
চায়নিজ স্মার্টফোন নির্মাতা জিওনি ইতোঃপূর্বে মাত্র ৫.৫ মিলিমিটার পাতলা Gionee’s Elife S5.5 স্মার্টফোন বাজারে এনে বেশ সাড়া ফেলে দিয়েছিলো। কিছুদিন আগে পর্যন্ত যা ছিলো বিশ্বের সর্বাধিক পাতলা স্মার্টফোন। ক্রেতাদের আরও চমক উপহার দিতে জিওনি কর্তৃপক্ষ নিজেদের পূর্বের রেকর্ড ভেঙ্গে এবারে মাত্র ৫.১৫ মিলিমিটার পাতলা স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে !

Gionee Elife S5.1 মডেলের এই স্মার্টফোনটি পেন্সিলের থেকেও পাতলা বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী আপকামিং এই স্মার্টফোনটিতে থাকবে ৪.৮ ইঞ্চির অ্যামোলেড স্ক্রীন, যার ডিসপ্লের রেজোল্যুশন হবে ১২৮০x৭২০ পিক্সেলের আর এর পিক্সেল ডেনসিটি ৩০৬ পিপিআই। ১ গিগাবাইট র্যামসমৃদ্ধ এই ফোনে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি থাকবে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। জিওনি র এই ফোনে অপারেটিং হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৪.৩ জেলিবিন – যা খানিকটা অবাক করার মতোই !

Gionee Elife S5.1 মডেলের স্মার্টফোনটিতে ১৬ গিগাবাইটের ইন্টারনাল মেমোরী থাকলেও থাকবেনা কোন এক্সটারনাল মাইক্রো-এসডি কার্ড ব্যবহারের সুবিধা। ১.২ গিগাহার্টজের কোয়াডকোর প্রসেসরের এই ফোনে চিপসেট হিসেবে থাকবে স্ন্যাপড্রাগন ৪০০ । এছাড়া এই ফোনে ২,১০০ মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারী ব্যবহার করা হবে বলে জানা গেছে।

চলতি মাসেই চীনের বাজারে আসবে Gionee Elife S5.1, এর মূল্য সম্পর্কিত কোন ধরণের তথ্য এখনও পর্যন্ত না পাওয়া গেলেও স্পেসিফিকেশন অনুযায়ী ধারণা করা হচ্ছে এর মূল্য বাংলাদেশী টাকায় হয়তো ২০,০০০ টাকার বেশি হবেনা! বিস্তারিত জানতে টেকটিউন্স এর সাথেই থাকুন। আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন। 🙂
লেখকঃ Miajanur Rahman
পূর্বে এখানে প্রকাশিতঃ-
আমি মোঃ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 30 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সেইরাম। বাংলাদেশের মার্কেটে জিওনি’এ কোন সেট পাওয়া যায়?