রবি দিচ্ছে ১০০ টাকার ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স! অবিশ্বাস্য হলেও সত্যি!

আসন্ন ঈদকে কেন্দ্র করে সকল মোবাইল অপারেটর কিছু না কিছু করছেই! তবে এবার রবি কেমন জানি আকাশ-পাতাল চিন্তা করে। তেমনটিও হচ্ছে! এবার রবি আরও আজব দৃষ্টান্ত প্রকাশ করলো তাদের নতুন  ঝটপট ইমারজেন্সি ব্যালেন্সকে কেন্দ্র করে! 🙂

সাধারণত মোবাইল অপারেটররা ৫-১০ টাকার বেশি ইমারজেন্সি ব্যালেন্স দেয় না! কিন্তু এবার রবি আনলো বিরাট ধামাকা! অনেকে এই ঝটপট অফার টাকার পরিমাণ শুনলে ঝটপট করলেও অবাক হওয়ার কিছু নাই! রবি এবার ১০০ টাকা পর্যন্ত ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স দিচ্ছে! তাহলে দেরি কেন! আসুন ঝটপট বিস্তারিত জেনে নেই! 😛

ঝটপট ইমারজেন্সি ব্যালেন্সের বিস্তারিতঃ

  • রবির সকল প্রিপেড গ্রাহকরা ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
  • Uddokta, Easy load , corporate & SME গ্রাহকদের জন্য প্রযোজ্য নহে।
  • ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন, *8811*1#
  • অথবা  START লিখে 8811 এ সেন্ড করে অ্যাক্টিভ করুন।
  • অ্যাক্টিভ করার পর গ্রাহক ৫টাকা - ১০০টাকা ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
  • গ্রাহক কত টাকা ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স পাবেন, তা নির্ভর করে তার মাসিক ব্যবহার ও রিচার্জের উপর।
  • সহজভাবে বলতে, আপনি রবি ব্যবহারে কেমন পয়সা খরচ করেন। (বড়লোক-মধ্যবিত্ত-গরীব-কৃপণ) 😛
  • ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স দিয়ে আপনি যেকোনো নাম্বারে কল ও ম্যাসেজ করতে পাবেন।
  • এছাড়া কল ও ম্যাসেজ বানডেল ক্রয় করতে পারবেন।
  • ঝটপট ইমারজেন্সি ব্যালেন্সের ইউজেজ জানতে ডায়াল করুন, *222*16#
  • ঝটপট ইমারজেন্সি ব্যালেন্স ডিঅ্যাক্টিভ করুন, *8811*2#  অথবা, STOP  লিখে 8811 তে সেন্ড করুন।
  • পরবর্তী রিচার্জে সমপরিমাণ টাকা কেটে নেওয়া হবে।
  • কোন প্রকার ভ্যাট বা এক্সট্রা টাকা কাটা হবে না। আমাদের টুইটারে ফলো করুন।

 

সকল মোবাইল অপারেটরের এক্সক্লুসিভ ঈদ অফার, বোনাস, নেট প্যাক পাবেন SimBonus.Com ওয়েবসাইটে।

ওয়েবসাইটঃ  http://www.simbonus.com

এফবি পেজঃ http://www.facebook.com/simbonus

Level 0

আমি সিম বোনাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলাদেশের সকল মোবাইল অপারেটরের লেটেস্ট বোনাস অফার, নেটপ্যাকেজ, কলরেট, নিউজ সবকিছু পাবেন সিম বোনাস ডট কম ওয়েবসাইটে। আমাদের ফেসবুক ফ্যান পেজঃ bit.ly/facebook_sb ও টুইটার পেজঃ bit.ly/twitter_sb এবং গুগল পেজঃ bit.ly/google_sb


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Eta to sponsor tune hoye gelo .

    @নীলোৎপল বেদী: স্পন্সর তো না। মোবাইল অপারেটর তো আমদের টাকা-পয়সা দেয় না। নিজ উদ্যোগে বাংলাতে ক্লিয়ার-কাট ভাবে ছাপানো হয়। আপনাদের বুঝার সুবিধার্থে ও উপকারে। ধন্যবাদ।

Level 3

ধন্যবাদ।