যে ১০টি কারণে আইফোনের চেয়ে অ্যানড্রয়েড সেরা

সাম্প্রতিক সময়ে অ্যাপলের মুনাফার হার ৩০ শতাংশ বেড়েছে। গত বছর বিশ্বজুড়ে বিক্রি হয়েছে সাড়ে সাত কোটি আইফোন। স্মার্টফোনের বাজারে অন্যতম প্রতিদ্বন্দ্বী স্যামসাংকে বেশ পেছনে ফেলে দিয়েছে তারা। কিন্তু তারপরও আইওএস এর চেয়ে অ্যানড্রয়েড অপারেটিংয়ে চালিত স্মার্টফোনকেও এগিয়ে রাখছেন ব্যবহারকারীরা। সেটা কেন? তার ১০টি কারণ জানিয়েছে ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইট ক্যারিয়ার এডিক্টডটকম।

ntvbd১. আইফোনে আপনি আলাদা স্টোরেজ সুবিধা পাবেন না। কিন্তু বেশির ভাগ স্মার্টফোনেই ইন্টার্নাল মেমোরির পাশপাশি আলাদাভাবে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে।

২. অ্যানড্রয়েড ফোনের ব্যাটারি নষ্ট হয়ে গেলে তা পাল্টে নিতে পারবেন কিন্তু আইফোনের ব্যাটারি পাল্টাতে পারবেন না।

৩. এইচটিসি ওয়ান, এলজি জিথ্রি ও গ্যালাক্সি এস ফাইভের মতো অ্যানড্রয়েড অপারেটিংয়ে চালিত হ্যান্ডসেটগুলোতে ইনফ্রারেড প্রযুক্তি থাকায় হ্যান্ডসেটগুলোকে প্রয়োজনে রিমোট হিসেবে ব্যবহার করার সুবিধা পাবেন, এই সুযোগ আইফোনে পাবেন না।

৪.  অ্যানড্রয়েড ফোনটি আপনি কম্পিউটারের সাথে যুক্ত করে ফোন থেকে গান, ছবি ট্রান্সফার করতে পারবেন, কিন্তু আইফোনে সেটা পারবেন না।

৫. অ্যানড্রয়েড ফোনে আপনি যেকোন ফরম্যাটের গান শুনতে পারবেন, কিন্তু আইওস এইট ভার্সনে শুধু আইটিউন্স থেকে নেওয়া গানই শুনতে পারবেন।

৬. যেকোন মাইক্রো ইউএসবি ক্যাবল দিয়ে অ্যানড্রয়েড ফোনে চার্জ দিতে পারবেন কিন্তু আইফোনে চার্জ দিতে হলে দরকার পড়বে অ্যাপল ক্যাবল।

৭. অ্যানড্রয়েড ট্যাবলেটটি আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন, কারণ অ্যানড্রয়েডে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনি, কিন্তু আইপ্যাডে সেটা পারবেন না।

৮. আইফোনে নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে ফোনকে সুরক্ষিত রাখা হয়। কিন্তু অ্যানড্রয়েড ফোনগুলোতে আপনি অন্য আরো অপশন পাবেন যেমন, স্লাইড লক, প্যাটার্ন লক।

৯. আইফোনে আপনার সব অ্যাপ্লিকেশনই হোম স্ক্রিনে রাখার বাধ্যবাধকতা থাকে, অ্যানড্রয়েডে সে রকম কিছু নেই।

১০. অ্যানড্রয়েড ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের অ্যাপ থেকে নিজেদের সুবিধামতো অ্যাপ খুঁজে নিতে পারেন। যেমন এলজি অ্যানড্রয়েড ফোনগুলোতে আলাদা ইউন্ডোর মাধ্যমে একইসাথে কয়েকটি অ্যাপ্লিকেশন চালানোর সুযোগ আছে। আইফোনে সেই সুবিধা নেই।​

*এই খবরটি এর আগে এনটিভি অনলাইন এ প্রকাশিত হয়েছে।

প্রযুক্তির আরও আপডেট খবর জানতে ভিজিট করতে পারেন: http://www.ntvbd.com/tech

Level 0

আমি তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনার টিউনটি করার জন্য ধন্যবাদ।
2. নাম্বারে আপনি যেটা বলেছেন সেটা সত্যি নহে। আইফোনের ব্যাটারি চ্যাঞ্জ করা যায়। হয়তো দাম একটু বেশী।
4. আইফোন ও কম্পিউটারের সাথে সংযুক্ত করে গান, ছবি, যে কোন সুবিধা পাওয়া যায়।
5. আইফোনেও যে কোন ফরম্যাট এ গান শুনতে পারবেন। শুধু মাত্র ভিডিও প্লেয়ার নামাতে হবে। তাহলে হবে।
6. কোন এক সময় সব মোবাইলের চার্জার এক রকম ছিলো না। এখন হয়তো বা হয়েছে। আইফোনের ও হবে।
7. আগে আইফোন কারো সাথে শেয়ার করতে পারতো না। কিন্তু এখন আইফোনের সাথে এন্ড্রোয়ের ফোন ও শেয়ার করা যায় সফটওয়্যার এর মাধ্যমে।
8. আইফোনের সিকিউরিটি হচ্ছে সবচেয়ে উন্নত। একারনে আইফোন হারানো গেলেও কর্তৃপক্ষের কষ্টটা একটু কম লাগে। কিন্তু অন্য ফোন হারানো গেলে কর্তৃপক্ষের কষ্টটা একটু বেশি লাগে।
আপনার 10টি কারনের মধ্যে এ কয়েকটি কারণ এর ভিন্নতা আমি পেয়েছি। তাই সেগুলো উল্লেখ করলাম মাত্র। ধন্যবাদ টিউন করার জন্য।

এইকারনেই এন্ড্রয়েড বেশি পছন্দ করি।

Level 0

ব্যাপারটা আঙ্গুর ফল টক এর মত মনে হল। Tuhin ভাই বলেছেন তাই আর বললাম না

Level 0

ANDROID = QUANTITY, APPLE = QUALITY

Level 0

ধুর এসব কোন যোক্তিক কারন হল?

আইফোন এর দাম তুলনামূলক বেশি হলেও এন্ড্রয়েড ফোন গুলো এখন আর পিছিয়ে নেই। এন্ড্রয়েড সেট গুলোর এপস্‌ এর অভাব নেই এবং সল্প বাজেটের হওয়ার কারনে অবশ্যই কোয়ান্টিটি বেশি কিন্তু কোয়ালিটি খারাপ বলার কোন কারনও নেই। অপরদিকে আইফোন এখনো শুধুমাত্র সৌখিন লোকেরা ব্যবহার করে। আমি এখনো আইফোন এর এমন ব্যবহারকারী খুব বেশি পাইনি যারা কল বা মেসেজ ব্যাবহার করা ছাড়া অন্যান্য এপস্‌ ব্যাবহার করে। অথচ তাদের হাতে দেখা যায় ৩০,০০০+ বাজেটের আইফোন ব্যবহার করে। অপরদিকে মাত্র ৫,০০০+ টাকায় ভাল মানের এন্ড্রয়েড সেট পাওয়া যায় যাতে আমাদের দেশের প্রায় সকল শ্রেনীর লোকজন সকল ধরনের ফি এপস ব্যাবহার করে তথ্য প্রযুক্তির সুবিধা নিতে পারে। আমি পুজিবাদী সমর্থন করিনা। একারনে আমি ফ্রি এপস এর জন্য গুগুল’কে এবং কমমূল্যে প্রযুক্তি তৈরির জন্য চীন’কে ধন্যবাদ জানাই।

“অ্যানড্রয়েড ফোনে আপনি যেকোন ফরম্যাটের গান শুনতে পারবেন, কিন্তু আইওস এইট ভার্সনে শুধু আইটিউন্স থেকে নেওয়া গানই শুনতে পারবেন। “- এবাপারে একমত হতে পারলাম না ।

Apple=Jail, Android=Open world..

Level 2

আমি যদি বলি এন্ড্রয়েড সাধারণ ইউজারের ফোন, এটা চালাতে বেশী জানার প্রয়োজন নেই। কিন্তু আইফোন এডভান্সড ইউজারের ফোন, এটা চালাতে গেলে, জানা পাবলিকের ও আরো জেনে ইউজ করতে হবে। (হ্যাঁ স্যামচাং কে একটা সাধুবাদ দিতেই চাইব, তাদের ব্যবসায়িক পলিসির কারনে আজ এন্ড্রয়েড চালিত স্মার্ট ফোন গুলো রিক্সাওয়ালা দিনমুজুর হতে শুরু করে উচ্চ বিত্ত দের হাতে এটা পৌছেছে, তারা ও এখন Share it এ ফাইল বিনিময় করেন)
যে, যা-ই বলেন ভাই, আমি এপর্যন্ত সিম্বিয়ান, এন্ড্রয়েড, লুমিয়া, ট্যাব (এন্ড্রয়েড), এ সকল কিছুই ইউজ করলাম, এখন শেষ পর্যন্ত আইফোন ই ভরসা, কারন যেখানে সব কিছু শেষ হবে, সেখান থেকেই আপনি যদি আইফোন ইউজ করেন ক’দিন বাদেই বলবেন, যাহ্ আইফোনই জব্বর মজা !!! কী নেই , না বলে বলবে কী ইউজ না করে মজা নেই এটাতে…. হমমমমমমমম আ, না বলে বলবেন ইয়ায়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়য়া হহহহহহহহহহহহহহহহু!!

**তুহিন 2020 এর মত আমিও বলবো, ঐ পয়েন্ট গুলো তুহিন ভাইয়ের সাথে আমি ও একমত, তবে তানভীর ভাই আইফোন সম্বন্ধে ভাল করে না জেনেই যেন লিখেছেন তাই মনে হচ্ছে। আমি তুলনা করতে যাব না, কারন আপনি যা-ই ইউজ করেন না কেন, আপনি ভাল ইউজার কিনা সেটাই বড় কথা, আমি অনেকের হাতে অনেক দামী দামী স্মার্ট ফোন ইউজ করতে দেখেছি, শুধু কল করার জন্য ইউজ করে তারা !! সব শেষে একটা কথা কেন জানি প্রচলিত কথা টা মনে পড়ছে, “হাতি মরলেও লাখ টাকা!”

–(কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয়, আমি/আমার পরিবারে এন্ড্রয়েড ইউজার যেমন রয়েছে, আইওএস ইউজার ও আছে, তাই সকলকে যার যার হ্যান্ডসেট নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দিতে চাই)

    @Khan: ভাই হাতি পালা সবা কাজ না, আমরা গরিব তাই ছাগল পুষে খুশি কারন ছাগল বছরে কম করে হলেও তিন টি বাচ্চা দেয়। আপনার মতামতের জন্য ধন্যবাদ।

@Turjo ভাইয়া আপনএ ধরনের মন্তব্য করাটা উচিত হয় নি । আঙ্গুর টক বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন তা সবাই বুঝতে পেরেছে । আপনাদের মত আইফোন ব্যবহারকারীদের কাছে অ্যনড্রয়েড বলতেই Walton Symphony কেই মনে পড়ে । অথচ Samsung GS6, Note 4, HTC M8, M9, LG G Series, Sony Z3 ইত্যাদি দামী ssmartphone যে Android চালিত সেটা কি মনে আছে?

@Khan ভাইয়া কথাটা ঠিক উল্টো হয়ে গেল না? iPhone নাকি Android কোনটা অ্যডভান্সড ইউজারদের জন্য এটা জানার জন্য একটু কষ্ট করে Google Search করেন।

যে যাই বলুক আমার কাছে এপেল সেরা

আমার কাছে উন্ডোজই সেরা windows is the best