মজার একটি সফ্‌টওয়্যার X Ray Scanner ডাউনলোড করুন আপনার মোবাইলের জন্য। (আপডেটেড)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে যেটা নিয়ে লিখতে বসেছি তা হল মোবাইল এক্স রে! শুনেই চমকে গেলেনতো??? অনেকে অবশ্য হয়ত অনেক আগেই এই সফ্‌টওয়্যার ব্যবহার করে মজা করেছেন, তবে এখনো যারা এটা ব্যবহার করেননি তাদের জন্যই এ টিউন। যাই হোক। ধরুন খুব বোর হয়ে আছেন ত মজা করার কোন সুযোগ খুজছিলেন তবে এই এ্যাপলিকেসনটি চালু করুন আর আপনার বন্ধু কে বা যাকে খুশি তাকে বোকা বানান। তাদের বলতে পারেন যে আমার মোবাইলে এক্স-রে করা যায়। বিশ্বাস না করলে হাত আমার মোবাইলের ক্যামেরার সামনে এনেই দেখ, তোর হাতের এক্স-রে হয়ে যাবে। আর আপনার বন্ধু এটি না জেনে থাকলে অবাক না হয়ে যাবে কোথায়। তাহলে ডাউনলোড করেই দেখুন কেমন মজা!

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

অথবা এখানে ক্লিক করুন।

আপনাদের সুবিধার্থে এই এ্যাপ্লিকেশনটি মিডিয়া ফায়ারে আপলোড করলাম। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (৪৪২.৩৯ কেবি. JAR file)

ভাল লাগলে অবশ্যই মন্তব্য করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা কি *.java নাকি *.sis????

এটা Java (.jar) তাই Java J2ME এবং Symbian হ্যান্ডসেটে ব্যবহার উপযোগী। ধন্যবাদ।

কিছু দিন আগে আমার E66 দিয়ে অনেক বার চেষ্টা করে ব্যর্খ হয়েছি ।

Level 0

ধন্যবাদ

ডাউনলোড করতে পারি নাই।

আসলে নেগেটিভ ইমেজ দেখায় আর কি হা হা

Level 0

কাজ হয় না.. nokia n78 a….

অনেক চেষ্টা করেও ডাউনলোড করতে পারলামনা তাছাড়া এটা মনে হয় ডেমো ভার্ষন।

নরমান নেগিটিভ ইমেজ না হলে ভালোই হবে 🙂 দেখি লোড করে। থেংক্স এখন দিবো না :p
ধন্যবাদ

ভাই আপনাদের সুবিধার্থে মিডিয়া ফায়ার লিঙ্ক যোগ করলাম। এটার রেজুলেশন ৩২০X২৪০ পিক্সেল্‌স। ধন্যবাদ।

নাম X-Ray Scanner কিন্তু তাই কি আর এক্সরে মেশিন এর মত কাম করে? আমার যে জায়গায় হাড় ভাঙ্গা সেই জায়গায়ও তো ঠিকই দেখায়!!

ভাই সফট অয়্যারটির সাথে একটি ডিভাইস লাগাতে হবে সেটে। ডিভাইস্টি না লাগালে আপনি অরিজিনাল এক্স-রে ভিউ পাবেন না! কিছু দিন আগে এ সম্বন্ধে একটি বইয়ে পড়েছিলাম।

ভাই এই সফ্‌টওয়্যারটি সম্পুর্ন মজা করার জন্য। এটি বাস্তবে X ray করতে পারেনা। তবে DJ Arif ভাই যা লিখেছেন তা সঠিক, যে কোন ক্যামেরার সাথে একটি নাইট ভিশন ডিভাইস লাগিয়ে নিলে সাধারন ক্যামেরাকে X Ray ক্যামেরা হিসেবে ব্যবহার করা যাবে। তবে এটি সাধারন নাগরিকদের কাছে বিক্রয় করা হয় না। এটা সম্পুর্ন সিকিউরিটির কাজে ব্যবহারের জন্য তৈরিকৃত।

Level 0

ঠিক ই বলসেন……এটা শুধু মজা করার জন্ন……আরেক্টা সফটওয়্যার পাইসিলাম জেতা অন করলেয় এক্সরায় ইমেজ দেখাত, fake…. উপরের সফটওয়্যার টি চেক করে দেখতে হবে……টেউন টির জন্য ধন্নবাদ।