
বর্তমানে স্মারটফোনের যুগ আর স্মার্টফোনের সবচেয়ে বর সুবিধা মাল্টিটাস্কিং যা আমাদের পুরনো নোকিয়া জাভা মোবাইলে করা যায় না। আথচ দেখা যায় যে অনেকেই বিভিন্ন স্মার্টফোনের সাথে তাদের পুরনো নোকিয়া মোবাইলটিও ব্যাবহার করছেন। তো আমি আজকে দেখাব কিভাবে আপনার পুরনো নোকিয়া জাভা মোবাইলেও মাল্টিটাস্কিং এনাবল করবেন। তো চলুন শুরুকরা যাকঃ 😀
যাযা লাগবেঃ
সফটওয়্যার গুলো না থাকলে উপরের লিঙ্ক থেকে নামিয়ে নিন
এবার পিসিতে Nokia Best BB5 Easy Service Tool সফটওয়্যার ইন্সটল করুন এবং আপনার নোকিয়া মোবাইলটি পিসি সুইট মুডে ক্যাবল দিয়ে কানেক্ট করুন
ঠিকমত কানেক্ট হলে Nokia Best BB5 Easy Service Tool এর লগ উইন্ডোতে Series 40 Device Detected লেখা উঠবে।
এবার Nokia Best BB5 Easy Service Tool এর Service Tool ট্যাবএর নিচে ডান পাশে Product Profile নামে এক্তা অপশন পাবেন জেতার নিচে Read অ্যান্ড Write নামে দুটি বাটন আছে।
Read বাটনে ক্লিক করুন (আপনার মোবাইল Test Mod এ ওপেন হবে এবং Nokia Best BB5 Easy Service Tool আপনাকে একটি .PP* ফাইল সেভ করতে বলবে। ফাইলটি ডেক্সটপে সেভ করুন)
এবার .PP* ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করুন। (ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করতে drag n drop করতে পারেন অথবা open with notepad দিতে পারেন)
Important Step
.PP* ফাইলটি এডিট করতে একটি জিনিষ খেয়াল করতে হবে যে আপনার মবাইল S40 v6 নাকি S40 v5 যদি V6 হয় তাহলে .PP* ফাইলে 48 1 এইরকম এক্টা লাইন খুজে পাবেন সেটাকে 48 2 করেদিন এবং সেভ করুন। এবার আপনার মোবাইল যদি S40 V5 হয়? তাহলে 48 1 এর যায়গায় 28 1 পাবেন। সেটাকে 28 2 করেদিতে হবে।
কি সব কিছু মাথার উপর দিয়ে গেল। তাহলে সহজ করে বলি, .PP* ফাইল ওপেন করলে যদি 48 1 এই লাইনটি পান তাহলে এটাকে পরিবর্তন করে 48 2 করেদিন আর যদি 28 1 থাকে তাহলে 28 2 করেদিতে হবে। আর ভয় পাবার কিছু নেই কারন যদি 48 1 থাকে তাহলে ২৮ ১ থাকবেনা আবাব্র ২৮ ১ থাকলে ৪৮ ১ থাকবেনা। এবার .PP* ফাইলটি সেভ করুন এবং আবার Nokia Best BB5 Easy Service Tool এর Service Tool ওপেন করুন এবার Write বাটনে ক্লিক করুন এবং Nokia Best BB5 Easy Service Tool এর Service Tool কে আপনার এডিট করা .pp* ফাইলটি দেখিয়ে দিন এবং ওয়েট করুন। Writing done হয়েগেলে Phone Mode Normal Select করে Set To বাটনে ক্লিক করুন এয়ার আপনার মোবাইল রিবুট হবে। ব্যাস মোবাইল অ্যাপ মিনিমাইয করার জন্নে প্রস্তুত।
এখন প্রশ্ন করতে পারেন আপনি Sure হবেন কিভাবে যে আপনার মোবাইল হ্যাক হয়ে গেছে?
উপরের কাজগুলো ঠিক মত করতে পারলে প্রতিবার মোবাইল অন করার সময় Test in RNDIS USB mode? লেখা উঠবে যদি না উঠে তাহলে উপরের ধাপ গুল ভালমত অনুসরন করুন। (Test in RNDIS USB mode? লেখা উঠলে সবসময় No চাপতে হবে। আপনি যদি ভুলে Yes দিয়ে ফেলেন তাহলে আপনার মোবাইলের USB port কাজ করবেনা। ভয় পাবেন্না মোবাইলটি অফ করে আবার অন করুন এবং এবার Test in RNDIS USB mode? এর সময় নো চাপুন ব্যাস আপনার USB port আবার করবে।)
মোবাইলের কাজ শেষ এবার যে অ্যাপটি মিনিমাইয করবেন সেতিকে এক্তু এডিট করতে হবে।
যে অ্যাপটি মিনিমায করতে চান সেটিকে Winrar দিয়ে ওপেন করুন। অপেন হয়েগেলে সেখানে META-INF নামে একটি ফোল্ডার পাবেন, ফোল্ডারটি ওপেন করুন, এবার সেখানে MANIFEST.MF নামের একটি ফাইল পাবেন সেটিতে ডাবল ক্লিক করে নোটপ্যাড দিয়ে ওপেন করুন। ওপেন হয়েগেলে সেখানে অনেক গুল লাইন দেখতে পাবেন আপনি একদম শেষে Nokia-MIDlet-no-exit: True এই লেখাটি add করেদিন। এবার কীবোর্ডের Ctrl+S চেপে ফাইল টি সেভ করুন এবং নোটপ্যাড Close করুন। এবার Winrar থেকে একটি ম্যেসেজ আসবে File "MANIFEST.MF" was modified do you wish to update it in the archive? এবার yes চাপুন। ব্যাস কজ শেষ এডিট করা অ্যাপটি মোবাইলে ইন্সটল করুন, অ্যাপটি ওপেন করুন এখন মোবাইলের Call End বাটন চাপুন র মজা দেখুন। অ্যাপটি আবার resume করতে অ্যাপটিতে কিল্ক করুন।
আপনাদের বুঝার সুবিধার্থে নিচে ভিডিও টুউটরিয়াল দেয়া হল
আমার আগের টিউন পৃথিবীর সবথেকে দ্রুত গতিতে এবং সহজ উপায়ে নোকিয়া মোবাইল ফ্ল্যাশ করুন
আমি মোঃ নাঈমুর রহমান নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।