গ্রামীনফোনের নতুন কিছু সিস্টেম। ভাল না খারাপ নিজেই দেখুন।

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন। আশা করি ভাল।

এখন যে টিউনটা করতে চলেছি তা হয়তো কারো উপকারে আসবে আবার কারো আসবে না।

তো চলুন শুরু করা যাক।

 

ইন্টারনেট প্যাকঃ

রির্চাজের পরিমাণ(সম্পূরক শুল্ক ও ভ্যাটসহ)ইন্টারনেট প্যাকেজমেয়াদ
   ১৩ টাকাসোশ্যাল ফেসবুক প্যাক   ১৪ দিন
    ২২ টাকা   ৬০ এমবি প্যাক   ১০ দিন
    ৩৬ টাকা   ৭৫ এমবি প্যাক   ৭ দিন
    ৫৬ টাকা   ১০০ এমবি প্যাক   ২৮ দিন
    ১১৯ টাকা   ২৫০ এমবি প্যাক   ২৮ দিন
    ২১১ টাকা   ৫০০ এমবি প্যাক   ২৮ দিন
    ৩২৯ টাকা   ১ জিবি প্যাক   ২৮ দিন
    ৪১৯ টাকা   ২ জিবি প্যাক   ২৮ দিন
    ১১৩৬ টাকা   হেভি ব্রাউজিং প্যাক   ২৮ দিন
    ২৩৮৯ টাকা   ২০ জিবি প্যাক   ৩০ দিন

মিনিট প্যাকঃ

রির্চাজের পরিমাণ(সম্পূরক শুল্ক ও ভ্যাটসহ))বিবরণমেয়াদ
    ১২ টাকা   ৪০ মিনিট (জিপি - জিপি)   ১ দিন(রাত ১২ টা - বিকাল ৪ টা)
    ২৪ টাকা   ৮০ মিনিট (জিপি - জিপি)   ১ দিন
    ৫১ টাকা   ১০০ মিনিট (জিপি - জিপি)   ৭ দিন
    ৭৮ টাকা   ১০০ মিনিট (যেকোনো লোকাল অপারেটর)   ৭ দিন
    ৮৪ টাকা   ২০০ মিনিট (জিপি - জিপি)   ৭ দিন
    ৯১ টাকা   ৩০০ মিনিট (জিপি - জিপি)   ৭ দিন

অন্যান্যঃ

রির্চাজের পরিমাণ(সম্পূরক শুল্ক ও ভ্যাটসহ))বিবরণমেয়াদ
 ৬১ টাকা৬০ মিনিট (যেকোনো লোকাল অপারেটর) + ৬০ এসএমএস + ৬০ এমএমএস + ৬০এমবি ইন্টারনেট৫ দিন
 ১২১ টাকা১২৮ মিনিট (যেকোনো লোকাল অপারেটর) + ৫০ এসএমএস + ৫০ এমএমএস + ৫০ এমবি ইন্টারনেট১২ দিন
 ২৯৯ টাকাহেভি ব্রাউজিং প্যাক - রাত্রিকালীন২৮ দিন
 ৩৫৮ টাকাস্মার্ট প্ল্যান ২৯৯: ২০০ মিনিট + ২০০ এসএমএস + ২০০ এমএমএস + নন স্টপ ইন্টারনেট৩০ দিন
 ৫৯৭ টাকাস্মার্ট প্ল্যান ৪৯৯: ৪০০ মিনিট + ৪০০ এসএমএস + ৪০০ এমএমএস +নন স্টপ ইন্টারনেট৩০ দিন
 ৮৩৬ টাকাস্মার্ট প্ল্যান ৬৯৯: ৬০০ মিনিট + ৬০০ এসএমএস + ৬০০ এমএমএস +নন স্টপ ইন্টারনেট৩০ দিন

* টক টাইমের ক্ষেত্রে ১০ সেকেন্ড পালস এবং এসএমএস ও এমএমএস শুধু জিপি-জিপি’র ক্ষেত্রে প্রযোজ্য হবে

শর্তাবলীঃ

  • প্যাকেজ মুল্যের উপর ৩% সম্পূরক শুল্ক ও সম্পূরক শুল্কসহ মুল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য হবে
  • প্যাকেজ মুল্য, ভ্যাট ও সম্পূরক শুল্ক - এর অতিরিক্ত রির্চাজকৃত টাকা গ্রাহকের ফ্লেক্সি ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে।
  • উপরে বর্ণিত অ্যামাউণ্টগুলো রির্চাজ করলে শুধু মাত্র ইন্টারনেট, মিনিট ও বান্ডেল প্যাক অ্যাক্টিভেট হবে, ফ্লেক্সি ব্যালেন্সের জন্য অন্য পরিমাণ রির্চাজ করতে হবে
  • শুধুমাত্র প্রিপেইড গ্রাহকের জন্য প্রযোজ্য
  • শুধুমাত্র ফ্লেক্সিলোড পয়েন্ট থেকে বর্ণিত অ্যামাউণ্টগুলো রির্চাজ করার ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কোন মাধ্যমে উপরে বর্ণিত অ্যামাউণ্টগুলো রির্চাজ অথবা প্যাক অ্যাক্টিভেট করা যাবেনা।
  • ইন্টারনেট প্যাকেজ গুলোর ক্ষেত্রে অটো রিনিউয়াল প্রযোজ্য হবে (১০০এমবি ৫০০এমবি প্যাক ব্যতীত)
  • ৬০এমবি প্যাকের ক্ষেত্রে 2G স্পীড প্রযোজ্য হবে
  • গ্রাহকেরা যারা থ্রিজি কভারেজের অধীনে না তারা সর্বোচ্চ 2G স্পীড উপভোগ করতে পারবেন।
  • ভলিউম ভিত্তিক প্যাক - এ অতিরিক্ত ব্যবহারে ০.০১ টাকা/১০কেবি চার্জ প্রযোজ্য হবে (সর্বোচ্চ ২০০ এমবি পর্যন্ত)
  • সোশাল ফেসবুক প্যাক- এ (৬০ এমবি এর পর), স্মার্ট প্যাক ২৯৯, স্মার্ট প্যাক ৪৯৯, স্মার্ট প্যাক ৬৯৯ - এ (যথাক্রমে ৫০০ এমবি, ১ জিবি ও ২ জিবি এর পর), হেভি ইউসেজ প্যাক - রাত্রিকালীন -এ (২ জিবি এর পর) এবং হেভি ব্রাউজিং প্যাক - এ (৮ জিবি এর পর) ফেয়ার ইউসেজ পলিসি প্রযোজ্য হবে। ২০জিবি প্যাক - এর জন্য বরাদ্দ ভলিউম শেষ হলে প্যাকেজ ডি- অ্যাক্টিভেট হয়ে যাবে।
  • গ্রামীণফোনের ইন্টারনেট, মিনিট ও বান্ডল প্যাক সমুহের সকল শর্ত প্রযোজ্য হবে।
  • সকল চার্জ-এর উপর ৩% সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য।

 

যাদের এই ধরনের অফারের দরকার নেই তারা সাবধান। ভুলেও নিদৃষ্ট পরিমান টাকা রিচার্জ করবেন না

 

আজ এই পর্যন্তই।সবাই ভাল থাকবেন।

Level 0

আমি মোঃ হায়দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

just TAKA khawar dhanda

Level 2

এত ভাল কবে হইল গ্রামীণ???

Level New

ফালতু সিস্টেম

লেখার জন্য ধন্যবাদ