আগামী ১০ই জুন বিশ্বের সব থেকে পাতলা স্মার্টফোন বাংলাদেশের বাজারে আনছে ওয়ালটন!

আগামী ১০ই জুন ওয়ালটন মোবাইল বাজারে আনতে যাচ্ছে তাদের নতুন চমক। যদিও অফিশিয়ালভাবে এখনো স্মার্টফোনটির নাম জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে যে, এর নাম হতে যাচ্ছে Walton Primo X3 (মোবাইলদোকান বাংলাদেশ অনলাইন পোর্টালের সূত্র অনুযায়ী). গুজব আছে এটি হতে যাচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোন Gionee Elife S5.5 এর রিব্র্যান্ডেড ভার্সন। এতে করে Walton Primo X3 ও বিশ্বের সবচেয়ে পাতলা ফোন (মাত্র ৫.৫ মিলিমিটার) হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নিতে পারে।

ওয়ালটন যদিও এই বিষয়ে অফিশিয়ালি খুব ডিটেলড কিছু জানায়নি তবে এতুটুকু জানা গেছে যে আগামী ১০ জুন তারা একটি চমকপ্রদ ফোন বাজারে মুক্তি দিতে যাচ্ছে। যার স্লোগান হচ্ছে, "The Blade is Coming". ওয়ালটনের ফেইসবুক পেজে গিয়ে দেখা গেল অনেকেই প্রশ্ন করছে এর মানে কি নতুন এই ফোন দিয়ে কোনভাবে শেভ করা সম্ভব? অনেকে ভাবছেন এই মোবাইলের কোনা হয়ত খুব ধারালো হবে যেন চোর ছিনতাইকারীরা চট করে নিয়ে যেতে না পারে।

যে যাই বলুক বিশ্বস্ত সূত্রমতে জানা গেছে এর মানে হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে পাতলা ফোন হতে যাচ্ছে তাই এমন স্লোগান। যেহেতু ওয়ালটনের অনেক ফোনই Gionee ব্র্যান্ড এর রিব্র্যান্ড তাই যুক্তিযুক্তভাবেই এটি Gionee Elife S5.5 এর রিব্র্যান্ড হলে আশ্চর্য হবার কিছু নেই।

এতে থাকতে পারে ১.৭ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, ২ গিগাবাইট RAM, ১৩ মেগাপিক্সেল ব্যাক এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মালি ৪৫০ জিপিইউ, ৫ ইঞ্চি ১০৮০ x ১৯২০ পিক্সেলের সুপার আমোলেড ডিসপ্লে, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমরি থ্রিজি নেটওয়ার্ক ইত্যাদি। স্মার্টফোনটির দাম হতে পারে ২৫,০০০ টাকার মত।

Level 0

আমি jahidhaque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

২৭,০০০ টাকা ! এইটা কি শুনাইলেন ??

16000 taka hole kintam

দাম খুব সম্ভব ১৯৯৯০/- হতে পারে।

Level New

কর কর ঘন্টায় ১টা কইরা সেট বাইর কর……… SHAলারা পুরাই কনফিউজড বানাইয়া দিতাছে পাব্লিক গো। আইজকা যে একটা নতুন মডেল কিন্না আনে কালকা হ্য্য কান্দে যে ইশ ডুইডা দিন পরেই কিনতাম…।। X1 কিনার পর HAলারা যে কত মডেল বাইর করলো !!!! তাই চিন্তা করছি ২০১৬ সালে Blade ক্যান Invisible মডেল ডা কিনুম…।।

    @polashbd2012: ভাই ওয়াল্টনের মাইরে বাপ এত দাম দিয়ে ঐ সেট কিনুম কেন?? সেট যাইহোক কমেন্টস টা করলাম আপনার কমেন্টস দেইখা, বেপক ভাল লাগছে আপনার কমেন্টস টা।

    Level 0

    @polashbd2012: দারুন লিখেছেন তো!

Level 0

Ha Ha Ha………….

Gione Elife 5.5 indian price 20,000 moto

ভালো খবর………….

Gionee Eliffe S5.5 = Walton Primo Blade
Gionee Elife E7 = Walton Primo ZX
Gionee Elife E6 = Walton Primo X2
Gionee Gpad G2 = Walton Primo N1
Gionee Dream 1 = Walton Primo X1
Gionee Gpad G1 = Walton Primo R1
Gionee Elife E3 = Symphony W 150

Level 0

ভাই জাহিদ, আপনার টিউনে যে ছবিটা ব্যবহার করেছেন সেটা primo ZX. ছবিটা বদলে সঠিক ছবিটা ব্যবহার করুন, যাতে ছবিটা অপ্রাসঙ্গিক মনে না হয়, ধন্যবাদ।