জেনে নিন মোবাইলের ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখার উপায়

আসসালামু আলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ্‌ তালার রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জানাবো কিভাবে মোবাইলের ব্যাটারি চার্জ সেভ করা যায়।

আমাদের দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১২কোটি। কিন্তু বেশিরভাগ মানুষই আছেন যারা মোবাইলের যত্ন নেন না, যার ফলে মোবাইলের ব্যাটারি অতি তারা তারি নষ্ট হয়ে যায়। আসুন জেনে নিই মোবাইলের ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখার উপায়-১। প্রয়োজন ছাড়া ব্লু-টুথ, জিপিএস, ওয়াইফাই, ইন্টারনেট কানেকশন ইত্যাদি অপশন চালু রাখবেন না। বিশেষ করে স্মার্ট ফোন ব্যবহারকারী গণ চায়ের দোকানের সামনে ইন্টারনেট, ওয়াইফাই চালু রাখবেন না।

২। মোবাইলের ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখুন এতে ব্যাটারির চার্জ অনেক সেভ হবে। যাদের বাটন ওয়ালা মোবাইল তারা বাটনের লাইট দিনের বেলা অফ করে রাখুন।

৩। সব সময় চেষ্টা করুণ মোবাইলের কিপ্যাড টোন ও রিংটোনের সাথে ভাইব্রেশন বন্ধ রাখার।

৪। অনেকেই আছেন যারা মোবাইলে গেমস্‌ খেলতে পছন্দ করেন। তবে অতিরিক্ত গেমস খেলার ফলে মোবাইল এর চার্জ দ্রুত শেষ হয় ও ব্যাটারির হায়াত কমে যায়।

৫। গরম কোণ জায়গায় মোবাইল রাখবেন না, কারন গরম জায়গায় মোবাইল রাখার ফলে ব্যাটারি তারা তারি নষ্ট হয়ে যায়।

৬। মোবাইলে কোন অপ্রয়োজনীয়ও প্রোগ্রাম চালু থাকলে তা বন্ধ রাখার চেষ্টা করুণ। মোবাইলের রিসেন্ট ফাইল গুলো রিমুভ এর মাধ্যমে ব্যাটারির চার্জ সেভ করা যায়।

আমার টিপস যদি আপনার সামান্য উপকারে আসে তাহলে দয়া করে আমার ওয়েব সাইটে ভিজিট করুণ ভিজিট করতে >এখানে Click করুণ< ধন্যবাদ

ভূল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।

Level 2

আমি খোকন আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Android er jonno Clean Master diye
Ignore List\Task -a sudhu launcer rekhe diye majhe majhe clean korlee RAM o Processor dutai free thake. Fole charge thake…