ফুটবল স্কোর জানার শ্রেষ্ঠ মোবাইল সফটওয়্যার

কেমন আছেন বন্ধুরা?আশা করি ভালই আছেন।টেকটিউনস্ টিউনাররা সবসময়ই আপনাদের পাশে আছেন আপনার প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য।তাই অন্তত এ বিষয়ে কেউ কোন সমস্যায় থাকার কথা না।নতুন নতুন প্রযুক্তিগত খবরাখবর ও নিত্যনতুন সমস্যার সমাধান করার মাধ্যমে টেকটিউনস্ পরিবার নিশ্চয়ই আপনাদের জীবনকে আগের চেয়ে আরো গতিময় ও স্বাচ্ছন্দ্যময় করে তুলছে।

একটি দারুন মোবাইল সফটওয়্যার আপনাদের সাথে শেয়ার করতে এসেছি।আমার মনে হয় এমন একটি সফটওয়্যার আপনাদের মধ্যে অনেকেই বহুদিন ধরে খুঁজছিলেন। যারা ফুটবলের লাইভ স্কোর জানার জন্য একটি পরিপূর্ণ মোবাইল সফট্ওয়্যার খুঁজছিলেন তাদের জন্য এই টিউন।আমি যে সফটওয়্যারটির খোঁজ দিচ্ছি সেটি দিয়ে আপনি বিশ্বের যেকোন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ এবং নামীদামী লীগ ম্যাচের লাইভ স্কোর জানতে পারবেন।কোন ম্যাচ কোনদিন হবে তাও জানতে পারবেন। সফটওয়্যারটি জাভা সাপোর্টেড মোবাইলে চলে।

ডাউনলোড করার পদ্ধতিঃ মোবাইলের ব্রাউজার থেকে এই লিঙ্কটিতে ঢুকুন।যেহেতু একেক মোবাইলের রেজুল্যাশন একেক রকম তাই সরাসরি কোন ডাউনলোড লিঙ্ক দিইনি।আমি নিজে Nokia 3110c মোবাইলে এটি চালাচ্ছি।আশা রাখি আপনাদের মোবাইলেও সাপোর্ট করবে।

লিঙ্কঃ http://wap.getjar.com/mobile-all-applications/goal724


শেষ কথাঃ আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম।মনে রাখবেন একজন টিউনার টিউন করে নিঃস্বার্থভাবে।তারা আপনার কাছে শুধুমাত্র মন্তব্য আর ধন্যবাদই আশা করে।

Level New

আমি মাহমুদুল হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 187 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনের উত্থান পতনের মধ্য দিয়েই আমাদের নিজ নিজ লক্ষ্যে পৌঁছতে হবে,এটাই আমাদের ভাগ্যের লিখন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thank you bro…kajer akta soft…..cricket r arokom soft ar link dilea valo hoto………

    কাজে লেগেছে শুনে ভাল লাগল।মোবাইল ব্রাউজার থেকে wap.crick.cc তে গিয়ে cricket score জানার Software Crickzenga ডাউনলোড করে নিন।ধন্যবাদ।

যদিও আমার লাগবেনা তবুও ধন্যবাদ।

    লাগবে লাগবে,ভাল আর দুর্লভ সফটওয়্যার এটা।যে ব্যবহার করবে তারই ভাল লাগবে।ব্যবহার করেই দেখুন।

ফুটবল প্রেমিদের কাজে আসবে।
ধন্যবাদ শেয়ার করার জন্য।