মোবাইল ফোনে ব্যবহার করুন ২০০ জিবির এসডি কার্ড!!

দিন দিন মানুষের তথ্য-যোগাযোগ এবং বিনোদনেরsandisk memorycard চাহিদা বেড়েই চলছে, ৩২ জিবি মাইক্রো এসডি কার্ডও এখন ব্যবহারকারীদের প্রত্যাশা ঠিকমতো মেটাতে পারছে না। যার ফলে চাপ পড়ছে মোবাইলের ওপর। মোবাইল ফোনের ওপর নির্ভরশীলতা বাড়তে থাকায় মেমোরি কার্ড নির্মাতা প্রতিষ্ঠান স্যানডিস্ক নিয়ে এসেছে ২০০ জিবি ধারণক্ষমতাসম্পন্ন মাইক্রো এসডি কার্ড। এই কার্ডের আকৃতি অনেক ছোট প্রায় মানুষের নখের সমান!

২ মার্চ-২০১৫ থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, আর সেখানেই এই মেমোরি কার্ড প্রদর্শন করেছে স্যানডিস্ক। এটাই পৃথিবীর প্রথম ২০০ জিবি মেমোরি কার্ড। এই স্যানডিস্কই মাত্র এক বছর আগে প্রথম ১২৮ জিবি ক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড বাজারে ছেড়ে হৈচৈ ফেলে দিয়েছিল। এবার তার থেকে ৫৬ শতাংশ বেশি ধারণক্ষমতার কার্ড বাজারে ছাড়ল প্রতিষ্ঠানটি।

পৃথিবীর সর্বোচ্চ ধারণক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড হিসেবে এখন পর্যন্ত ২০০ জিবি কার্ডটিই সেরা, যাতে টানা ২০ ঘণ্টার এইচডি ভিডিও (১০৮০ পিক্সেল) রেকর্ড করা যাবে। এক হাজার ২০০ ছবি কপি করতে সময় লাগবে মাত্র এক মিনিট। কার্ডটির মাধ্যমে প্রতি সেকেন্ডে ৯০ মেগাবাইট গতিতে ফাইল ট্রান্সফার করা যাবে। স্যানডিস্ক এ কার্ডের দাম ধরেছেন ৪০০ ডলার।

বিজ্ঞান ও প্রযুক্তির সর্ব শেষ খবর জানতে ক্লিক করুন: http://www.ntvbd.com/tech

Level 0

আমি তানভীর আহম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই। দারুণ খবর!!!

ভাই এই দামে একটা পিসি কিনতে পারব, সাথে ৫০০জিবি হার্ডিস্ক ও হবে 😉

এই ৪০০$ এ কয় টেরা হার্ডডিস্ক কিনতে পারব সেইটা ভাবতাছি….তবে ইনফো দেয়ার জন্য ধন্যবাদ

এই টাকায়তো ভাই কোর i 5 এর ল্যাপটপ কেনা যাবে

আমার এই মেমোরীর দরকার নাই। যেদিন বাংলাদেশী ৪০০ টাকায় হবে সেদিন নিবো

আমারও দরকার নাই!

সর্বনিম্ন 5 বছরের গ্যারান্টি থাকলে হয়ত পাবলিক কিনতে পারে।

দরকার নাই

শিরোনাম দেখে মনে করেছিলাম ২০০ জিবি ব্যবহার করার কোন ট্রিকস দিবেন। শিরোনামটা এরকম হওয়া উচিত ছিল “স্যানডিস্ক বাজারে নিয়ে এল ২০০ জিবির মেমরি কার্ড”

১ টেরা পোর্টেবল হার্ডডিস্কের দাম ৫০০০-৭০০০ টাকার মধ্যে। সে হিসেবে ২০০ জিবির দাম ৪০০ ডলার! ঠু মাচ।

ami Sandisk er 64gb use korche

Level 0

500 gb mmc card o ase apni google a search den