মোবাইল ফোন পড়ে শোনাবে এসএমএস

আমরা জানি, মোবাইলে এসএমএস হলো লিখিত টেক্সট মেসেজ, যা পড়ে বুঝতে হয়। কিন্তু যাদের অক্ষর জ্ঞান নেই তাদের জন্য দুর্বোধ্য মনে হবে তা, এটাই স্বাভাবিক। এ ধরনের ব্যবহারের জন্য সম্প্রতি মোবাইল কোম্পানিগুলো টেক্সট এসএমএসকে শব্দে রূপামত্মর করে সার্ভিস দিতে শুরু করেছে। এ সার্ভিস ছাড়াও মোবাইল কোম্পানিগুলো কল রেকর্ড করার সুবিধা দিতে শুরু করেছে। ফলে কল রেকর্ড করা যাবে এখন মোবাইল ফোনে। মোবাইলে চাঁদাবাজি, ভয়ভীতি প্রতিনিয়ত সামাজিক ও পারিবারিক জীবন অশান্ত করে তুলছে। এসবের বিরুদ্ধে অভিযোগ দেয়ার জন্য চাই প্রমাণ। এ ধরনের অভিযোগের প্রমাণ এত দিন সহজ না হলেও ইদানীং তা অনেক সহজ হয়েছে, মোবাইল সেটের কল রেকর্ডের সুবিধার কারণে। অবশ্য মোবাইল ফোনের কল রেকর্ড করার জন্য রয়েছে বেশ কিছু সফটওয়্যার। এমন দুটি সফটওয়্যার সেটিং নিয়ে আলোচনা করা হলো।

texting.gifsmstudanim.gif

এসএমএস রিডার

মোবাইল ফোনে সফটওয়্যারটি ইনস্টল করার পর মেইন মেনুতে গিয়ে এসএমএস রিডার সিলেক্ট করলে তিনটি অপশন দেখতে পাবেন। সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে চালু করার জন্য নিচের সেটিংগুলো সম্পন্ন করতে হবে।

১. মেসেজ লিসেনিং :

এই অপশনের মাধ্যমে এসএমএস রিডার on/off শুনতে ও বন্ধ করতে পারবেন।

২. সেটিং :

সেটিং অপশনটি ওপেন করলে নতুন যে অপশনগুলো আসবে তা হলো- Activate on Startup : আপনি যদি মেসেজ পড়ার আগে শুনতে চান, তাহলে on করবেন, আর মেসেজ যদি আগে পড়তে চান তাহলে off করবেন। Instruction Voice & Reading Voice : এতে রয়েছে বিভিন্ন ধরনের ভয়েজ। যেমন : Paul, Betty, Kit, Harry ও আরো অনেক ধরনের ভয়েজ। যেকোনো পছন্দের ভয়েজ সিলেক্ট করে ওকে করুন। Speed : এসএমএস স্বাভাবিক গতিতে নাকি দ্রুতগতিতে শুনতে চান, তা এ অপশনে সিলেক্ট করতে হবে।

৩. আনরিড এসএমএস :

যে এসএমএসগুলো এখনো শুনেননি, তা প্রদর্শন করবে।

স্মার্ট রেকর্ডার

প্রিয় মানুষের প্রিয় কথাটি ছাড়াও জরুরি অনেক কিছু স্মৃতিতে রাখার জন্য রেকর্ড করা প্রয়োজন হয়। এসব প্রয়োজনের কথা ভেবেই মোবাইলে ব্যবহার উপযোগী স্মার্ট রেকর্ডার সফটওয়্যারটির উদ্ভাবন।

মোবাইল ফোনে সফটওয়্যারটি ইনস্টল করার পর মেইন মেনুতে গিয়ে স্মার্ট রেকর্ডার সফটওয়্যারটি সিলেক্ট করুন। ওপেন হওয়ার পর বেশ কিছু অপশন সেটিংয়ের কাজ সম্পন্ন করলে স্মার্ট রেকর্ডার সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। নিচে বিভিন্ন অপশন কিভাবে সেটিং করবেন, তা আলোচনা করা হলো :

সেটিংস : সেটিংস অপশনের মাধ্যমে স্মার্ট রেকর্ডার সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে চালু করতে হবে।

১. অ্যাক্টিভেট :

এই অপশনের মাধ্যমে স্মার্ট রেকর্ডার on/off করতে হবে।

২. সাউন্ড ফোল্ডার :

কল রেকর্ড করা ফাইলগুলো কোথায় সেভ করতে চান, তা এই অপশনের মাধ্যমে সিলেক্ট করতে হবে। এই কল রেকর্ড আপনি মোবাইল ফোন মেমরি অথবা মেমরি কার্ডে সেভ করতে পারবেন।

৩. রেকর্ড ফরমেট :

এই অপশনের মাধ্যমে তিনটি ফরমেট কল রেকর্ড করতে পারবেন। যেমন : wma, amr ও wav ফরমেট ইত্যাদি সব ধরনের ইনকামিং/আউটগোয়িং কলের কথা রেকর্ড করতে পারবেন।

৪. ম্যাক্স রেকর্ড টাইম :

এই অপশনের মাধ্যমে আপনি কত সময় কল রেকর্ড করতে চান তা সিলেক্ট করতে পারবেন। দুটি পদ্ধতিতে কল রেকর্ড করা যাবে- একটি আনলিমিটেড এবং অন্যটি কাস্টম। আপনি যত সময় ধরে কল রেকর্ড করতে চান, তা সিলেক্ট করতে হবে কাস্টমে। যেমন : ১০ মিনিট, ২০ মিনিট, ১ ঘণ্টা। আনলিমিটেডের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তবে আপনার মোবাইলের মেমরি সাইজের ওপর ব্যাপারটি নির্ভর করবে।

৫. ভলিউম :

Loud/Quiet-এর যেকোনো অপশনের মাধ্যমে আপনাকে সিলেক্ট করতে হবে-কল করা ফাইলগুলো আপনি কিভাবে শুনতে চান।

রুলস :

রুলস ওপেন করলে Unknown Phone এবং Defualt দুটি অপশন দেখতে পাবেন। যার মাধ্যমে আপনাকে সিলেক্ট করতে হবে কী ধরনের কল রেকর্ড করতে চান। Incoming/Outgoing / Ask before record তিনটি অপশন আছে। ইনকামিং অপশন সিলেক্ট করলে শুধু Incoming কল রেকর্ড করা যাবে। আউটগোয়িং অপশন সিলেক্ট করলে শুধু Outgoing কল রেকর্ড করা যাবে। Ask before record অপশন সিলেক্ট করলে কলটি রেকর্ড হওয়ার জন্য আপনার অনুমতি চাইবে। Ask before record অপশন সিলেক্ট না করলে কলটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে। তবে কলটির ধরন কি হবে তা Incoming / Outgoing অপশনটি সিলেক্ট করার ওপর নির্ভর করে।

নির্দিষ্ট কিছু নম্বর নিচের অপশনের মাধ্যমে রেকর্ড করতে পারবেন।

1. Add Contact
2. Add Group
3. Add phone number

ভিউ : রেকর্ড করা ফাইলগুলো সফটওয়্যারের মেইন মেনুতে দেখতে এবং শুনতে পারবেন।
ডাউনলোড করার জন্য ভিজিট করুন http://tagtag.com/nehad-aiub

প্লাটফর্ম

নোকিয়া : 3230, 3250, 3600, 3620, 3650, 3660, 6260, 6600, 6620, 6630, 6670, 6680, 6681, 6682, 7610, 7650, N70, N70-1, N72, N91, 5070, 5200, 6060, 6060v, 6061, 6070, 6080, 6085, 6086, 6101, 6102, 6102i, 6103, 6111, 6125, 6151, 6155, 6165, 6165i, 6170, 6255, 6255i, 6650, 6651, 7270, 7360, 7600।

এলজি : B2000, B2050, B2070, B2100, B2150 ,U8210, U8290, U8330, U8500।

অ্যালকাটেল : One Touch 557।

আসুস : P525।

ব্ল্যাকবেরি : 8300, 8310, 8320, 8700, 8703e, 8707, 8800, 8820, 8830।

আই-মেট : i-mate Smartphone2, i-mate SP Jas।

http://tagtag.com/nehad-aiub

Level 0

আমি forkan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দিন যায় কথা থাকে


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দরী নারী বশীকনের টিউনটা পড়ে মাথা এমনেতেই গরম হইয়া আছে। আরও আপনের এই বিরক্তকর টিউন পড়ে তো মনে হচ্ছে আপনাদের টিউন করা শিখাতে। রাগ কইরেন না। যা যা বলছি মনোযোগ দিয়ে শুনুন।

টেকটিউনস কোনো ব্যবসার জায়গা না। আপনি এই লেখাটা লিখছেন কেবল আপনার ব্যবসার খাতিরে। আরে মিঞা আপনি যে সকল সফ্ট পেপেরনিটি থেকে কেনার এড দিছেন ওগুলা তো আমি সবাইকে ফ্রিতেই দিতে পারি এবং আমি দিচ্ছিই। তবে আমি টিউন করে করে দিচ্ছি। এতে আমার কোনো বস্তুগত লাভ না থাকলেও আমার অবস্তুগত লাভ আছে। সেটা কি?? সেটা হচ্ছে সুনাম। এটা এমন এক জিনিস যা টাকা দিয়ে কেনা যায় না।

আপনি আপনার পেপারনিটির সাইটটা্য় ছবি আপলোড দিছেন আর এই লেখায় দেন নাই কেন?? এগুলা কিসের ছবি দিছেন?? মানুষকে ধোকা দিচ্ছেন?? নাকি ওই সকল সফ্ট আপনার মোবাইলের চলে না!!! হতেও পারে। শুধু লিখলেই চলে না লেখার সাথে সাথে ছবিও দিতে হয়। আমার লেখাগুলো পড়ে দেখেন। আমি আমার লেখায় যা করতে বলি সাথে সাথে ছবিও দেই।

ছবি দেয়াতে দুইটা জিনিস বুঝা যায় এক আমি যে সফ্টটি চালাচ্ছি তার প্রমান ও দুই আপনারা কিভাবে করবেন তা চোখের সামনে ভাসতে থাকে। পরবর্তী লেখা লিখতে আশা করছি সাবধান থাকবেন।

Level 0

মনে হয় ফয়সল ভাই এক মাত্র মোবাইল টিউনার হওয়ার চেষ্টায় আছেন good your comment

একমা্ত্র নয়, আমি সবার সাথেই কাজ করতে চাই। আরও বড় কথা হল আমি টেকটিউন পরিবারে আর মাএ 3 দিন আছি। তারপর আমার নেট এর মেয়াদ শেষ এবং আমি পুনরায় নেট নিব না। আমার পরীক্ষা সামনে। তাই একমাএ মোবাইল টিউনার হওয়ার সপ্নও আমি দেখি না। তবে কেউ যদি ফালতু টিউন করে আমার মাথা ঠিক থাকে না।

ফোরকান ভাই আপনি রাগ করেছেন? না রাগ করার মত কিছু এখনও হয় নাই। আপনার এই লেখাটি সত্যিই অনেক বোরিং হয়েছে। মূলত কোনো ছবি না দেয়ায় আমার বুঝতে কষ্ট হয়েছে। আর পেপারনিটি সাইট এ Buy Soft From me লেখাটা আমাকে হার্ট করেছে। আশা করছি আপনি ফ্রিতেই সফ্টগুলা সবাইকে দিবেন।
অনুগ্রহ করে রাগ করবেন না।

নিহাদ সাহেবের ওয়েবসাইট থেকে

~SMS Reader– Full version Price-200 Tk~*

*~Call Recoder & Voice Recoder FULL – 100 Tk~*

*~Call Blocker software-Full – 100 Tk~*

আমার প্রশ্ন আপনি কি ওই সফটওয়্যার গুলোর অথোরাইজড ডিলার যে আপনি টাকার বিনিময়ে সেটা বেচছেন। এসকল ক্রাক্ড মোবাইল সফটওয়্যার একটু নেটে খুজলেই পাওয়া যায়

!! বিঃদ্র : বাটপারির আর জায়গা পাননা না!! অবশ্য এটাই জায়গা বাংলাদেশে এমন বাটপারের অভাব নাই !!

ভাই এইটা আমিও দেইখাছি প্রথমে ওনের ওয়েবসাইটের লিঙ্ক পাইছি কম্পিউটার জগৎ থেকে ওনার ওয়েব সাইট গিয়া দেখি ওনি ওয়েবসাইট ওও বানান মাত্র দুইশ টাকার বিনিময়ে।
U can also make a wap site or web site by me ~

as like this my site u can make site ur name and famous to some one

http://nehadbd.gpr s.lt — only 200 taka BDT

http://www.nehad-aiub.co.nr –only 400 taka BDT

just example of my site now u can a site by meeee– parmanet no monthly cost —- for consulting –call– 01719344312-(time
sunday to wednesday– -8am-4pm my class , so no call . other time u can call)

Next per updating 100 tk.
তারপরে চেইতা মেইতা নিজের নামে একটা ওয়েবসাইটি বানাইয়া ফেললাম
http://tagtag.com/masumictcenter-mbmarket/

Level 0

There are many cheat in Bangladesh, but some of them are detectable. When we find someone we be happy. Congratulation! Find more…

ভাই কাজ টা ঠিক হল না। পরবর্তীতে এমন ভূল করবেন না। ডিজিটাল এর যুগ ডিজিটাল হইয়ে যান।

Mazny Many Thanks

টাকা দিয়ে Software বিক্রীর পাঁয়তারা।কাজটা ঠিক না।