স্কাইপ নিয়ে একটা সামান্য পোস্ট।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আজ আমি টিউন করতে এসেছি বহুল ব্যবহৃত ও জনপ্রিয় মেসেঞ্জার + অডিও ভিডিও চ্যাট সফ্‌টওয়্যার স্কাইপ নিয়ে। স্কাইপ এর নাম শোনেননি এমন ওয়েব সার্ফার আছে বলে আমার মনে হয় না। এই সফ্‌টওয়্যারটির শব্দ অন্যান্য এজাতীয় সফ্‌টওয়্যারের তুলনায় অনেক ভালো। এটা দিয়ে কম খরচে ফোন বা মোবাইলেও কথা বলা যায় খুব সহজে।  প্রক্রিয়াটা লেখার কোন প্রয়োজন মনে করছিনা। আসলে আমি মোবাইলে ব্যাবহার যোগ্য স্কাইপ কে প্রাধান্য দিয়েই এই টিউনটি করছি। আপনি ইচ্ছা করলেই আপনার স্মার্ট ফোনটি দিয়ে খুব সহজেই আপনার প্রবাসী বন্ধু কিংবা আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে পারবেন শুধু মাত্র ইন্টারনেটের ব্যান্ডঊথ ব্যাবহার করে। আর আপনার যদি আনলিমিটেড সংযোগ থাকে তবেতো কথাই নাই। যাই হোক যদি আপনি এই সফ্‌টওয়্যারটি ব্যাবহার করতে চান তবে প্রথমেই নিচের ছবি থেকে দেখে নিন আপনার হ্যান্ডসেটটি স্কাইপি মোবাইল ব্যাবহারের উপযোগী কিনা? উল্লেখ্য এটি আইফোনে ও পি এস পি -তেও কাজ করে।

স্কাইপি সাপোর্টেড হ্যান্ডসেট স্মূহ

যদি উপযোগী হয় তবে এখান থেকে ডাউনলোড করুন।

আর পিসি-র জন্য এখান থেকে ডাউনলোড করুন।

আর আপনার মোবাইলটি যদি লিস্টে না থাকে তবে তো নিমবাজ আছেই!

মোবাইলের জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (এর সাহায্যে Windows Live Messenger (MSN), Yahoo, ICQ, AIM, Google Talk, Facebook, MySpace, Gadu-Gadu, Hyves ইত্যাদি ব্যাবহার করতে পারবেন) [জাভা-যুক্ত মোবাইল ব্যাবহারকারীরা শুধু চ্যাট করতে এবং ভয়েস ম্যাসেজ পাঠাতে পারবেন]

পিসির জন্য ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।(১৪.৩৪ মেবা.।)

ভাল লাগলে অবশ্যই মন্তব্য করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।

Level 2

আমি রহস্যময় অভিযাত্রী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 74 টি টিউন ও 451 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নিমবাজ-এ টেক্সট চ্যাট করেছি, আমার নোকিয়া ৩১১০সি এ ভয়েস কল সাপোর্ট করেনা 🙁

আর উচ্চারণটা স্কাইপ, স্কাইপি না।
পোস্টের জন্য ধন্যবাদ।

সূত্রঃ http://en.wikipedia.org/wiki/Skype
Skype (pronounced /ˈskaɪp/)

ভাই শিক্ষনিয় কিছু পাইলাম না। যা লেখলেন তা জানা ছিল।
ব্যবহার বিধি নিয়ে কিছু লেখতে পারতেন।

এইগুলিতে মোবাইল টূ মোবাইলে কথা বললে টাকা কি রকম কাটে।

একটা কথা বলেন নাই। তা হল আইফোনেও স্কাইপ কাজ করে

ব্যবহার বিধি নিয়ে কিছু লিখলে ভাল হত আশা করি লিখবেন ধন্যবাদ

সব কমেন্টেটরকেই ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 0

সঠিক উচ্চারন হল স্কাইপ। নিচে স্কাইপ এর অফিসিয়াল বক্তব্য দেয়া আছে।

http://forum.skype.com/index.php?showtopic=6651

Level 0

thanks for present a good tune…:)

ধন্যবাদ টিউনের জন্য।

Level 0

nimbuzz ew skype account chalu kora jay…and voice call ow kora jay (but quality karap)

Level 0

ধন্যবাদ, ভালো টিউন…

দারুন, নতুনদের জন্য খুবই উপকারী। পরে ব্যবহার বিধি বিস্তারিত জানাবেন।
অনেক ধন্যবাদ

Level 0

sony ericsson k800i te ki skype use kore video call kora jai na???

    দুঃখিত এই হ্যান্ডসেট থেকে এটা সম্ভব নয়। আপনার ফোনটি যদি সিম্বিয়ান ওএস এর হয় তবে fring ব্যাবহার করে দেখতে পারেন। ফ্রীং ভিডিও কল সাপোর্ট করে। এখান থেকে http://www.fring.com.