জেনেনিন কী থাকছে সনি এক্সপেরিয়া জেড ফোরে!!!

সনির নতুন সেট নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ থাকে সব সময়। তাই প্রযুক্তিবিষয়ক গণমাধ্যমগুলোও সুযোগ খোঁজে সবার আগে নতুন হ্যান্ডসেটের খবর জানানোর। ব্যতিক্রম ঘটেনি জাপানি নির্মাতা সনির আকাঙ্ক্ষিত ফোন এক্সপেরিয়া জেড ফোরের ক্ষেত্রেও।

ফাঁস হয়ে গেছে এর সম্ভাব্য বৈশিষ্ট্যগুলো। তবে বরাবরের মতোই এ ব্যাপারে সনির পক্ষ  থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

জিএফএক্স বেঞ্চের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জেড ফোর মডেলে থাকছে ৫.১ ইঞ্চির ১০৮০ x ১৯২০ পিক্সেলের ফুল এইচডি ডিসপ্লে, রয়েছে ফ্রন্ট স্পিকার।

এক্সপেরিয়া জেডntvdbd ফোর সম্পর্কে এমনও ধারণা করা হচ্ছে যে,  এটি হতে যাচ্ছে সনির প্রথম অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ চিপসেটের প্রসেসরে চালিত হ্যান্ডসেট। বলা হচ্ছে, সেটটিতে রয়েছে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। ২০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

সেটটি চলবে ৫.০.২ ললিপপ অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে। অন্যান্য অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে অ্যাকসেলোরোমিটার, ব্যারোমিটার সেন্সর, কম্পাস, জিরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর।

দেখতে অনেকটা সিরিজের আগের মডেল জেড থ্রি-এর মতোই হবে জেড ফোর। তবে আকারে একটু বড় হতে পারে সেটটি।স্মার্টফোন

 

*এই খবরটি এর আগে এনটিভি অনলাইন এ প্রকাশিত হয়েছে।

প্রযুক্তির আরও খবর জানতে চাইলে ভিজিট করতে পারেন: http://www.ntvbd.com/tech

Level 0

আমি তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস