হারানো অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করুন গুগলের সাহায্যে

আসসালামু আলাইকুম। কেমন আছেন। আশা করচি সবাই ভাল আছেন। আজকে যেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো তাহচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি হারিয়ে গেলে কিভাবে উদ্ধার করতে পারেন।
তথ্য প্রযুক্তির এই যুগে অ্যন্ড্রয়েড প্রায় সকলের হাতে হাতে এবং অনেকেই অনেক গুরুত্বপুর্ণ তথ্য মোবাইল ফোনে সেভ করা থাকে। অন্য কেউ এই ডাটা ক্ষতিকর ব্যবহার করতে পারে।
আসুন জেনে নেই অ্যান্ড্রয়েড এর তথ্য নিরাপত্তার কিছু বিষয়

আইএমআই নাম্বার
প্রত্যেকটি মোবাইলের আলাদা আলাদা আইএমইআই নাম্বার থাকে। মোবাইল হাতে থাকা অবস্থায় খুব সহজে আইএমইআই নাম্বারটি বের করা যায়। এর জন্য *#০৬# চাপুন। আইএমইআই নাম্বার জানা থাকলে থুব সহজে নিকটস্থ টেলিকম কো্ম্পানির কাছে অভিযোগ জানিয়ে সেটটি বন্ধ করে দিতে পারেন।

মোবাইল হারিয়ে গেলে কিভাবে আইএমইআই নাম্বার বের করবেন

এই কাজের জন্য আগে থেকে আপনার মোবাইল থেকে গুগল প্লে-স্টোরে জিমেইল আইডিতে লগইন করা থাকতে হবে। তাহলেই সম্ভব আপনার আইএমইআই নাম্বার বের করা। এবং সেই সাথে আপনি আপনার মোবাইলের সমস্ত ডাটা মুছে দিতে পারবেন কিংবা সেই মোবাইলে রিং দিতে পারবেন।

আসুন জেনে নেই কিভাবে হারানো মোবাইলটির লোকেশন ও ডাটা মুছে দিবেন
আপনার ব্রাউজারের মাধ্যমে নিচের লিংক এ প্রবেশ করুন।
google.com/settings

ইউজারনেইম ও পাসওয়ার্ড দিয়ে ড্যাশবোর্ডের অ্যান্ড্রয়েড সেকশনে প্রবে করুন। সেখানে আপনি নিচের চিত্রের মত আপনার মোবাইলে বিস্তারিত দেখতে পাবেন। আইএমইআই নাম্বার, কোন অপারেটরের সিম ব্যবহার করছে ইত্যাদি।

আপনার মোবাইলের অবস্থান নির্ণয় করুন ও ডাটা মুছে দিন।
আপনার হারানো মোবাইলের অবস্থান নির্ণয়, ডাটামুছে দেওয়ার জন্য নিচের লিংক এ প্রবেশ করুন।
https://www.google.com/android/devicemanager


আপনার মোবাইলের জিপিএস অন থাকলে মোবাইলটি এই মুহুর্তে কোন জায়গায় আছে সেটি দেখতে পারবেন। মোবাইলে রিং দিতে পারবেন। এবং সমস্ত ডাটা মুছে দিয়ে ফোনটি লক করে দিতে পারবেন।

টিউনটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে : itshikkha ওয়েবসাইটে

Level 0

আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের টিউন। প্রিয়তে রাখলাম।

কাজের টিউন, তবে 200Tk খরচ করলে ঝামেলা কিছুটা মিটে যায়, আর IMEI চেন্জ করলে কেছ পুরাই মাটি 😉

    আইএমইআই নাম্বার কি পরিবর্তন করা যায় ?? জানা ছিল না । ধন্যবাদ জানানোর জন্য

হয়তো কোনোদিন দরকার হবে, তাই প্রিয়তে রাখলাম

ধন্যবাদ

ভাইয়া imei no track করা যায় না???

প্রিয়তে রাখলাম।

ধন্যবাদ । প্রিয়তে রাখার জন্য

Level 2

AZ Screen Recorder – No Root 2.7 Pro ভাই এটা ইনিস্টল করতে গেলে এই মেসেজ দেয় : There was a problem persing the package. এটার সমাধান দিলে খুব উপকৃত হতাম।

Level 2

Sorry rong Comm….

ধন্যবাদ………। তানিয়া লাবনী