জেনফোন ম্যাক্স আসুসের ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন

জেনফোন সিরিজের নতুন তিনটি স্মার্টফোন উন্মুক্ত করেছে আসুস। তবে এর মধ্যে দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য রয়েছে একটি স্মার্টফোন। আসুস জেনফোন ম্যাক্স নামের এই স্মার্টফোনটিতে থাকছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

মিডরেঞ্জের এই স্মার্টফোনটি থেকে অন্য ফোনেও চার্জ দেওয়া যাবে বলে জানিয়েছে আসুস। জেনফোন ম্যাক্সে থাকছে ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে, ডিসপ্লে সুরক্ষায় থাকছে গরিলা গ্লাস ৪। এতে আছে ১.২ গিগাহার্জ কোয়াডকোর প্রসেসর এবং সাথে স্ন্যাপড্রাগন ৪১০ চিপসেট। এতে আরও আছে ২ গিগাবাইট র‍্যাম এবং ১৬ গিগাবাইট বিল্ট-ইন স্টোরেজ ক্যাপাসিটি।

স্মার্টফোনটিতে আছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা যাতে রয়েছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ এবং লেজার অটোফোকাস। সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ৮৫ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।

ডুয়েল সিম সুবিধার স্মার্টফোনটি বাজারে আসবে আগামী অক্টোবরে। থ্রিজির পাশাপাশি এটি ৪জি প্রযুক্তিও সমর্থন করবে। এর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভিত্তিক জেন ইউআই ২.০।

স্মার্টফোনটির মূল্য কত হবে, সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

জেনফোন ম্যাক্স স্মার্টফটো

জেনফোন ম্যাক্স

তবে স্মার্টফোনটি নিয়ে তরুনদের উত্তেজনার শেষ নেই। সেলফি প্রেমিদের জন্য অনেক নতুন নত্য থাকছে এতে। চায়না, যুক্তরাষ্ট্র বাজার ছেড়ে তবেই  অবমুক্ত হবে বাংলাদেশে। বাহিরের দেশ গুলতে সামনে নাগাদ প্রিঅর্ডার ও চলবে। আসুস জেনফোন ম্যাক্স নিয়ে অনেক আশাবাদি। এতো উচ্চ ক্ষমতার ব্যাটারি নিয়ে আসুস এর এই প্রথম যাত্রা। বিশ্লেষকদের মতে বাজারা ফোনটির চাহিদা থাকবে প্রবল। আমাদের দেশে ল্যাপটপ ব্রান্ড হিসবে খ্যাত আসুস দেখা যাক এবার কতো নাম করে। সর্বোপরি যারা স্মার্টফোন এর ব্যাটারি নিয়ে চিন্তিত তাদের জন্য নতুন বাত্রা হতে চলেছে। আসুস সাধারণত ক্রেতাদের নাগালের মধ্যে রেখে হাই পারফরমেন্স এর সেট বাজারে ছাড়ে। এর আগে আসুস জেনফোন২ বাংলাদেশের বাজারে অনেক সারা ফেলেছিল। আশা করা যায় আসুস এবারো তার শুবাকাংখিদের আশাহত করবে না। স্বল্প দামে সেরা স্মার্টফোন সরবারহ আসুস এর এক প্রধান লক্ষ্য। ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্লাশ এবং লেসার এসিসটেড অটোফোকাস ফিচারটিও এক নতুন সম্মভনা এনে দিয়েছে। ক্যমেরার দিক থেকেও এটি বলা চলে পারফেক্ট স্মার্টফোন। মধ্যবিত্তদের নাগালের ভিতরে থাকা স্মার্টফোনটির হবে অনেক ব্যাবসা সফল। জেনফোন ম্যাক্স এর সকল আপডেট পেতে চোখ রাখুন আমার লেখক পাতায়।

জেনফোন ম্যাক্স এবং সকল স্মার্টফোন এর বাংলা রিভিউ প্লাস ভিডিও আপডেট

সবার আগে সব সময়

 

Level New

আমি অর্ক রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দাম কেমন হবে?

দাম কত হতে পারে?

OTG SUPPORT কিনা?