বিশ্বের সবচেয়ে সেরা স্মার্টফোন Turing Phone Cadenza

Turing Robotic Industries (TRI) হচ্ছে এমন এক নির্মাতা যারা নিরাপদ যোগাযোগ এবং এন্ড টু এন্ড এনক্রিপশন এর উপর স্মার্ট ফোন তৈরি করে। তাদের প্রত্যেকটি ফোন সবসময় একটু ভিন্নধর্মী হয় এইবারও সেই তুলনাই তারা একটি অসাধারণ ক্ষমতার স্মার্ট ফোন উৎপাদন করেছে। Turing Robotic Industries এর সব ফোন হ্যাকিং এর জন্য বিখ্যাত এবং সাধারণ মানুষদের চিন্তার বাহিরে। যদিও তাদের ফোনগুলো অ্যান্ড্রোইড অপারেটিং সিস্টেমে চালিত কিন্তু তাদের ফিচারগুলো হচ্ছে অসাধারণ এবং সেই ধারাবাহিকতাই এবার তাদের নতুন ফোন Turing Phone Cadenza। অ্যান্ড্রোইড পুলিসের রিপোর্ট অনুযায়ী ফোনটি বিশ্বের সবচেয়ে সেরা স্মার্টফোন।

Turing Robotic Industries দাবি করে যে ফোনটি ২০১৭ থেকে মার্কেটে আসবে। ফোনটির স্পেসিফিকেশন এবং ফিচারের তুলনা করলে কোন সন্দেহ নেই যে কেউ অবাক হবেনা।
Smartphone
Turning এই ফোনটিকে “perfectly designed device” বলছে, তো শুনুন এই ফোনে দুইটি আলাদা Snapdragon 830 SoCs! প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার গতির তুলনা করা অসম্ভব। এছাড়া Turing Phone Cadenza থাকছে 60MP “iMAX 6K Quad Rear Camera, Triplet Lens/T1.2”, 20MP dual front camera, 12GB of DDR4X RAM। শুধু তাই নয় এতে 512GB internal storage সাথে দুইটা আলাদা MicroSD slot ও আছে। এটার ব্যাটারি ক্ষমতা 100Wh battery সাথে গ্রাফিন এবং হাইড্রোজেন জ্বালানি সেল থাকবে। এইফোনে একসাথে ৪টি ন্যানো সিম কাজ করবে এবং এটা Swordfish OS চালিত। এটার অপারেটিং সিস্টেমটি খুব অত্যাধ্যনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বলিত তাই আপনি এই ফোনের মাধ্যমে গয়েন্দাগিরির সকল কাজ অনায়াসে করতে পারবেন। এখন শুধু একটাই প্রশ্ন এই ফোনটার দাম কত হতে পারে?

ধন্যবাদ সবাইকে, আশাকরি আপনাদের এই ফোনটির তথ্য ভাল লেগেছে। তথ্যটি সংগ্রহ এই লিংক থেকে

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস