আসছে মাথা নষ্ট করা তিনটি সেট পর্ব ২!

লাইট ফোন

হালকা এই ফোনটি, ভিজিটিং কার্ডের মতো দেখতে। শুধু মাত্র কল করা এবং রিসিভ করার জন্য।এক চার্জে ২০ দিন কথা বলতে পারবেন। যারা মোবাইলকে ঝামেলা মনে করেন। তাদের জন্য এই ফোন এক কথায় চমৎকার।হাতের থামের মধ্যে আটকে থাকবে। রাতে কিপ্যাড গুলোর হালকা আলোয়, ছোট খাট কাজ সেরে নিতে পারবেন। কি প্যাডের আলো না জ্বললে আপনি বুঝতেই পারবেন না,  এটা ফোন  নাকি কার্ড!

পোর্টল ফোন:

এই ফোনটি আপনার ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে বদলে দেবে। এর প্রদান  বৈশিষ্ট, স্কিনকে বাকা করা যায়। এটি যেমন খুশি আপনি ভাঙ্গতে পারবেন কিন্তু সেটের কিছুই হবে না। হাতে কবজিতে ঘড়ির মতো পরে, আপনি যে কোন ঝুকি পূর্ন কাজ করতে পারবেন। যেমন গোসল করা, দৈৗড়ানো এবং রান্না বান্না। ওয়াটার পুরুফ। অন্য সকল সুবিধা বাকী ফোনের মতোই।

উইন্ডোজ সারফেস ফোন:

বহুল আলোচিত, প্রতিক্ষীত  এবং অসাধারন দেখতে মাইক্রোসফর্টের সারফেস ফোন।অবশেষে অক্টোবরের কোন এক সময়ে, রিলিজ করতে যাচ্ছে মাইক্রোসফর্ট। এর কোড নেম হবে সোফিয়া। এর প্রধাণ বৈশিষ্ট হলো, ফোনের সাথে মনিটর কানেট করলে, পিসির মতো, মনিটর অপনার ফোনের সাথে কাজ করবে। তার মানে পিসির যুগ শেষ।আছে পেন টুলের আশ্চর্য সব ব্যবহার। ৫.৫ এমলয়েড স্কিন, যার দৃশ্যমান ক্ষমতা ১৪৪০-২৫৬০ পিক্রেল, যা এপেলকেও ছাড়িয়ে যাবে। মেমরি ৬৪ জিবি -১২৮জিবি পর্যন্ত। ৪ জিবি র‌্যাম। ক্যামেরা: নোকিয়ার ক্যামেরা অভিজ্ঞতা যার যার আছে, সে বলতে পারবে ক্যামেরা কাকে বলে। এই ফোনেও ২১ মেগা পিউর ভিউ জেসিস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

 

ফোনের রিভিউ গুলো ভালো লাগলে, দয়াকরে টিউনটি প্রিয় টিউনে যুক্ত করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 2

আমি saifwonder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am normal blogwriter . Usually I love I realited blog . Thats why I like very much this site.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস