মাইক্রোসফট নিয়ে এলো সস্তা ইন্টারনেট ফোন

সবচেয়ে সস্তা ইন্টারনেট সংযোগসহ ফোন বাজারে এনেছে মাইক্রোসফট। কানাডীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ডাটাউইন্ড’ কয়েক সপ্তাহ আগে ঘোষণা দিয়েছিল ৩০০০ রুপির নিচে থ্রিজি স্মার্টফোন ছাড়া হবে বাজারে। আর মাইক্রোসফট ভারতের বাজারে ছেড়েছে ডুয়েল সিম সুবিধার নোকিয়া ২১৫ হ্যান্ডসেট। এটিকে বলা হচ্ছে ইন্টারনেট রেডি ফোন। এর দাম ধরা হয়েছে মাত্র ২১৪৯ রুপি।

এই ফোনটিতে থাকছে প্রি ইনস্টলড ফেসবুক এবং ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন এবং ইনস্ট্যান্ট নোটিফিকেশন অপশনও। এটিই প্রথম সেট যা ভারতীয় ব্যবহারকারীদের স্থানীয় ৯টি

ntvbd technlogy

ভাষায় ফেসবুক ব্যবহারের সুযোগ করে দেবে।

এতে রয়েছে ২৪০x৩২০ পিক্সেল রেজ্যুলেশনের ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, রয়েছে মাইক্রো ইউএসবি, ৩.৫ মিলিমিটার এভি কানেক্টর এবং ৩.০ ব্লুটুথ কানেক্টিভিটি। ১১০০ এমএইচ ব্যাটারি যেটা দেবে ২০ ঘন্টা পর্যন্ত টকটাইম এবং সিঙ্গেল সিম ব্যবহারে ২৯ দিন এবং ডুয়েল সিম ব্যবহারে ২১ দিন চার্জ থাকবে।

ফোনটি চলবে নোকিয়া সিরিজের থার্টি প্লাস অপারেটিং সিস্টেমে। ৭৮.৭ গ্রাম ওজনের ফোনটিতে ৩২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। এতে আরও রয়েছে রিয়ার ভিজিএ ক্যামেরা, তবে কোনো ফ্রন্ট ক্যামেরা নেই।

*এই খবরটি এর আগে এনটিভি অনলাইন এ প্রকাশিত হয়েছে।

প্রযুক্তির আরও আপডেট খবর জানতে ভিজিট করতে পারেন: http://www.ntvbd.com/tech

Level 0

আমি তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক আগেই জানি, ২৯৯০ টাকা মাত্র

সেরেছে! জাভা মোবাইলে আপনি ৩জি নিয়ে ঠিক করবেনটা কি?

Audio Recording ase ?

বুঝতে পেরেছি । মাইক্রসফট ও বিক্রি হবার সময় এসেছে ।