বিশ্বের সব চেয়ে দামি মোবাইলটি কে কিনবেন ???? বেশি দাম না সস্তাই আছে……….

সকাল বেলা পেপার হাতে নিয়েই তো চোখ ছানাবড়া মোবাইলের দাম নাকি এত হয় ???????????????>>>

বলা হচ্ছে, এটি বিশ্বের সব চেয়ে দামি মোবাইল ফোন। অ্যাপলের এই আইফোন৪ সেটটির দাম ধরা হয়েছে ৫০ লাখ পাউন্ড। ১পাউন্ড=১.৫৯ USD=১১১.৩ BDT,  তার মানে ৫০ লাখ পাউন্ড=৫৫,৬৫,০০০০০ টাকা (পঞ্চান্ন কোটি পয়ষট্টি লক্ষ টাকা মাত্র)। ব্রিটিশ ডিজাইনার স্টুয়াট হগসের ডিজাইন করা মোবাইলটিতে মোট ১০০ ক্যারেট ওজনের ৫০০টি হীরা দিয়ে মোড়ানো । এর হোম বাটনে পরিবরতন যোগ্য দুটি হিরকখন্ড রয়েছে । এর একটির ওজন ৭.৪ ক্যারেট ও অপর টির ওজন ৮ ক্যারেট । সেট ব্যবহারকারী চাইলে এ দুখন্ডের যে কোন একটিকে বাটানে ব্যাবহার করতে পারবে।কেবল এই দুটি হিরকখন্ডের দাম ৪০ লাখ পাউন্ড । মোবাইলের পেছনে ৫৩ টি হীরক খন্ড দিয়ে বানানো হয়েছে অ্যাপলের লগো।

ভাই যদি কেউ কিনতে চান তবে অ্যাপলের সাথে যোগাযোগ করুন

Level 2

আমি সাইফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে চলার পথে আনেক বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে বাঘের মত এক দিন বাচ, আর পৃথিবীর বুকে দাগ কেটে যাও নাম লিখে যাও স্বন্রাক্ষরে http://idmfordownload.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কিনলে আবার জান নিয়ে খেলা করতে হবে নাতো, যত কম দামি হয় তত মঙ্গল বাংলাদেশে।

    ভাই আগে কিনে দেখেন!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    Level 0

    ভাই এইটার চাইনিজ ভার্সন নাই?? থাকলে বলেন আমি কিনব। 😉

Level New

ভাই বাংলাদেশ বিক্রি করলে এত টাকা হবে ???????????????? হাহাহাহাহা

Level New

ভাই বাংলাদেশ বিক্রি করলে এত টাকা হবে ???????????????? হাহাহাহাহা
http://oveislam.blogspot.com/

ভুয়া সেট।আমি ব্যবহার করে ফালাইয়া দিসি! 🙁

    ভাই ফালাইছেন কেন আমারে দিয়া দিতেন ঔডা বেইচা বাংলাদেশের উন্নয়নে লাগাইতাম, তাতে তো কিছুটা হলে দেশের কাজে লাগত

    Level New

    শুধু কিছু হইলে ও না…. bdt==usd হইত….. হাহাহাহাহাহা!!!!!!!!!!!

আমি কিনবো! তবে হিরা ছাড়া! 😉 কিছুদিনের মাঝেই একটা আইফোন কিনছি

Level New

খুব একটা বেশি না, যারা পাউন্ডে আয় করে তাদের জন্য।,এদের যে কত টাকা তা আমরা ভাবতেও পারবোনা।

আর আপনার পাউন্ড, ডলার = কত টাকা এই তথ্যে ভুল আছে।
বর্তমানে ১পাউন্ড =১,১২টাকা। ১ডলার= ৭১ টাকা।
আর ১পাউন্ড = ১.৫৬ ডলার।

    ভাই কম দেওয়াতেই হইছে পঞ্চান্ন কোটি পয়ষট্টি লক্ষ টাকা, আর আপনার হিসাবে দিলে তো দাম আরো বেরে যাবে !!!!!!!!!

মাত্র পঞ্চান্ন কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা! আমি এখনই যোগাযোগ করতাছি কেনার লাইগা 😉

    ভাইজন একবার ভেবে দেখেন,
    এত টাকা (এমাউন্ট বড় তো তাই লিখলাম না) দিয়া মোবাইল ফোন কিনবেন কি জন্য ?
    হয়তো কথা বলার জন্য …
    নয়তো ইন্টারনেট ইউজ এর জন্য….
    কারণ ফ্যাশন হিসেবে মোবাইল এখন বাতিল মাল ।

    যাই হউক, যে কারনে কিনেন আমার জেনে কাজ নাই । শুধু আপনার একজন শুভাকাংক্ষি হিসাবে আপনার জন্য আমার পরামর্শ , যেহেতু ভাই এখনো বাংলাদেশে থাকেন, সো এই মোবাইল কিনবার আগে লাইফ ইন্সুর‍্যান্সটা করতে ভুলবেন না । কারন আমি লন্ডন এর অনেক কোটিপতি বৃটিশকে দেখেছি এ ধরনের কাজের আগে ইন্সুর‍্যান্স করে নেয় যেখানে সরকার মানুষের নিরাপত্তা নিয়া প্রত্যক্ষ ভাবেতেছে সেখানে এত চিন্তা ভাবনা আর আপনি তো বাংলাদেশে । আমার তো মনে হয় শেখ হাসিনা বা খালেদা কেউ আপনাকে নিয়ে ১ সেকেন্ড ভাবে নাই এবং ভাববে না , আপনি যদি মারা যান তবু ও না ।

    তো ভাই কিছু মনে করবেন না , অনেক কথা বললাম, যদিও আপনাকে বলার কোন দরকার ছিল না , কারন টেকটিউনস এর সবাই জানে কেন তা আপনাকে বলা নিষ্প্রয়োজন ।

    ভাই কিনা ফালান……………………………………

    আর ইমরান ভাই কে ধন্যবাদ বিশ্লেশন মুলক মন্তব্য করার জন্য…………

Level 0

বাজারের যে হাল, পঞ্চান্ন কোটি পয়ষট্টি লক্ষ টাকা লইয়া বাহারে গেলে বেগ ভরবেতো 😉

ফালতু সেট!!!!

    ভাই আপনার নাম টাও সুন্দর, আপনার চিন্তাও সুন্দর, একদম সত্যি কথা…

চায়না ভার্শন যেদিন বের হবে সেদিন কিনবো। চায়নাটার দাম বেশি হলে বায়ান্নশ হবে। 😛 😛 😉

vai amar ato dami phone dorkar nai .

খুব লোভ লাগছে ………………………. দেখি কিনতে পারি কি না ….

সাইফুর ভাই এই মোবাইলটা যদি আপনার হতো তাহলে আপনার প্রথম পরিকল্পনাটা কি হতো?

    ভাই আমি তো এটা কিনতাম না, আর যদি কেউ দিত তবে সেটা বিক্রি করে ১টা এতিম খানা, ১টা বৃদ্ধাশ্রম, ১টা মসজিদ, আর বাকি টাকা দিয়ে এমন একটা কম্র ক্ষেত্র তৈরি করতাম যেখানে কমপক্ষে ৫০০ পরিবার রেগুলার ইনকাম করতে পারে, আর তার পর টাকা থাকলে সেটা নিজের জন্য খরচ করতাম

Level 0

আমার নোকিয়া ২৬৯০ ও এর থেকে ভালো
এটা কিনলে এটলিস্ট টাচ করার সাহস পামু না

আরে এই মোবাইলটাতো আমার দুই পকেটে দুইটা থাকে ভাবছি আরেকটা কিনাবো