(এবার ফরম্যাট হবে মেমোরি কার্ড)

অনেক সময় মোবাইল ফোনের ক্ষুদ্র মেমোরি কার্ড ফরম্যাট হতে চায় না। কয়েকটি নিয়মে ফরম্যাট করা যায়। ফোনসেটে সব চেষ্টা বিফল হওয়ার পর যদি কম্পিউটারে Computer/Manage থেকেও ফরম্যাট করা না যায়, তবে উইন্ডোজ কমান্ড প্রম্পট থেকে কাজটি করা যায়। তবে ফরম্যাট করার সময় মেমোরি কার্ড থেকে যদি Data Error Cyclic Redundancy check বার্তা দেখায়, তাহলে কমান্ড প্রম্পট থেকে আবার ফরম্যাট করা যায় না। মেমোরি কার্ডকে কার্ড রিডারে ঢুকিযে কম্পিউটারে usb port-এ সংযুক্ত করুন। এবার run এ cmd লিখে ইন্টার করুন। কালো পর্দা এলে diskpart লিখে ইন্টার করুন। ডিস্ক পার্টের নতুন উইন্ডো খুললে সেখানে listdiskঅথবা list disk লিখে আবার ইন্টার করুন। এবার হার্ড ডিস্ক এবং অন্য সব ডিস্ক ড্রাইভ কম্পিউটারে যুক্ত আছে সে সব এর তালিকা দেখা যাবে। সাধারনত হার্ড ডিস্ক প্রথমে থাকে এবং 0 থেকে পরবর্তি যতগুলো ডিস্ক কম্পিউটারে সংযুক্ত থাকবে, সেই হিসাব নম্বর দেখা যাবে। কর্ডের জন্য যে নম্বর দেখায় সেটা দেখে নিয়ে পরের কমান্ডে তা লিখে দিতে হবে। কার্ডের নাম্বার যদি 1 হয়, এখানে select disk 1 লিখে ইন্টার করুন। ফলে যে ডিস্ক নির্বাচন করবেন সেটার জন্য disk 1 is now selected বার্তা আসবে পরের বার clean লিখে ইন্টার করুন। এবার create partition primary লিখে ইন্টার করুন। পরের বার format fs=fat 32 quick লিখে ইন্টার করুন। ফরম্যাট হওয়ার জন্য কিছুক্ষন সময় নিবে। কাজটি শেষ হলে exit লিখে ইন্টার করুন। ফরম্যাট হলে ফোনে ঢুকিয়ে ফরম্যাট করে নিন।

Level 0

আমি রাকিবুল ইসলাম রাকিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ হয় না