হল মিডিয়া টেক এর মূল লক্ষ্য কোন রকমে পারফর্মেন্স দেখিয়ে ফোনের বেঞ্চমার্ক স্কোরটি উপরে তুলে আানা,তারা তাদের প্রোসেসর তৈরির ক্ষেত্রে প্রোসেসর এর হিটিং এবং ব্যটারি অপচয় এর দিকে মাথা না দিয়ে কেবল তাদের পারফর্মেন্স বাড়ানোর চেস্টা করে,সুতরাং আমরা এ থেকে বুঝতেই পারছি যে কেন আমাদের স্মার্টফোন অত্যাধিক গরম হয়ে যায় এবং অনেক সময় আমাদের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায় কেবল এই প্রোসেসর এর জন্য
অন্যদিকে কুয়ালকম প্রোসেসর তৈরীর পদ্ধতি অত্যান্ত এডভান্সড তারা প্রোসেসর এর ব্যাটারি খরচ,গরম হওয়া এবং কর্মদক্ষতা সব দিককেই প্রাধান্যদিয়ে কাজ করে।তাই তাদের পারফর্মেন্স ও ভালো এবং অন্যান্য দিকগুলিও বেশ দারুন।বর্তমানে বেশিরভাগ গেমস ও আ্যাপস এই কুয়ালকম ও এডরিনো জিপিইউ এর জন্য তৈরি তাই এক্ষেত্রে মিডিয়াটেক এসব গেমস ও অ্যাপস ঠিকমত নাওও চলতে পারে।

আবার বর্তমানে মিডিয়াটেক তাদের প্রোসেসর এর কার্যক্ষমতা প্রায় একই রেখে শুধু কোর সংখ্যা বাড়িয়ে দেয়,এতো সাধারনত ক্রেতা ওকটাকোর বা হেক্সা কোর স্পেসিফিকেশন দেখে অবাক হয়ে সেই স্মার্টফোনটি কিনে ফেলে কিন্তু এতে করে যে স্মার্টফোন এর ব্যটারি বা অন্যান্য সমস্য তার জন্য অপেক্ষা করে আছে এ বিষয়ে সে অজ্ঞাত।
সুতরাং আর কথা বলব না, মূল সারাংশ হল যদি আমাদের বাজেট ৩-১০ বা ১২ হাজার হয় তবে মিডিয়াটেক ভালো আর যদি বাজেট ১৫ হাজার এর ওপর হয় তবে মিডিয়াটেক এর কথা চিন্তা না করাই ভালো।

টিউনটি সবার কেমন লেগেছে জানি না,টিউমেন্ট এ জানাতে পারেন। আমার ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন। আল্লাহ হাফেজ

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালোই লিখেছেন। মিডিয়াটেক শুধু প্রসেসরের কোর সংখ্যা বাড়ায়, এগুলো থেকে খুব একটা ভালো পার্ফর্ম্যান্স পাওয়া যায়না। তাছাড়া মিডিয়াটেক ডিভাইসগুলার জন্য ডেভেলপার সাপোর্ট খুব একটা নেই, তাই কাস্টম রম পাওয়া যায়না ৯৯% ক্ষেত্রে।