সিম্ফনি অ্যান্ড্রয়েড ফোন এখন মোডেম

এখন সিম্ফনি অ্যান্ড্রয়েড ফোন মোডেম হিসেবে কাজ করবে। সুলভ মুল্যের মধ্যে সিম্ফনি হ্যান্ডসেটগুলো বিভিন্ন ধরনের উপকারী ফিচার নিয়ে এসেছে। তাদের কথা মাথায় রেখেই সিম্ফনি নিয়ে আসছে নানা ধরনের অ্যাপ এবং ফিচার, তাদের মধ্যে মোডেম হিসেবে ফোনটি রিপ্লেস হওয়া একটি।

কিভাবে কনফিগার করতে হবে সিম্ফনি ফোনটিকে

প্রথমে সিম্ফনি ফোনটিকে পার্সোনাল কম্পিউটার অথবা USB ক্যাবল এর সাথে যুক্ত করতে হবে।
যুক্ত করার পর ফোন এ একটি নোটিফিকেশন দেখাবে USB MASS STORAGE নামে।যদি USB স্টোরেজ অন থাকে তাহলে কম্পিউটার এবং ফোনের মধ্যে ফাইল আদান প্রদান করা যাবে। কিন্তু এটা আমাদের কাজের কিছু না তাই নোটিফিকেশনটিকে ক্লোজ করে দিতে হবে। সিম্ফনি ফোনটির BACK অথবা HOME বাটন এ গিয়ে নোটিফিকেশন ক্লোজ করতে হবে।
এখন সিম্ফনি ফোনটির ইন্টারনেট সংযোগের জন্য ডাটা অন করতে হবে DATA CONNECTION অপশন থেকে।

symphony

তারপর আন্ড্রয়েড ফোন এর SETTING অপশনে যেতে হবে। এরপর MORE এ ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে WIRELESS & NETWORKS সিলেক্ট করতে হবে।
সেখানে দেখা যাবে Tethering & Portable Hotspot অপশনটি আছে।এখন Tethering & Portable Hotspot অপশনটি সিলেক্ট করে নিতে হবে।
যদি USB এর সাহায্যে সঠিকভাবে কম্পিউটার সংযোগ করা থাকে তাহলে অবশ্যই Tethering & Portable Hotspot অপশন পাওয়া যাবে।

symphony

এরপর বক্স থেকে USB Tethering অপশনটি ENABLE করে দিতে হবে।
এখন আপনি আপনার ফোনটিকে মোডেম হিসেবে ব্যবহার করতে পারবেন।
তথ্য সংগ্রহ জানতে ক্লিক করুন

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এখন মডেম? তাই নাকি? এতদিনে দেখলেন যে ইউ এস বি থেদার করে ডাটা শেয়ার করা যায়?