ফোন এ কাস্টম রিকভারি ইন্সটল করবেনআপনার মিডিয়াটেক চিপসেটের ফোনে (CWM)

রিকভারি ? এইডা আবার কি? রিকভারি হচ্ছে একটি অপশন যা আপনাকে ম্যানুয়ালি ফাইল ফ্লাশ করতে,ডাটা ওয়াইপ,ডাটা ব্যাকাপ ও রিস্টোর করতে সাহায্য করে !

ফোন রুট করার পর প্রথম কাজ হচ্ছে স্টক রম ব্যাকাপ রাখা ! সেটা করতে হলে কাস্টম রিকভারি লাগবেই! তো এই কাস্টম রিকভারি কিতা? নাম দেখেই বুঝতে পারছেন এইটা একটা কাস্টমাইজড রিকভারি! আপনার ফোন এ যে রিকভারি থাকে তাতে অল্প অপশন থাকায় কাস্টম রিকভারির প্রয়োজন হয়।

জনপ্রিয় দুটি রিকভারি হচ্ছে cwm (clockworkmod) ও twrp (team win recovery project)। এর মধ্যে cwm এ পাওয়ার বাটন ও ভলিউম বাটন দিয়ে কাজ করতে হয় সেখানে twrp তে টাচ করেই কাজ করা যায়!

আজ আমরা cwm রিকভারি ইন্সটল দেয়া শিখব -

প্রথমে google মামারে একটু গুতা দেন ! লেখেন "CWM Recovery.img for 'ur phone model'"। যেমন cwm recovery.img for maximus ix। ফাইলটি ডাউনলোড করে Sd কার্ড এ রাখুন। কোনো ফোল্ডারে না,
ডিরেক্ট sd card এ। ফাইলটি গুগল এ সহজে না পেলে আপনার ফোন সংক্রান্ত গ্রুপে খুঁজে দেখুন।

এবার mobile uncle mtk tools নামক এপ টি ডাউনলোড করেন। ইন্সটল করে ওপেন করুন। রুট পারমিশন চাইলে দিন। Recovery Update এ ক্লিক করুন। sd card এ রাখা রিকভারি ফাইল টা দেখালে তাতে ক্লিক করে ওকে দিন। রিস্টার্ট চাইলে দিন। রিস্টার্ট্ হয়ে আপনাকে রিকভারি মেনুতে নিয়ে যাবে। বাস হয়ে গেল! ওখান থেকে আপনি রম ব্যাকাপ/ রিস্টোর,কাস্টম রম ফ্লাশ করতে পারবেন!! পরবর্তিতে রিকভারি মেনুতে যেতে চাইলে volume up+power অথবা volume down+power চেপে ধরে রেখে যান। বিভিন্ন ফোন এ এই পদ্ধতি বিভিন্ন রকম। আপনার ফোনেরটি জানতে google করেন

কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই জানাবেন। শিগ্রই স্টক রম ব্যাকাপ রাখা নিয়ে পোস্ট করা হবে। খোলা মনে এ সংক্রান্ত প্রশ্ন করুন।

ধন্যবাদ Have A Happy Root Experience

সময় পেলে আমার সাইট টা ঘুরে আসবেন. Myapkbd.Com

আমি এনড্রোয়েড বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম।আমি Rj Sohel আমি নতুন টিউনার হয়েছি।আমার বাড়ি পার্বত্য চট্রগ্রামের রাংামাটি জেলার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমি আমার maximus ix এর জন্য cwm recovery.img পাই না । দয়া করে যদি ডাউনলোড লিঙ্ক দিতেন। আমার ix এর কোন custom rom আছে?

সুন্দর হয়েছে,

@রাহিমুল ভাই …grup এ join করে ডাউনলোড করে নিন ।।

https://www.facebook.com/groups/androidtoto/599508216824792/

ভাই আমি আমার symphony w69q এর জন্য
cwm recovery.img পাই না ।
দয়া করে যদি ডাউনলোড লিঙ্ক
দিতেন। আমার w69q এর কোন custom rom
আছে