Robi ’র চমকপ্রদ যে সার্ভিসটি আরো আগেই দরকার ছিল

রবি সক্রিয় করলো গ্রাহকদের জন্য অনলাইন সেবা রবি ই-কেয়ার: আমার আ্যকাউন্ট 

যা অন্য অপারেটরগুলো অনেক আগেই দিয়েছে।

যে বিষয়টি আমার কাছে অত্যন্ত ভাল লেগেছে, তা হলো নিজের নম্বরের পাশাপাশি নিজের অন্য নম্বর বা পরিবারের অন্য সদস্যদের নম্বর একই একাউন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।

যা খুবই দরকার ছিল তা হলো কল, এসএমএস, ডাটা ব্যবহারের তথ্য।

এগুলো দেয়া হয়নি আশা করি রবি শীঘ্রই এই সেবাগুলো নিয়ে আসবেন অন্যান্য অপারেটরদের মতো।

যা যা করতে পারবেন

→ সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু এবং বন্ধ করা।

→ এফএনএফ এবং প্রিয় নম্বর যোগ করা এবং মূছে দেয়া।

→ একাউন্ট ব্যালেন্স এবং বোনাস ব্যালেন্স দেখা।

→ আপনার জন্য রিচার্জ অফার জনা।

→ তো এক্ষুনি রেজিস্ট্রেশন করুন আপনার এ্যাকাউন্ট।

রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ও একটি ই-মেইল এড্রেস অবশ্যই দিতে হবে।

রেজিস্ট্রেশ করতে এখানে ক্লিক করুন  ↓ ↓ ↓ ↓

রবি ই-কেয়ার: আমার আ্যকাউন্ট

Level 0

আমি রেজাউল বি এন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 87 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিষয়টা আমি জানতাম কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে, আমি আমার সব ভেলিড ইনফরমেশন দেওয়ার পরও তারা বলছে যে আমার ন্যাশনাল আইডি নাম্বার ইনভেলিড। এক্ষেত্রে সমাধান কী? যদি পারেন তাহলে আমাকে জানালে উপকৃত হবো। আর আপনার টিউনটি সুন্দর হয়েছে। অনেকেই উপকৃত হবে।

vai ame dakta parvo na kokohn kar shate kotha bolce