"OPPO" স্মার্ট ফোন এখন বাংলাদেশে !!
"OPPO" স্মার্ট ফোনের জন্ম ২০০৮ সালে। "OPPO" ২০১৪ সালে তাদের ফ্লাগশিপ ফোন "OPPO Find 7" বাজারে ছারে এবং অভাবনীয় সারা পায়। এর পরপরেই "OPPO Find 7 a" বাজারে আসে এবং এটিও অভাবনীয় সারা পায়। সাতটি স্মার্টফোন নিয়ে "OPPO" এর যাত্রা শুরু।এটি এখন পর্যন্ত নর্থ আমেরিকা, এশিয়া এবং ইউরোপে তাদের প্রোডাক্ট সাপ্লাই করছে।
সেপ্টেম্বার ২০১৪ তে বাংলাদেশে আসে "OPPO" স্মার্টফোন ।
N1 mini
Dimension :
এটির ভিন্ন রকম ফিচার্ড হচ্ছে Rotating Camera. যেটা কিনা এখন পর্যন্ত অন্য কনো স্মার্টফোনে দেখা যায়নি।
OPPO R1k
আপাতত এই হল "OPPO" এর প্রডাক্ট। Function & Specification গুলো অন্য কোনদিন আশা করি আপনাদের জানাতে পারব।
সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে এই স্মার্টফোন গুলি।
আমি Mentor Mi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনে কোনদিন এর নাম না শুনলেও আজ এর স্পেচিফিকেসন দেখে ভালো লাগলো :p , Specially ROTATING CAMERA ।