গ্রামীণফোনের ফাটাফাটি ইন্টারনেট ১ জিবি ৮৯ টাকা

আসসালামুয়ালাইকুম।

সবাই আশা করি ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল। সবাই রোজা রাখেন তো?

যাই হোক রাখলে ভাল, না রাখলে রাখার চেষ্টা করবেন।

তো শুরু করা যাক।

আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি অফার যেটা কিনা গ্রামীণফোন দিচ্ছে। অফারটি হচ্ছে মাত্র ৮৯ টাকায় ১ জিবি ইন্টারনেট। এই অফার সকল গ্রামীণফোন গ্রাহকদের জন্য।

বিস্তারিত নিচেঃ

  • প্যাকটির মেয়াদ ৭দিন
  • অফারটি সকল গ্রামীণফোন প্রিপেইড (বিজনেস সলিউশনস প্রিপেইডসহ) কাস্টমারদের জন্য প্রযোজ্য
  • প্যাকটি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পাওয়া যাবে
  • সকল চার্জে ৩% সম্পূরক শুল্ক প্রযোজ্য। সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট প্রযোজ্য
  • কাস্টমারগণ অফারটি যতবার খুশি উপভোগ করতে পারবেন
  • অফারে অটো-রিনিউয়্যাল প্রযোজ্য নয়
  • অফারটি অ্যাক্টিভেট করতে ডায়াল করুন *৫০০*৯৫#
  • ইন্টারনেট ব্যালেন্স জানতে ডায়াল করুন *৫৬৭#
  • 3G প্যাক ব্যবহারকারী কোন কাস্টমারের ব্যবহৃত ডাটা ভলিউমের সাথে অফারে প্রাপ্ত ডাটা ভলিউম (১ জিবি) যোগ হয়ে যাবে ও কাস্টমার এক্ষেত্রে বর্ধিত মেয়াদ উপভোগ করবেন
  • মূল 3G প্যাক-এ অটো-রিনিউয়্যাল প্রযোজ্য
  • এই ভলিউম ভিত্তিক প্যাকে নির্ধারিত ভলিউমের বাড়তি ২০০এমবি পর্যন্ত ব্যবহারের জন্য ০.০১ টাকা/১০কে.বি. হারে অতিরিক্ত ব্যবহার ফি প্রযোজ্য। বাড়তি ২০০এমবি পর্যন্ত ব্যবহারের পর প্যাকটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে
  • 3G কাভারেজের আওতায় থাকা কাস্টমারগণ এই প্যাকেজে সর্বোচ্চ ১এমবিপিএস পর্যন্ত স্পীড, আর যারা 3G এর আওতায় নন তারা  2G এর সর্বোচ্চ স্পীড উপভোগ করতে পারবেন
  • প্রাপ্য গড় স্পীড নির্ভর করবে ব্যবহৃত হ্যান্ডসেট, কাস্টমার কোন ওয়বসাইট ভিজিট করছেন, বিটিএস থেকে ইন্টারনেট ব্যবহারকারীর দূরত্ব ইত্যাদি বিষয়ের উপর
  • প্যাকটি ‘জিপি ইন্টারনেট’ এর নীতিমালা ও শর্তাবলী দ্বারা পরিচালিত

Level 0

আমি মোঃ হায়দার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধুর মিয়া , ১১ টেকায় দুই জিবি কইরা নিয়া শ্যাস করতে পারতাছি না আর ৮৯ টেকায় ১ জিবি , ৮৯ টেকায় আমি ৭ জিবি ইন্টারনেট + ৭ জিবি ফেইসবুক টোটাল ১৪ জিবি পামু 😀

    তুমি তো বেশ বড় আবাল। ১১ টাকায় ২ জিবি সবাই পায় নাকি। তোমার মত ফহিন্নি যারা আছে জিপি তাদের সাহায্য করে।

      হি হি #মোঃ হায়দার আলী ভাই জটিল কইছেন 😛 😛 😛

      Level 0

      তুই যে বেটা বিল গেটস এর জাউরা পোলা এইডা তো আগে কইবি ? তরে যদি কেউ ১ জিবি ১০০০ টেকা তেও নিতে কয় তুই তো তাই নিবি হালা বলদ 😀 , গ্রামীণফোন এর চেয়ারম্যান তর বাপ লাগে , হালার ঘরের হুমুন্দি

    Level 0

    ভাই এইটা একটা অফার , আগে *500*91# ডায়াল করে দেখেন আপনার সিম টা অফার পাইছে কি না , যদি বলে you are not eligibilty for this offer তাইলে পাবেন না , আর যদি অন্য কিছু দেখায় , তাইলে পাবেন , ১১ টাকা ভরে *৫০০*৯১# ডায়াল করেন , ১ জিবি ফেসবুক আর ১ জিবি ইন্টারনেট পাবেন ,

ha ha ha valo valglo coment and tunes pore thanks

হা হা হা খুব মজা পাইলাম কমেন্ট পইড়া

জিপির কখন কি অফার যে কে পায় বুঝি না, আমি একবার পাইছিলাম যেন কোন ভাগ্যে গত ৪ মাসে আর কোন অফার পাই না

সবাইকে ধন্যবাদ

ভাই Gameb0y আমি এই অপারটা পাইছি !এখন জানতে চাই যে এটার মেয়াদ কতদিন আর আর এটা কি দিনরাত ২৪ ঘন্টা ব্যাবহার করা যাবে কি না প্লিজ বলবেন ধন্যবাদ !

লেখার জন্য ধন্যবাদ