আপনি কি জানেন সবথেকে দামী মোবাইল সেট কোন গুলো ? দেখে নেন। ( পর্ব ১)

হাই,

আজ আবার চলে আসলাম প্রিয় টিটিতে, কেমন আছেন সবাই ?

কাজের কথায় আসি, এই ধরেন বছর ৫-৭ আগেও মোবাইল সেট আমাদের জন্য এখনকার মত এত সহজলভ্য ছিলো না। থাকতো বড়দের হাতে, আমরা তাকিয়ে দেখতাম। এখন তো হাতে হাতে, কারো বেশ কয়েকটা। সব ফিচার চায়না মোবাইল গুলোতেই পাওয়া যায়, আর একটা এ্যান্ড্রয়েড থাকলে তো কথাই নেই। তবু কিছু মোবাইল সেট রয়ে গেছে আমাদের ধরা ছোয়ার বাইরে, আজ সেগুলো নিয়ে লেখবো।

10. Vertu Signature Diamond

10 Most Expensive Mobile Phones

এ লিস্টে ১০ নাম্বারে আছে ভেরটো ( আমার উচ্চারনে ভুল হতে পারে) কম্পানীর সিগনেচার ডায়ামন্ড। প্রতিষ্ঠান টি তাদের অভিজাত প্রডাক্টের জন্য বিখ্যাত। ছদি দেখেই বুঝতেছেন মোবাইল টি দিয়ে ১১০০ থেকে বেশী কোন সার্ভিস আশা করা ভুল। প্লাটিনাম এর বডি দিয়ে তৈরী সেট টার ডিজাইনিং এর কাজ করা করা হয় হাতে, কোন মেসিনের সাহাজ্য ছারাই। লাগানো আছে বেশ দামী ২০০ খন্ড হীরে। কিনতে হলে আপনাকে গুনতে হবে ৮৮ হাজার মার্কিন ডলার।

9. iPhone Princess Plus

10 Most Expensive Mobile Phones

আইফোনের দাম একটু বেশী ই, কি বলেন ? জী এই ফোনে একটা আইফোন ৪ এর সব ফিচার পাওয়া যাবে । সাথে পাবেন ১৩৮ টি রাজকীয় এবং ১৮০ টি সাধারন হীরে। ডিজাইন করেছেন ফেমাস ডিজাইনার পিটার এ্যালিসন। সাদা সোনা দিয়ে তৈরী বডির এ সেট টির মুল্য ১৭৬,৪০০ মার্কিন ডলার। (কেউ আমাকে মেরে ফেলেন )

8. BlackDiamond VIPN Smartphone

10 Most Expensive Mobile Phones

সনি এ্যারিকসন ব্র্যাণ্ডের এ সেট টি তে পাবেন অর্গানিক LED ডিসপ্লে। নেভিগেশন বাটন ও পেছনের ডীজাইনে ব্যাবহৃত হয়েছে হীরা। জ্যারেন গো নামের একজন ডিজাইনার এর ডিজাইন করা মোবাইল টির মুল্য ৩ লক্ষ্য মার্কিন ডলার। এত দাম হবার পেছনের কারন আমার জানা নাই, বাট লুক টা সে রকম না ?

7. Vertu Signature Cobra

10 Most Expensive Mobile Phones

৭ নাম্বারে আবার ভেরটো।সেরা একজন ফ্রেঞ্চ ডিজাইনার বুচেরন এর ডিজাইন করা সেট টায় আছে পায়ার কাট ডায়ামন্ড, একটি গোল সাদা হীরে ( বেশ দামী জানি) দুটা এ্যামিরাল্ড হীরে, আর ৪৩৯ টি রুবি পাথর।  মুল্য ৭ লক্ষ্য ডলার এর কাছাকাছি।

6. Gresso Luxor Las Vegas Jackpot

10 Most Expensive Mobile Phones

গ্রেসো যদিও একটা অখ্যাত ব্র্যান্ড, তবু চমকে দেয়ার মত কিছু তৈরী করে নিজেদের যায়গা দখল করতে সময় নেয় নি তাদের এই লাক্সারী মোবাইল সেট টি। ১৮০ গ্রাম খাটি সোনার পাশাপাশি এর পেছন দিকের কভার তৈরী করা হয়েছে আফ্রিকান ব্যাকউড নামক কাঠ দিয়ে, যা কিনা বর্তমান পৃথিবীর সবথেকে দামী কাঠ। হাইলী স্মুথ ক্রিস্টাল দিয়ে তৈরী বাটনের এ সেট টির দাম প্রায় এক মিলিওন মার্কিন ডলার।

আজকে আর না, ঘুম দেই, বাকি গুলো কাল। মতামত দিতে কিপ্টেমী করবেন না যেন। পোস্ট টি এর আগে আমার  ফাজলামী ডট কম এ প্রকাশিত।

 

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অজানা বিষয় জানলাম। আপনাকে ধন্যবাদ

এর মধ্যে আইফোন ছাড়া বাকি গুলো আমাকে বিনা পয়সায় দিলেও নিব না 😛

Level 0

Amake dila nobo hi hi hi

উচ্চারন টা হবে ভারচু … আর টিউন এর জন্য ধন্যবাদ…।

আপনি ৯৫% টাকা ধার দিলে কিনে দেখতে পারি……:P

    @ক্র্যাকার বাবা: বিক্যাস নাম্বার দিন, আমি পাঠিয়ে দেই। আরেক টা কাজ করতে পারেন , আপনার বিক্যাস থেকে কিছু টাকা পাঠিয়ে দিন, আমি নাম্বার পেয়ে যাবো 😛 😛

Level 0

EI MATRO ”iPhone Princess Plus” MOBILETA ORDER KORLAM!!!!!!

Jotil