সাধ্যের মধ্যে পছন্দের স্মার্টফোন (Must See This Post)

দেশে বর্তমানে মোট ফোন ব্যবহারকারীর ২৩ শতাংশ স্মার্টফোন ব্যবহারী। ৭৭ শতাংশ ফিচার ফোন ব্যবহারকারীরা ইন্টারনেট ব্যবহারের প্রকৃত সুবিধা পান না। স্মার্টফোনবঞ্চিত বিপুল এই জনগোষ্ঠীর কথা মাথায় রেখে বিভিন্ন প্রতিষ্ঠান স্বল্প মূল্যের স্মার্টফোন বাজারে আনছে।

 

কম দামের স্মার্টফোন কেনার সময় দরকারি ফিচারগুলো সব আছে কি না তা যাচাই করে নিন। কম দামের স্মার্টফোন কেনার সময় বেশি দামের স্মার্টফোনের সঙ্গে তুলনা না করাই ভালো। আপনার প্রয়োজনীয় ফিচারগুলো আছে কি না, ব্যাটারি কেমন, ডিসপ্লে কতটুকু এসব জেনে নেয়া জরুরি।
কম দামের স্মার্টফোনে সাধারণত বেশ কিছু ফিচার থাকে না। স্ক্রিনের রেজুলেশন ৮০০ বাই ৪০০ পিক্সেলের কম হতে পারে। অনেক সময় ওয়াইফাই, ব্লুটুথের মতো সুবিধাও থাকে না। ক্যামেরায় অটো ফোকাস সুবিধাও থাকে না। শুরুতেই প্রসেসর দেখে নিন। এখন সাশ্রয়ী স্মার্টফোনেও অক্টা কোর প্রসেসর পাওয়া যায়। র‌্যাম দেখে নিন। যত বেশি র‌্যাম হবে তত ভালো। ইন্টারনাল স্টোরেজ বেশি হলে ভালো। এ ছাড়া ডিসপ্লের রেজুলেশন ও আকার, ব্যাটারিতে চার্জ কতক্ষণ থাকে তা দেখে নিন। এজন্যই কম দামের স্মার্টফোন কেনার সময় আপনার দরকারি ফিচারগুলো সব আছে কি না তা যাচাই করে নিন।
এ ছাড়া স্মার্টফোন কেনার আগে আপনার ফোনটিতে হালনাগাদ অপারেটিং সিস্টেম আছে কি না তা যাচাই করে নিন। একেক অপারেটিং সিস্টেমের জন্য হার্ডওয়্যারের প্রয়োজনীয়তা একেক রকম। উইন্ডোজ ফোনের সাম্প্রতিক সংস্করণগুলোতে অ্যান্ড্রয়েডের তুলনায় প্রসেসর ও র‌্যাম কম হলেও অসুবিধা নেই।
আপনার ফোনে থার্ড-পার্টির কতগুলো অ্যাপ আগে থেকে ইনস্টল করা আছে তা পরীক্ষা করুন এবং তা সরানো যাবে কি না দেখে নিন। এই অ্যাপগুলো ফোনের পারফরম্যান্সে ব্যাঘাত ঘটায়। বেশির ভাগ স্মার্টফোনে এক বছর পর্যন্ত বিক্রয়-পরবর্তী সেবার নিশ্চয়তা থাকে। কিন্তু কাছাকাছি সেবাকেন্দ্র না থাকলে ওয়ারেন্টি কোনো কাজে আসে না। এর ফলে অযথা ভোগান্তি পোহাতে হয়।

গ্রামীণফোনের স্মার্টফোন
ওকাপিয়া ও লাভা ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে তিন হাজার টাকার কম দামের দু’টি স্মার্টফোন বাজারে এনেছে গ্রামীণফোন। ‘ওকাপিয়া আলো’ ও ‘লাভা আইরিস ৫০৫’ স্মার্টফোন দু’টিতে গ্রামীণফোনের গ্রাহকেরা পাবেন সাত দিনের আর্লি লাইফ ফেইলর (ইএলএফ) সুবিধা। অর্থাৎ কেনার সাত দিনের মধ্যে ফোনসেটে কোনো ধরনের সমস্যা দেখা দিলে তা বিনামূল্যে পরিবর্তন করে দেয়া হবে। দু’টি ফোনেই ক্রেতাদের জন্য রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা (ওয়ারেন্টি)। এ ছাড়া ফোন দু’টি কেনার পর ২৫ টাকা রিচার্জে গ্রাহকেরা পাবেন গ্রামীণফোন নেটওয়ার্কে ১০০ মিনিট টকটাইম, বিনা মূল্যে ১০০ খুদে বার্তা প্রেরণ ও ৫০০ মেগাবাইট ইন্টারনেট ডেটা সুবিধা। একজন ক্রেতা স্মার্টফোন কেনার ১০ মাসের মধ্যে সর্বোচ্চ ১০ বার এই অফার নিতে পারবেন।
লাভা ব্র্যান্ডের স্মার্টফোনটিতে ১ দশমিক ৩ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম, ২ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ১ হাজার ৪০০ মিলি-অ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত ফোনটি অ্যান্ড্রয়েড কিটক্যাট অপারেটিং সিস্টেমে চালিত। একই রকমের সব সুবিধা রয়েছে ওকাপিয়া আলো স্মার্টফোনটিতে। তবে ফোনটির ডুয়েল কোর প্রসেসরের ক্ষমতা ১ গিগাহার্টজ। এর মধ্যে ‘ওকাপিয়া আলো’ নামের স্মার্টফোন দুই হাজার ৫৯৫ টাকায় ও ‘লাভা আইরিস ৫০৫’ ফোনটি দুই হাজার ৯৪৫ টাকায় পাওয়া যাচ্ছে।

বাংলালিংকের স্মার্টফোন
বাংলালিংক ও সিম্ফনি যৌথভাবে বাজারে এনেছে কম দামের আকর্ষণীয় সিম্ফনি রোয়ার ই৭৯ স্মার্টফোন।
এই স্মার্টফোনটিতে আছে ৪ ইঞ্চি স্ক্রিন, ৪ জিবি রম, ৫১২ মেগাবাইট র‌্যামসহ অনেক কিছু। এই স্মার্টফোনটির সাথে বাংলালিংকের বর্তমান বা নতুন প্রি-পেইড, কল অ্যান্ড কন্ট্রোল এবং টিউন-পেইড গ্রাহকরা এই এক হাজার ৫০০ টাকা দামের ইন্টারনেট বান্ডেল অফারটি উপভোগ করতে পারবেন। গ্রাহকেরা এসএমএস দিয়ে এই বান্ডেল অফারটি নিতে পারবেন। বান্ডেলে থাকছে ৩ মাসে মোট ৬ জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। অফারের প্রথম মাসে গ্রাহকেরা পাবেন বিনামূল্যে ২ জিবি ইন্টারনেট ব্যবহার সুবিধা, যার মেয়াদ ৩০ দিন। ৩ হাজার ১৯০ টাকা দামের এই হ্যান্ডসেটের সঙ্গে আছে ১ হাজার ৫০০ টাকা মূল্যের ডাটা প্যাকেজ।

রবির স্মার্টফোন
রবি ও সিম্ফনি যৌথভাবে বাজারে এনেছে সাশ্রয়ী বাজাটের দু’টি স্মার্টফোন। সিম্ফনি ই১২ ও ই৫৮ স্মার্টফোন দু’টির সাথে আছে রবির আকর্ষণীয় বান্ডেল অফার। রবি গ্রাহকেরা যেকোনো একটি হ্যান্ডসেট কিনলে পাবেন ৫০০ মিনিট ফ্রি টকটাইম (যেকোনো অপারেটর) এবং তিন জিবি ইন্টারনেট ডাটা। বান্ডেল অফারের মেয়াদ থাকবে ৩০ দিন।
সিম্ফনি ই১২ হ্যান্ডসেটটির স্ক্রিনের আকার ৩.৫ ইঞ্চি এবং ই৫৮ হ্যান্ডসেটটির স্ক্রিনের আকার ৪ ইঞ্চি। দু’টি হ্যান্ডসেটেই রয়েছে ডুয়েল সিম, ১ গিগাহার্টজ সিঙ্গেল-কোর প্রসেসর ও ২৬৫ এমবি র‌্যাম। হ্যান্ডসেট দু’টিতে এক বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি উপভোগ করতে পারবেন গ্রাহকেরা। যেকোনো রবি সেবা কেন্দ্র ও সিম্ফনির আউটলেট থেকে হ্যান্ডসেট দু’টি কিনতে পারবেন গ্রাহকেরা। সিম্ফনি ই১২ ও ই৫৮ স্মার্টফোন দু’টির দাম যথাক্রমে দুই হাজার ৩৯০ ও দুই হাজার ৫৯০ টাকা।

ওয়ালটন
প্রিমো ই সিরিজের স্বল্পমূল্যের আকর্ষণীয় ফিচারের নতুন স্মার্টফোন ‘প্রিমো ই-৭’ বাজারে এনেছে ওয়ালটন। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চালিত এই স্মার্টফোনটিতে আছে ৪.৫ ইঞ্চি স্ক্রিনের এফডব্লিউভিজিএ ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ১.২ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর, ৫১২ মেগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। প্রিমো ই-৭ স্মার্টফোনে ক্যামেরার ক্ষেত্রে রয়েছে এলইডি ফ্ল্যাশ সুবিধাসহ ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি পোর্ট, ওয়্যারলেস ডিসপ্লে, ওয়াই-ফাই হটস্পট এবং ওটিএ আপগ্রেড এনাবল সুবিধা।
ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই সুবিধার এই স্মার্টফোনটিতে অন্যান্য আকর্ষণীয় ফিচারের মধ্যে রয়েছে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, অ্যাকসিলেরোমিটার সেন্সর, জিপিএস সুবিধা, ২০০০এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি প্রভৃতি। স্টাইলিশ ডিজাইনের দৃষ্টিনন্দন এই স্মার্টফোনটি বেশ হালকা ওজনের, ব্যাটারিসহ ওজন মাত্র ১১৬ গ্রাম। প্রিমো ই-৭ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র তিন হাজার ৯৯০ টাকায়। ব্ল্যাক, হোয়াইট, সি গ্রিন এবং গোল্ডেন- এই চারটি রঙে পাওয়া যাচ্ছে।

হুয়াওয়ে
৪.৫ ইঞ্চির হুয়াওয়ে ওয়াইথ্রি স্মার্টটিতে আছে হাই পিক্সেলের আইপিএস ডিসপ্লে, ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, এক গিগাবাইট র‌্যাম ও আট গিগাবাইট রম। ছবি তোলার জন্য আছে পাঁচ মেগাপিক্সেলের রিয়ার ও দুই মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য দেয়া হয়েছে ২১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।
হুয়াওয়ে ওয়াইথ্রি এর মূল্য ৬ হাজার ১৯০ টাকা।

স্যামসাং
স্যামসাং জে সিরিজের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি জে১ নেক্সট। এই ফোনটিতে আছে আল্ট্রা ডাটা সেভিং মোড, যা কিনা ৫০ শতাংশ পর্যন্ত ডাটা সাশ্রয় করতে পারে এবং সেই সাথে ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারির কার্যকারিতাও বৃদ্ধি করে। এ হ্যান্ডসেটটি ফুল এইচডিতে মাল্টিমিডিয়া এবং গেমিং কন্টেন্ট প্রদর্শন করে। এই স্মার্টফোনটিতে আছে ললিপপ ৫.১.১ সংস্করণ। এ ডিভাইসটিতে ১ জিবি র‌্যাম, ১.২ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর আছে যা দ্রুত এবং সহজতর কর্মক্ষমতা নিশ্চিত করে। ফোনটিতে ৮ জিবি ইন্টারনাল মেমোরি রয়েছে যাতে ১২৮জিবি পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহার করা যায়। এই ডিভাইসটির ৫ মেগাপিক্সেল ক্যামেরার সাথে কুইক লঞ্চ ফিচার এবং এর এফ ২.২ অ্যাপারচার উজ্জ্বল ছবি তুলতে সহায়তা করে। জে১ নেক্সট স্মার্টফোনের দাম ৬ হাজার ৯৯০ টাকা। স্যামসাং গ্যালাক্সি জে২ হ্যান্ডসেটে ঘোষণা করেছে আকর্ষণীয় প্রোমোশনাল মূল্য। গ্যালাক্সি জে৫ ২০১৫ এডিশন হ্যান্ডসেটের দাম ১৫ হাজার ৯০০ টাকা এবং গ্যালাক্সি জে২-এর দাম ১০ হাজার ৪৯০ টাকা।
আপনার পছন্দের স্মার্টফোনটি কেনার আগেই বিক্রয়-পরবর্তী সেবার বিষয়ে বিস্তারিত জেনে নিন। তা না হলে অযথাই ভোগান্তি বাড়তে পারে।

Source : Daily Noya Diganta

লিখেছেন আহমেদ ইফতেখার

Level 0

আমি সোহানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice post Bro 🙂