Primo Rx3 হ্যান্ডস-অন রিভিউ Primo Rx সিরিজের স্মার্টফোন

সম্প্রতি দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের প্রিমো RX সিরিজের স্মার্টফোনের তালিকায় যুক্ত হয়েছে নতুন একটি নাম – Primo RX3 ! নান্দনিক ও আকর্ষণীয় ডিজাইনের primo rx3 এই ফোনটি প্রথম দেখাতেই নজর কাড়তে সক্ষম। ১.৭ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসরসমৃদ্ধ নতুন এই স্মার্টফোনটিতে ভালো পারফরম্যান্স নিশ্চিত করার জন্য যেমন রয়েছে ২ গিগাবাইটের র‍্যাম, অপেক্ষাকৃত শক্তিশালী মালি-৪৫০ জিপিউ, তেমনি ক্যামেরায় ভালো ছবি তুলতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।

ব্যবহারকারীদের মাল্টিমিডিয়া অভিজ্ঞতাকে নতুন স্বাদ দান করতে এই ফোনে পিউর ব্ল্যাক ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এর ডিসপ্লের নিরাপত্তায় রয়েছে ২য় প্রজন্মের গরিলা গ্লাস। এছাড়া ওয়ালটনের এই ফোনে রয়েছে ওটিজি সাপোর্ট। এসবের পাশাপাশি সাম্প্রতিককালে বাজারে আসা ওয়ালটনের অন্যান্য ফোনের ন্যায় এই ফোনেও OTA বা Over The Air আপডেট সুবিধা দেওয়া হয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে। এসবের পাশাপাশি ১৩,৯৯০ টাকা মূল্যের এই ফোনে প্রয়োজনীয় অন্যান্য সাধারণ ফিচার তো রয়েছেই।

Walton Primo Rx3

Walton Primo RX3 (10)
বাজারে আসা নিত্যনতুন সব স্মার্টফোনের হ্যান্ডস-অন রিভিউ পাঠকদের সামনে তুলে ধরতে প্রিয়টেক বরাবরই সচেষ্ট। সেই ধারাবাহিকতায় ওয়ালটনের নতুন স্মার্টফোন Primo RX3 এর ডিজাইন, ব্যাটারী ব্যাকআপ, গেমিং পারফরম্যান্স, ক্যামেরায় তোলা ছবির মান প্রভৃতি বিশ্লেষণধর্মী তথ্য নিয়ে প্রিয়টেকের পাঠকদের জন্য আজ থাকছে Walton Primo RX3 এর Exclusive Hands-on Review।

প্রিয় পাঠক, চলুন একনজরে Primo RX3 স্মার্টফোনটির উল্লেখযোগ্য ফিচারসমুহ দেখে নিইঃ

  • অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম
  • ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে
  • ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা
  • ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
  • ২ গিগাবাইটের র‍্যাম
  • মালি ৪৫০ জিপিউ
  • ১.৭ গিগাহার্টজ গতির অক্টাকোর প্রসেসর
  • ডুয়েল সীম
  • ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী
  • ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহারের সুবিধা
  • ২,১০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী

Walton Primo RX3 (13)
এবারে তাহলে বিস্তারিত রিভিউয়ের দিকে যাওয়া যাক-
আনবক্সিং:
Primo RX3 স্মার্টফোনটির বক্সে যা যা রয়েছে –

 

  • হ্যান্ডসেট
  • ব্যাটারী
  • চার্জার অ্যাডাপ্টার
  • ডাটা ক্যাবল
  • ইয়ারফোন
  • ইউজার ম্যানুয়াল
  • ওয়ারেন্টি কার্ড

Walton Primo RX3 (9)

 

অপারেটিং সিস্টেম:
এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ব্যবহার করা হয়েছে।

Walton Primo RX3 (4)
বিল্ড কোয়ালিটি ও ডিজাইন:
Primo RX3 স্মার্টফোনটি বেশ আকর্ষণীয় ও নজরকাড়া ডিজাইনের। এর উপরের অংশে রয়েছে ৩.৫ মিলিমিটার অডিও পোর্ট আর নিচের অংশে ইউএসবি ২.০ পোর্ট । ফোনটির একপার্শ্বের অংশে রয়েছে ভলিউম কী ও অপরপার্শ্বে পাওয়ার কী। হালকা গড়নের এই স্মার্টফোনটির ওজন মাত্র ১২৮ গ্রাম। ৮.৮ মিলিমিটার পুরুত্বের এই ফোনটি উচ্চতায় ১৪০.৮ মিলিমিটার আর প্রস্থে ৭০.৪ মিলিমিটার।
Walton Primo RX3 (12)
প্রিমো আরএক্স৩ স্মার্টফোনটির পেছনের দিকে উপরের অংশে আছে রিয়ার ক্যামেরার লেন্স ও ফ্ল্যাশলাইট আর নিচের দিকে রয়েছে স্পীকার। এছাড়া সম্মুখভাগে ফ্রন্ট ক্যামেরা, সেন্সর, স্পীকার প্রভৃতি তো রয়েছেই। এই ফোনে ৩ টি বাটন রয়েছে – হোম/মেনু, অপশন ও ব্যাক।

ডিসপ্লে:
এই স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। এর ডিসপ্লের রেজ্যুলেশন হলো ১২৮০x৭২০ পিক্সেলের। এর ডিসপ্লের নিরাপত্তার জন্য এতে কর্নিংয়ের ২য় প্রজন্মের গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে।

ইউজার ইন্টারফেস:
ওয়ালটনের Primo RX3 ফোনটিতে অ্যান্ড্রয়েডের আপডেটেড সংস্করণ অ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট ব্যবহৃত হয়েছে। চলুন এর ইউজার ইন্টারফেস দেখে নেওয়া যাক-

নোটিফিকেশন বার:

Walton Primo RX3 (8)
হোমস্ক্রীন:

Walton Primo RX3 (9)
অ্যাপ ড্রয়ার:

Walton Primo RX3 (10)
সিপিউ:
সিপিউ হিসেবে এই ফোনে রয়েছে ১.৭ গিগাহার্টজের অক্টাকোর প্রসেসর। দ্রুতগতির প্রসেসর থাকায় এই ফোনে মাল্টিটাস্কিং, এইচডি গেমিং প্রভৃতি বেশ স্মুথলি করা যায়।

চিপসেট:
ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের ন্যায় এই ফোনেও মিডিয়াটেকের চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে মিডিয়াটেকের অক্টাকোর চিপসেট MT6592 ব্যবহৃত হয়েছে ।

Walton Primo RX3 (12)
জিপিউ:
আকর্ষণীয় ডিজাইনের Primo RX3 স্মার্টফোনটিতে অপেক্ষাকৃত শক্তিশালী মালি-৪৫০ জিপিউ ব্যবহার করা হয়েছে। ফলশ্রুতিতে এই ফোনের গ্রাফিক্স কোয়ালিটি কিংবা গেমিং পারফরম্যান্স অন্যান্য সাধারণমানের জিপিউসমৃদ্ধ স্মার্টফোনের তুলনায় বেশ সন্তোষজনক।

Walton Primo RX3 (11)
মেমোরী:
Primo RX3 স্মার্টফোনটিতে রয়েছে ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী। এর মধ্যে প্রায় ১২ গিগাবাইট মেমোরী ব্যবহারযোগ্য। এছাড়া ব্যবহারকারী চাইলে এতে ৩২ গিগাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমোরী কার্ড ব্যবহার করে এর মেমোরী বাড়িয়ে নিতে পারবেন।
Walton Primo RX3 (2)
এই ফোনের মেমোরীর একটি উল্লেখযোগ্য দিক হলো এতে রয়েছে ইউনিফাইড স্টোরেজ সুবিধা, অর্থাৎ এর পুরো ইন্টারনাল মেমোরীই অ্যাপ ইন্সটলের জন্য ব্যবহার করা যাবে। ফলে যারা প্রচুর অ্যাপ ইন্সটল করতে ভালোবাসেন তাদের জন্য এই ফোন হতে পারে বেশ পছন্দের।

র‍্যাম:
স্মার্টফোনে স্মুথ পারফরম্যান্সের জন্য র‍্যাম অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আর তাইতো ওয়ালটনের এই ফোনে ২ গিগাবাইটের র‍্যাম দেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ১৯৩০ মেগাবাইট ব্যবহারযোগ্য। র‍্যাম অধিক হওয়ার কারণে এতে উল্লেখযোগ্য সংখ্যক অ্যাপস ইন্সটল করলেও র‍্যাম মোটামুটি অর্ধেক ফাঁকাই থাকে।

ক্যামেরা:
Primo RX3 স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। উন্নতমানের ছবি তোলা নিশ্চিত করতে এর ক্যামেরায় BSI সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া ক্যামেরায় অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ, স্মাইল ডিটেক্টর, প্যানোরোমা মোড, ফেস ডিটেকশন প্রভৃতি সুবিধাতো থাকছেই। এর ক্যামেরায় তোলা ছবির মান বেশ সন্তোষজনক।
দেখুন দিনের আলোতে এই ফোনের ক্যামেরায় তোলা ছবিঃ

Walton Primo RX3 (3)

Walton Primo RX3 (4)

Walton Primo RX3 (5)

এসবের পাশাপাশি সেলফি তোলা কিংবা ভিডিও কলিংয়ের জন্য আছে BSI সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশ থাকায় অন্ধকারেও অনায়াসে সেলফি তোলা সম্ভব।

মাল্টিমিডিয়া:
Primo RX3 এ রয়েছে ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক। এর সাথে যে হেডফোনটি দেওয়া হয় তার সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই। এর অডিও সাউন্ড কোয়ালিটিও অনেক সুন্দর। এই ফোনে আরো আছে এফএম রেডিও, সে সাথে থাকছে এফএম রেডিও রেকর্ডার। ফলে আপনি আপনার পছন্দের কোন রেডিও প্রোগ্রাম অনায়াসেই রেকর্ড করতে পারবেন।
Walton Primo RX3 (15)
আর এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি বেশ উন্নত হওয়ায় এতে দারুণভাবে ভিডিও উপভোগ করা যায়। উল্লেখ্য, Primo RX3 স্মার্টফোনটিতে ১০৮০ পি ফুল এইচডি ভিডিও কোন ধরণের ল্যাগ ছাড়াই চলে।

Walton Primo RX3 (14)
গেমিং পারফরম্যান্স:
এই ফোনের গেমিং পারফরম্যান্স সন্তোষজনক। Primo RX3 স্মার্টফোনটিতে অক্টাকোর প্রসেসর ব্যবহৃত হওয়ায় ও এর র‍্যাম ২ গিগাবাইট থাকায় এতে বিভিন্ন ধরণের এইচডি গেম বেশ স্মুথলি খেলা যায়। এই ফোনে ক্ল্যাশ অফ ক্ল্যানস, অ্যাসফাল্ট ৮, ডিড ট্রিগার ২, মডার্ন কমব্যাট ৪, টেম্পল রান ২ প্রভৃতি জনপ্রিয় গেম কোন ধরণের ল্যাগিং ছাড়াই খেলা গেছে।

Walton Primo RX3 (1)
কানেক্টিভিটি:
এই ফোনে ব্লুটুথ ৪.০, ওয়াইফাই, ওয়্যারলেস হটস্পট প্রভৃতি কানেক্টিভিটি সুবিধা রয়েছে। এছাড়া জিপিএস নেভিগেশন সুবিধাতো থাকছেই।

সেন্সর:
Primo RX3 স্মার্টফোনটিতে এক্সিলেরোমিটার, প্রক্সিমিটি, লাইট প্রভৃতি সেন্সর রয়েছে।

সিম::
ওয়ালটনের অধিকাংশ স্মার্টফোনের মতো প্রিমো আরএক্স৩ স্মার্টফোনটিতেও রয়েছে ২টি সিম ব্যবহারের সুবিধা। উল্লেখ্য, এর উভয় সীম স্লটেই থ্রিজি সুবিধা উপভোগ করা যাবে ।

Walton Primo RX3 (6)
ব্যাটারী:
Primo RX3 স্মার্টফোনটিতে ২,১০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারী ব্যাকআপ সন্তোষজনক। একবার ফুল চার্জ দিলে টানা ৫ ঘণ্টারও অধিক সময় নেট চালানো যায়। আর একবার ফুল চার্জে টানা ৫-৬ ঘন্টা এইচডি ভিডিও দেখা যায়। তবে আরেকটু বেশি মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারী দিলে তা আরও ভালো হতো।

Walton Primo RX3 (8)
ওটিজি:
ওয়ালটনের নতুন স্মার্টফোন Primo RX3 এ OTG (USB On The Go) সুবিধা রয়েছে। ফলে ব্যবহারকারী এতে মাউস, কীবোর্ড, পেনড্রাইভ, এক্সটারনাল হার্ডডিস্কসহ বিভিন্ন ধরণের ইউএসবি ড্রাইভ ব্যবহার করতে পারবেন।

Walton Primo RX3 (2)
OTA আপডেট সুবিধা:
এই ফোনে OTA বা Over The Air আপডেট সুবিধা রয়েছে, যার ফলে পিসির সাথে সংযুক্ত করা ছাড়াই এর সফটওয়্যার আপডেট করা যাবে।

Walton Primo RX3 (1)
বেঞ্চমার্ক:
কোন ডিভাইসের সক্ষমতা যাচাইয়ের জন্য সাধারণত বেঞ্চমার্ক স্কোর যাচাই করা হয়ে থাকে। Primo RX3 এর বেঞ্চমার্ক স্কোর যাচাইয়ের জন্য বেঞ্চমার্ক যাচাইয়ের জনপ্রিয় অ্যাপ AnTuTu বেছে নেওয়া হয়েছিলো। AnTuTu তে এর স্কোর এসেছে ২৯,০৩৪ ।

Walton Primo RX3 (5)

AnTuTu স্কোরের দিক থেকে HTC One, Xiaomi Redmi Note, Asus Zenfone 5 প্রভৃতির থেকে Primo RX3 এগিয়ে রয়েছে ।

Walton Primo RX3 (6)

বেঞ্চমার্ক যাচাইয়ের আরেক অ্যাপ NenaMark এ Primo RX3 এর স্কোর এসেছে ৬১.৪

Walton Primo RX3 (7)
স্পেশাল ফিচার:
এই ফোনে স্পেশাল ফিচার হিসেবে রয়েছে ফ্লোটিং মাল্টি-উইন্ডো, স্মার্ট ওয়েক, ইউনিফাইড স্টোরেজ প্রভৃতি। Primo RX3 এর একটি বিশেষ দিক হলো এর ফ্রন্ট ও রিয়ার উভয় ক্যামেরাতেই ফ্ল্যাশ রয়েছে।

Walton Primo RX3 (11)

Walton Primo RX3 (3)
মূল্য:
ক্রেতাদের সাধ্যের কথা বিবেচনা করে বেশ উচ্চ কনফিগারেশনের Primo RX3 স্মার্টফোনটির মূল্য ১৩,৯৯০ টাকা নির্ধারণ করেছে ওয়ালটন কর্তৃপক্ষ। স্পেসিফিকেশনের তুলনায় এই মূল্য বেশ সহনশীল ।

Walton Primo RX3 (14)
Primo RX3 এর ভালো লাগার দিকসমূহ:
আকর্ষণীয় ডিজাইন
অক্টাকোর প্রসেসর
ইউনিফাইড স্টোরেজ
ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশ

Walton Primo RX3 (13)
Primo RX3 এর সীমাবদ্ধতা:
বেশ উন্নত কনফিগারেশনের Primo RX3 স্মার্টফোনটিতে উল্লেখযোগ্য কোন সীমাবদ্ধতা নেই। তবে এতে মিডিয়াটেক চিপসেট ব্যবহার না করে কোয়ালকমের শক্তিশালী চিপসেট ব্যবহার করা হলে এর পারফরম্যান্স হয়তো আরো উন্নত হতো। এছাড়া এর ব্যাটারীটা আরেকটু অধিক মিলিঅ্যাম্পিয়ারের হলে ব্যবহারকারীদের বেশ সুবিধা হতো।

Walton Primo RX3 (7)
চূড়ান্ত সিদ্ধান্ত:
অক্টাকোর প্রসেসরের Primo RX3 বাজারে থাকা প্রায় একই কনফিগারেশন কিংবা একই মূল্যের অন্যান্য স্মার্টফোন থেকে বেশ এগিয়ে রয়েছে। মধ্যম বাজেটে অপেক্ষাকৃত ভালো স্মার্টফোন কিনতে চাইলে Primo RX3 স্মার্টফোনটি পছন্দের তালিকায় শীর্ষেই থাকবে – এমনটা বলা নিশ্চয়ই অত্যুক্তি হবেনা। আপনি যদি তুলনামূলক বড় স্ক্রীনের স্মার্টফোন কিনতে চান, সেইসাথে চান উন্নত পারফরম্যান্স, তবে এই মুহূর্তে দেশের বাজারে Primo RX3 এর কোন বিকল্প পাওয়া বেশ দুষ্কর।
দেশীয় ক্রেতাদের হাতে সুলভ মূল্যে অপেক্ষাকৃত মানসম্পন্ন স্মার্টফোন তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ওয়ালটন। ভবিষ্যতে আরও উন্নত কনফিগারেশনের স্মার্টফোন সুলভমূল্যে বাজারে আনবে ওয়ালটন – এমনটাই প্রত্যাশা।
Primo RX3 সম্পর্কে আপনাদের মূল্যবান প্রশ্ন কিংবা মন্তব্য কমেন্টে লিখুন। নতুন কোন স্মার্টফোনের হ্যান্ডস-অন রিভিউ নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন আর চোখ রাখুন যুগ টেকে।

zt থেকে সংগ্রহীত tumblr linkedin feeds sitemap

Level New

আমি অর্ক রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উপস্থাপন ta khub valo hoyese .carry on

Walton এর বেশির ভাগ সেট গুলোতেই ম্যাগনেট সেন্সর (কম্পাস) নেই। এটা ছাড়া আর বাকি সব কিছুই আমার ভাল লাগে।

ভাই ফ্রন্ট ক্যামেরার কিছু পিক দিলে ভালো হতো ভাই আমি একটা ফোন কিনতে চাই কোনটা কিনব
১. Samsung Galaxy Core Prime ( http://mobilemaya.com/mobile_price.php?id=749)
2.Walton Primo RX3
3.Symphony Xplorer ZVI ( http://mobilemaya.com/mobile_price.php?id=2278 )
কোনটা কিনব ভাই?

Level 2

tune t onk sundor hoyaca…..

Which is better?
Samsung Galaxy Core Prime or Walton Primo RX3 or Walton Primo RH2 or Symphony Xplorer ZVI?