আপনার জাভা ফোনের জন্য সংগ্রহ করুন প্রয়োজনীয় সব অ্যাপ্লিকেশন। ব্রাউজার, ডিকশনারী, ডকুমেন্ট রিডার, ম্যাসেঞ্জার, ফটো ইডিটর এবং গেমস সহ থাকছে আরো অনেক কিছু। [মেগা-টিউন]

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

দিনে দিনে অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকলেও এখনো জাভা অথবা সিম্বিয়ান ফোনের ব্যবহারকারীর সংখ্যা অ্যান্ড্রোয়েড ব্যবহারকারীর তুলনায় অনেক বেশি হবে। কিছুদিন আগে অ্যান্ড্রোয়েড ফোনে বই পড়ার জন্য মুন রিডার নিয়ে যখন টিউন করেছিলাম তখন একজন কমেন্টে বলেছিলো যে জাভার জন্য যাতে টিউন করি। আমি নিজে ১ বছর থেকে অ্যান্ড্রোয়েড ব্যবহার করি, তার আগে কিন্তু আমার সম্বল বলতে সেই জাভা ফোনই ছিলো। জাভা দিয়ে আমি যে সমস্ত কাজ করেছি আজকাল তা অ্যান্ড্রোয়েড ফোনেও করিনা। সে বিষয়টা মাথায় রেখে জাভা ফোনের জন্য কিছু প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন শেয়ার করার লক্ষ্যে আজকের এই টিউনটি।

আজকের এই টিউনে জাভা ফোনের জন্য ব্রাউজার, ডকুমেন্ট রিডার, গেমস, ডিকশনারী, ফটো ইডিটর (ফটোশপ) সহ আরো কিছু অ্যাপ্লিকেশন পাওয়া যাবে। এর বায়রে আরো কারো যদি কোন অ্যাপ্লিকেশন লাগে তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাতে অনুরোধ করছি। তাহলে পরবর্তিতে জাভা অ্যাপ্লিকেশন নিয়ে আরো একটি মেগা-টিউন পেয়ে যাবেন। সিম্বিয়ান ব্যবহার কারীদের মন খারাপের কিছু নেই, আপনাদের জন্য সামনে একগাদা অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হবো একদিন। যা যা লাগবে শুধু টিউমেন্টের মাধ্যমে জানাতে থাকেন। অনেক কথা বলে ফেলেছি, এবার তাহলে টিউন শুরু করা যাক।

Browser

জাভা ফোনের জন্য অনেকগুলো ইন্টারনেট ব্রাউজার থাকলেও তার মধ্যে ওপেরা মিনি এবং ইউসি ব্রাউজার যতোটা জনপ্রিয় অন্য কোন ব্রাউজার ততোটা জনপ্রিয় না। আপনার ফোন নতুন হোক কিংবা পুরাতন হোক নিচের লিংক থেকে ব্রাউজারগুলো ডাউনলোড করে নিন।

  • মোটামুটি আপডেট জাভা ফোনগুলোর জন্য অপেরা মিনি-৭ নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
  • Click To Downlaod Opera Mini 7

  • আপনার জাভা ফোন যদি হয় অনেক পুরনো তাহলে তার জন্য পুরনো একটি অপেরা মিনি ডাউনলোড করুন নিচের লিংক থেকে।
  • Click To Downlaod Opera Mini 4.3

  • আর ইউসি ব্রাউজার নিয়ে কোন কথা হবে না। সরাসরি নিচের লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন।
  • Click To Downlaod UC Browser

Dictionary

ডিকশনারী ছাড়া কি মোবাইল ফোন কল্পনা করা যায়। ইংরেজি থেকে বাংলা কিংবা ইংরেজি থেকে ইংরেজি ডিকশনারী গুলোই আমরা বেশি ব্যবহার করে থাকি। তাহলে চলুন কিছু ডিকশনারী ডাউনলোড করে ফেলা যাক।

  • প্রথমেই থাকছে আমার দেখা সেরা ইংরেজি থেকে বাংলা ডিকশনারী, বিডি-ডিকশনারী। ব্যবহার করলেই বুঝতে পারবেন যে এর চেয়ে ভালো আর কিছু নেই। তাহলে নিচের লিংক তো আপনার ডাউনলোড এর জন্যই।
  • Click To Download BD-Dictionary

  • দ্বিতীয় অবস্থানে ই-টু-বি ডিকশনারী। আমার মনে হয় অধিকাংশ জাভা ফোনেই এটা ব্যবহার করা হয়। খুবই ছোট এবং দ্রুত গতিতে কাজ করে এটি।
  • Click To Download E2B Dictionary

  • ইংরেজি থেকে ইংরেজি ডিকশনারীর কথা ভাবতে গেলে অক্সফোর্ড এর বিকল্প কি কিছু ভাবা যায়? যায় না বলেই অক্সফোর্ডটাই দিয়ে দিলাম।
  • Click To Downlaod Oxford Concise Dictionary

Games

গেমস নাকি বাচ্চারা খেলে এমন কথা শুনা যায়। আমার মতে বাচ্চাদের চাইতে বড় যারা তারা কোন অংশে কম যায় না। যাহোক আমার পছন্দের লিস্ট থেকে সেরা তিনটি গেমস আপনাদের জন্য নিয়ে আসলাম।

  • ছোট বেলায় টাকা খরচ করে ভিডিও গেমের দোকান থেকে গেমসটি খেলেছি। তবে এখন থেকে মোবাইলেই খেলতে পারবেন।
  • Click To Download Mostopha

  • এই গেমসটি সম্পর্কে কিছু বলব না। খেলা শুরু করলে নিজেকে যে আর থামাতে পারবেন না এই কথাটিই শুধু বলবো।
  • Click To Download Dimond Rush

  • এন্ড্রোয়েড ফোনে জনপ্রিয় এই গেমসটি এখন আপনার জাভা ফোনেই খেলতে পারবেন।
  • Click To Download Subway Surfer

Messenger

বিনামূল্যে চ্যাটিং এর জন্যই মূলত ম্যাসেঞ্জার ব্যবহার করা হয়। আমার প্রিয় এবং সব চেয়ে কাজের তিনটি ম্যাসেঞ্জার আপনাদের সাথে শেয়ার করছি।

  • ইবাডি ম্যাসেঞ্জার হলো আমার কাছে সব চেয়ে জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার। ফোন ব্যবহার করে কম্পিউটারে চ্যাট করার মতো মজা পেতে পারেন আপনি কেবল মাত্র ইবাডি ব্যবহার করেই।
  • Click To Download ebuddy Messenger

  • ইবাডি এর পরে বলতে গেলে নিমবাজই সেরা। তো ব্যবহার করেই বলুন কোনটা কেমন?
  • Click To Download Nimbuzz Messenger

  • সর্বশেষ আছে ফেসবুক ম্যাসেঞ্জার। ফোনে ফেসবুক ব্যবহারে মজা কেবল ফেসবুক ম্যাসেঞ্জার দিয়েই পাওয়া যায়।
  • Click To Download Facebook Messenger

Photo Editing

একে একে অনেক কিছুই দিলাম। ফটো ইডিটিং তাহলে বাদ যাবে কেন? ফটো এডিটিংয়ের জন্য ডাউনলোড করে নিন বাঘা বাঘা সব সফটওয়ার।

  • ফটো ইফেক্ট খুব ছোট কিন্তু কাজের একটি এডিটিং এপ্লিকেশন। ব্যবহার করলেই বুঝতে পারবেন কেমন কাজ করে।
  • Click To Download Photo Effect

  • কম্পিউটারে তো ফটোশপ ব্যবহার করেন তাহলে মোবাইলে একটি ব্যবহার করে দেখুন তো কেমন লাগে!
  • Click To Download Adobe Photoshop CS4

  • সর্বশেষ আছে মোবাইল ফটো। বিবরন না দিয়েই ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
  • Click To Download Mobile Photo

Reader

পড়ালেখা করে যে, গাড়ী ঘোড়া চড়ে সে। খুবই মজার কথা এটা, নাহলে গাড়ীর হেল্পাররা হতো সব চেয়ে শিক্ষিত। যাহোক, ফেসবুকে আমি সব চেয়ে বেশি অনুরোধ পেয়েছি ভালো একটি রিডারের জন্য। আপনার জন্যই আমার আজকের সর্বশেষ নিবেদন।

  • মোবাইল যদি ভালো মানের হয় তাহলে ডাউনলোড করুন এডোবি রিডার ১০। ভালো কাজ করে, যেন ঠিক কম্পিউটার।
  • Click To Download Adobe Reader 10

  • মোবাইল যদি খারাপ মানের হয় তাহলেও চিন্তার কিছু নেই। আপনার জন্য রয়েছে পুরান ভার্সন।
  • Click To Download Adobe Reader 2

  • আগের দুইটা ভালো না লাগলে শেষেরটি ব্যবহার করে দেখতে পারেন। ব্যবহারের পর মন্তব্য আপনার।
  • Click To Download Albite Reader

    শেষ কথা

    টিউনটিতে অনেক ইংরেজি শব্দ আমি বাংলায় লেখেছি, আশা করি বিষয়টি আপনারার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাছাড়া টিউনটি বুঝতে যদি কোন সমস্যা হয় তাহলে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

    আপনাদের সাহায্যার্থে আমি আছি........

    ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks bro

ভাই, আমি Samsung 5233 ইউস করি, আমি ফোন রেসুলেশন ২৪০*৪০০ কিন্তু আপনার দেয়া অ্যাপ গুলার রেসুলেশন ২৪০*৩২০। এখানে আমার অ্যাডোব রিডারটা খুব দরকার। আমাকে কি সাহায্য করা যায়?

dhur mia 1st link tai to kaj kore na.

থ্যাংকস । আরও চাই । তবে Browser গুলো একটু পুরানো ।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

@ সানিম মাহবীর ফাহাদ
There’s maybe a problem in BD-dictionary link.May you upgrade it…?

    @ahmedshb: আপনার সাময়িক সমস্যা হওয়াতে আমি দুঃখিত। আসলে লিংকটি রিজেনারেট হয় তাই ডাইলেক্ট ডাউনলোডে সমস্যা হয়ছে। এখন ডাউনলোড পেজের লিংক দিয়ে দিলাম।

sobgulo rakhlam.
1st e2b – The page you requested does not exist or the address is no longer valid. (D) (404)

game গুলো কি ভাষায় ?
ফেসবুক এর নতুন ভার্সন টা দিলে ভাল হয় ।

AMAR ASHA 306, CHOLBE DADA?

অনেক ধন্যবাদ ভাই । জাভা অ্যাপ্লিকেশন নিয়ে মেগা-টিউন চাই ।

Level 0

amar sms sendar dorkar nokia n73