!!Updated!! 3G নেটওয়ার্ক নেই, দেখুন কিভাবে থ্রিজি চালাবেন Mega Copy Post

!!! Its A Copy post!!!

!!Updated!! থ্রিজি নেটওয়ার্ক নেই, দেখুন কিভাবে থ্রিজি চালাবেন Mega Copy Post

আগেই ধন্যবাদ

বাংলাদেশের মোবাইল কোম্পানী গুলো বলছে, সারাদেশকে থ্রিজি নেটওয়ার্ক এর আওতায় আনা হয়েছে, কিন্তু আপনি যখন গ্রাম থেকে ইন্টারনেট ব্রাউজ করছেন তখন থ্রিজি নেটওয়ার্ক তো দুরের কথা ২জি নেটওয়ার্কই ঠিকমতো পাচ্ছেন না। কিন্তু থ্রিজি নেটওয়ার্ক যদি ১৫/২০ কিলোমিটার দুরে থাকে তাহলে আপনি কিছু সহজলভ্য জিনিসের ব্যবহারে শক্তিশালী থ্রিজি নেটওয়ার্ক পেতে পারেন।

যা যা লাগবেঃ

১, গোলাকৃতির অ্যালুমিনিয়ামের ৩০০ মিঃমিঃ একটি বাটি/ছাকনি বা অন্যকিছু ।

২, থ্রিজি সাপোর্ট করে এমন একটি ইউএসবি মডেম

৩, ১০ মিটার লম্বা ইউএসবি ক্যাবল (কম্পিউটারের দোকানে পাবেন)

৪, অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল টেপ

৫, একটি DC 12V, 1/2W SMPS সার্কিট ডায়াগ্রাম ( DC 12V, 1/2W SMPS বা নিয়ন্ত্রিত বিদ্যুৎ সাপ্লাই বা ব্যাটারি আপনার ইচ্ছামত ব্যবহার করতে

পারেন ।

DC 12V, 1/2W SMPS না পেলে একটি নকিয়া বা স্যামসাং এর অরজিনাল চার্জার ব্যবহার করতে পারেন। ইউএসবি কেবল এর মাথা কেটে ইউএসবি এর পজেটিভ, চার্জার এর পজেটিভ এবং নেগেটিভ. নেগেটিভ মিলাইলে হবে। কোন ভাল অভিজ্ঞ মোবাইল মিস্ত্রী সহযোগীতা নি। দুইটারই আউটপোর্ট ৫ভোল্ট।

Paper foil TapeUpokoron

এবার আপনি গোলাকৃতির অ্যালুমিনিয়ামের বস্তুটির ঠিক মাঝ খানে মডেমের ইউএসবির মাপে ছিদ্র করুন, তারপর উপরের অংশ দিয়ে ছিদ্রের মধ্যে আপনার মডেম ঢুকান ও নিচের প্রান্তে থেকে ইউএসবি ক্যাবল সংযুক্ত করুন, আপনার বাসার ছাদে বা খোলা জায়গার উচুস্থানে আপনার তৈরি এন্টেনা স্থাপন করে দিন, ইউএসবি ক্যাবলের অপর অংশ আপনার পিসি বা ল্যাপটপের সাথে সংযুক্ত করুন ।

আপনার সিম থ্রিজি একটিভ করা না থাকলে করে নিন এবং যেকোন একটি থ্রিজি প্যাকেজ চালু করে নিবেন ।

 

আপনি যদি ১০ মিটারের বেশি ক্যাবল ব্যবহার করে থাকেন তবে হয়তো মডেমের সাথে পিসির সংযোগ নাও পেতে পারেন এজন্য নিচের চিত্রের মত একটি সার্কিট আপনার মডেমের সাথে স্ক্রু দিয়ে লাগিয়ে দিন । (সার্কিট ডায়াগ্রামের সম্পূর্ণ বিষয় চিত্রের মাধ্যমে বুঝানো হয়েছে)

DC 12V, 1/2W SMPS না পেলে একটি নকিয়া বা স্যামসাং এর অরজিনাল চার্জার ব্যবহার করতে পারেন। ইউএসবি কেবল এর মাথা কেটে ইউএসবি এর পজেটিভ, চার্জার এর পজেটিভ এবং নেগেটিভ. নেগেটিভ মিলাইলে হবে। কোন ভাল অভিজ্ঞ মোবাইল মিস্ত্রী সহযোগীতা নি। দুইটারই আউটপোর্ট ৫ভোল্ট।

অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের কাজ:
উপরোক্ত পদ্ধতিতে যদি আপনার এলাকায় থ্রিজির নেটওয়ার্ক না আসে তবে,অ্যালুমিনিয়ামের যে বাটি নিয়েছিলেন তাতে অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে পেচিয়ে নিন এবং এন্টেনার মত একটি উপরে টানিয়ে দেন তাহলে নেটওয়ার্ক এসে যাবে ।

আশা করি এবার আপনার আর কোন সমস্যা নেই তবে নেটওয়ার্ক আপনার এলাকার ২০ কিলোমিটার এর বেশি দুরে থেকে থাকে তবে আপনার চেষ্টা না করাই ভাল । আপনি চাইলে আপনার তৈরি এন্টেনা আরো স্টাইলিশ করে নিতে পারেন নিচের ছবির মত করে ।

3g Antenna

এবার ওয়ারলেস Technology দিয়ে অনেক পিসি, স্মার্টফোনে ব্যবহার, ল্যাপটপ এ চালাতে পারবেন।

এর জন্য আপনার দরকার হবে একটি TP Link USB Router। বিভিন্ন মডেল ভেদে দাম ২৫০০ টাকা থেক ৪০০০ টাকা মত।

Wireless Theory:

আপনার মডেম থেকে ইউএসবি ক্যাবল টি সোজা Router এর ইউএসবি পোর্ট এ গিয়ে ঢুকবে এবং ঐ Router দিয়ে ওয়াইফাই হয়ে বের হনে।এটাই মুল কথা।

ছবিতে একটি 3G USB Router এ একটি ইউএসবি পোর্ট ও একটি LAN Port আসে। মডেম এর ইউএসবি ক্যাবল Router এ লাগিয়ে LAN Port থেকে একটি LAN Cable আপনার পিসিতে লাগিয়ে Browser Open করে address bar এ ১৯২.১৬৮.০.১ লিখে Enter দিন। একটি user name: admin and password: admin দিয়ে Log in করে আপনাকে TP Link Router Configuration করতে হবে।

Configuration এর বিস্তারিত ভিডিও আপনি এখানে পাবেন।

Modem Connection On Router

এছাড়া ইউটিউব এ configure tp link usb router লিখে সার্চ দিয়ে অনেক Tutorial পাবেন। ঠিকভাবে কনফিগার করতে পারলে আপনার ৩জি এখন ওয়াইফাই এ রপান্তরিত হয়েছে। এখন আপনি যতগুলি পিসি, মোবাইল, ল্যাপটপ এ মোটামুটি দূরে গিয়ে তার/ইউএসবি ক্যাবল ছাড়া ব্যাবহার করতে পারবেন। TPlink এর Router কনফিগার করা অনেক সহজ এবং TL-MR3040 মডেল এর সাথে ব্যাটারি থাকায় আপনি দীর্ঘ সময় কারেন্ট ছাড়া ব্যাবহার করতে পারবেন।

Level 0

আমি মোঃ রাশেদ খান মেনন বাপ্পি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

kon ki somvob naki…………

সার্কিট ডায়াগ্রাম কোথায় কিভাবে ব্যবহার করব?

অ্যালুমিনিয়াম ফয়েল এটা কোথায় পাব?
বা কিসের দোকানে পাব?

    @নজিব ভুঁইয়া: *** অ্যালুমিনিয়াম ফয়েল পেপার বড় জেনারেল স্টোর, বড় হোটেল বা রেস্টুরেন্ট এ Foil paper পাবেন

    *** অ্যালুমিনিয়াম ফয়েল টেপ Fan/Refrezetor এর কয়েল (সোনালি কালার তার) বিক্রয় করা হয় সেইসব দোকানে খোঁজ করেন । Generally এই টেপ Refrezetor এ ব্যাবহার করা হয় ।

DC 12V, 1/2W SMPS না পেলে একটি নকিয়া বা স্যামসাং এর অরজিনাল চার্জার ব্যবহার করতে পারেন। ইউএসবি কেবল এর মাথা কেটে ইউএসবি এর পজেটিভ, চার্জার এর পজেটিভ এবং নেগেটিভ. নেগেটিভ মিলাইলে হবে। কোন ভাল অভিজ্ঞ মোবাইল মিস্ত্রী সহযোগীতা নি। দুইটারই আউটপোর্ট ৫ভোল্ট।

Level 2

যা যা লাগবেঃ
#গোলাকৃতির অ্যালুমিনিয়ামের ৩০০ মিঃমিঃ একটি বাটি/ছাকনি বা অন্যকিছু
*** বুঝলাম।
#থ্রিজি সাপোর্ট করে এমন একটি ইউএসবি মডেম
*** বুঝলাম।
#লম্বা ইউএসবি ক্যাবল (কম্পিউটারের দোকানে পাবেন)
*** আছে।
#অ্যালুমিনিয়াম ফয়েল
*** বুঝলাম না।
#একটি সার্কিট ডায়াগ্রাম ( DC 12V, 1/2W SMPS বা নিয়ন্ত্রিত বিদ্যুৎ সাপ্লাই বা ব্যাটারি আপনার ইচ্ছামত ব্যবহার করতে পারেন।
*** এটা কি মাথায় লাগাবো?।

Level 0

ডিসি ১২ ভোল্টের সার্কিট দিয়ে কি করব এবং এটা কেন প্রয়োজন, বিস্তারিত বললে ভাল হয়। আর স্মার্টফোনে ব্যবহার করার কি কোন পদ্ধতি আছে?

অসম্ভব ।

পোস্ট update করে দিসি আশা করি আপনাদের উত্তর পাবেন

Level 0

এই পদ্ধতি ব্যবহর করে অনেকেই উপকার পেয়েছে। আমি চেষ্টা করে দেখেছি কাজ হয়….

Level 0

টিউনার এক গাধা লগে যারা এই টিনউন পরছেন হেরাও গাধা,সোনালীর কালারের কয়েল আবার এরলোমিনিয়াম হয় নাকি,সোনালীর কালারের কয়েল হল তামার কয়েল যেটা বিভিন্ন মটরে ব্যাবহার করা হয়।

    @Faruqe: আমরা টিউন করি অন্যকে সাহায্য করার জন্য . যদি কন ভুল থাকে সবার উচিৎ ভুল গুল ধরিএ দেওয়ার। আপনি যে ধরনের মন্তব্য করেসেন তাতে আমি মন্তব্য করলে অনেক কথা হবে

    তাই Techtune এ কন কিছু আপনার ভাল না লাগলে বের হয়ার পথ জেনে নিন। বাজে কমেন্টস করবেন না

যিনি গবেষণা করে এটি তৈরী করেছেন তিনি সম্পূর্ণ ডায়াগ্রাম উন্মুক্ত করেননি। তাই টিউনার ভাই যতটুকু পেয়েছেন ততটুকুই এখানে প্রকাশ করেছেন।
অ্যালুমিনিয়াম ফুয়েল বা অ্যালুমিনিয়ামের বাটি বা অ্যালুমিনিয়ামের নেট যে কোন একটি ব্যবহার করলেই হবে।

Baje coment kora thik na vai apnioto post ta poresen tahole ki apnio gada. Kisu bolar aga balo kore buje niben.

এটাতো মোডেম এ সম্ভব হতে পারে কিন্তু থ্রিজি সমর্থিত মোবাইল ফোনের জন্য কি কোন ব্যবস্থা আছে?

Level 3

ভাই আপনার নাম্বার টা দয়া করে এই মেইলে দিয়ে দিন। [email protected] কারন আমি আপনার DC 12V, 1/2W SMPS সার্কিট ডায়াগ্রাম টার ব্যাপার টা ক্লিয়ার না।

Level 2

আরো নতুন পদ্ধতি আমার কাছে আছে-বিস্তারিতhttps://bestsocialplan.com

মোবাইল দিয়ে 3g পাব কিভাবে?? PC ba Modem ছারা।

টিউনটির জন্য অনেক অনেক ধন্যবাদ । কিন্তু একটা বিষয়ে আরেকটু ক্লিয়ার করা দরকার ।

ইউএসবি কেবল এর কোন্ মাথাটা কাটবো ? আর চার্জার এর কোন মাথার সাথে এবং কিভাবে ইউএসবি কেবল এর সাথে এ্যাডজাস্ট করবো – এ ব্যপারে একটু পরিস্কার করে বললে ভাল হয় ।