ব্যাটারির লাইফ বাড়ানোর কিছু গুরুত্বপূর্ণ টিপস

Android phone ব্যবহারকারীদের সবচেয়ে বেশি যে সমস্যায় পড়তে দেখা যায় তা হচ্ছে ব্যাটারি। ব্যাটারির চার্জ থাকে না, গরম হয়ে যায় এসব সমস্যায় পরেন না খুব কম ব্যবহারকারীই আছেন।

battery
battery

ব্যাটারির চার্জ থাকা আর না থাকা নির্ভর করে কিছু বিষয়ের উপর।কিছু দিক খেয়াল করে ব্যবহার করলে ব্যাটারির ৩-৪ ঘন্টা লাইফ টাইম বেরে যায়।

কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ

১. নতুন ফোন কেনার পরে ৫-৬ ঘণ্টা ফোন অফ করে চার্জ দিবেন।এর আগে   ফুল চার্জ দেখালেও ক্যাবল খুলবেন না।৫-৬ ঘণ্টা শেষ হলেই ক্যাবল খুলে হ্যান্ডসেটটি অন করুন।

২. ব্যাটারি সেভার অ্যাপগুলোই ব্যাটারির চার্জ বেশি শেষ করে।তাই ব্যাটারি  সেভার অ্যাপ ব্যবহার না করাই ভাল। ফোনে এন্টিভাইরাস অ্যাপ ইনস্টল দেয়া থাকলে ফোনের ব্যাকগ্রাউন্ডে তা স্ক্যান চালাতে থাকে এতে ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায়।তেমনই বিভিন্ন গ্যামিং অ্যাপ বা ফটো এডিটর অ্যাপ ব্যবহার না করাই ভাল।

৩. ফোনের ব্যাটারির চার্জ কখনো ২০% এর নিচে আসা যাবে না।চার্জ ৪০-৮০% এর মধ্যে থাকলে ব্যাটারি দীর্ঘমেয়াদী হয়।

৪. অনেকে লাইভ ওয়ালপেপার দিয়ে রাখেন,এই লাইভ ওয়ালপেপার ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হতে ভুমিকা রাখে।

৫. Gmail এবং অন্যান্য একাউন্ট লগ ইন করে রাখলে তা কিছুক্ষণ পর পর আপডেট নেয় আর তাই এসব লগ ইন করে না রাখা ভাল।

৬. সব সময় হ্যান্ডসেটটির অরিজিনাল চার্জার ব্যবহার করুন।

৭. ব্যাটারির আয়ু ১৫-৩০% এর মধ্যে থাকলে চার্জ দিন।

৮. ইন্টারনেট, ব্লুটুথ অফ করে রাখুন।

৯. চার্জ করার সময় এয়ারপ্লেন চালু করে রাখুন তাহলে তাড়াতাড়ি চার্জ হবে।

১০. অটো আপডেট অফ রাখুন।

১১. মাসে অন্তত একবার ব্যাটারি সম্পূর্ণ চার্জ শেষ হলে চার্জ দিন।

১২. ব্যাটারির ব্রাইটনেস ১০০% দিয়ে রাখলে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যায় তাই ব্রাইটনেস ১০০% দিয়ে রাখবেন না।

Level 0

আমি মাহাবুবা জান্নাত মিমি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস