মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স [পর্ব-০৫] :: (A – Z) পার্টস পরিচিতি পর্ব-৩

মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স

মোবাইল সার্ভিসিং ট্রেনিং কোর্স

Diode:

Diode এর কাজ হচ্ছে AC কে DC করা বা বিদ্যুতকে এক মুখি করা। Diode সাধারনত তিন প্রকার-

  • Normal Diode
  • Genear diode
  • Stepup diode

Normal Diode সাধারনত কালো রং এর হয়ে থাকে,দুই পিন বিশিষ্ট।এর এক পাশে সাদা বা যে কোন দাগ দেয়া থাকতে পারে।এর গায়ের উপর “U” আকৃতির ভাঙ্গা দাগ থাকতে পারে।

Avometer Selector x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে এক পাশে মান দেখাবে। নষ্ট হলে মান দেখাবে না ।

Genar Diode:চেনার উপায়ঃ-ইহা সাধারনত কালো রঙ এর হয়ে থাকে।ছয় পিন বিশিষ্ট,এর গায়ের এক পাশে সাদা বা যে কোন দাগ থাকতে পারে।এর ৩ নং পিন output থাকে এবং ৪নং পিন input থাকে।

Stepup Diode:-চেনার উপায়-ইহা সাধারনত কালো রঙ এর হয়ে থাকে,ছয় পিন বিশিষ্ট।এর ৩পিন output থাকে এবং ৩ পিন input থাকে।

Ganar Diode & Stepup Diode মাপার নিয়মঃ-Avomiter selector Dc V10 এ রেখে,মাদার বোর্ডে চার্জার লাগিয়ে,মিটারে নেঘেটিভ প্রান্ত গ্রাউন্ড রেখে মাপতে হবে।ভাল থাকলে মান দেখাবে নষ্ট হলে দেখাবে না।

Coil: Coil এর কাজ হচ্ছে বিদ্যুতকে হালকা বাধা প্রদান করা।ইহা সাধারনত কলো রঙ এর হয়ে থাকে, এর গায়ের দুপাশে সাদা বা সিলভার রঙ এর দাগ দেয়া থাকে।ক্ষেত্র বিশেষ coil অন্যান্য কালার ও হয়ে থাকে।

Coil মাপার নিয়মঃ-Avomiter x10 রেখে মাপতে হবে ভাল থাকলে 0.ohm দেখাবে,নষ্ট হলে কোন মান দেখাবে না

Resistor:- এর কাজ হচ্ছে বিদ্যুতকে বাধা প্রদান করা।ইহা কালো বা নীল রঙ এর হয়ে থাকে,এর গায়ে voltage লেখা থাকে।Mobile এর অন্যান্য পার্টস এর তুলনায় রেজিস্টার পাতলা হয়ে থাকে।

Resistor মাপার নিয়মঃ-Avometer x10 এ রেখে মাপতে হবে,ভাল থাকলে মান দেখাবে নষ্ট হলে দেখাবে না।

ফেইসবুকে আমি

কোন সমস্যার জন্য যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক গ্রুপে

Level 0

আমি Md.Ishaq Mia। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Hello dear brother please add picture of parts.if u want to be a quality tuner . thanks

Level 0

brother your post is very nice but i request u please re post ( mobile servicing part 5 ) with image of parts. only for us.pppppplllllleeeeeeaaaaaasssssseeeee.

    @azad3353: ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ।এখানে যে পার্টস এর আলোচনা করা হয়েছে তা অনেক ছোট তাই স্ক্রিন সর্ট দেয়া সম্ভব হয় নি।দেখি পরবর্তি টিউনে দিতে পারি কি না

Level 0

খুব সুন্দর তবে ছবি সহ দিলে খুশি হতাম । ধন্যবাদ।

    @suchana: ধন্যবাদ আপনাকেও

দারুন হচ্ছে দাদা চালিয়ে যান। আমরা সদা সজাগ রয়েছি আপনার সাথে। এখন কিছু টাকার মিল হলেই যন্ত্রপাতি কেনা শুরু করে দিব। পোস্টগুলি আপাতত প্রিয় টিউনসে যুক্ত করে রাখছি।

    @ছালাউদ্দিন মজুমদার (মাসুদ): ভাল লাগল প্রিয় টিউন্সে যুক্ত করেছেন শুনে ।

সরাসরি প্রিয়তে নিলাম।

প্রিয়তে নিয়েছেন শুনে খুশি হলাম ।ধন্যবাদ আপনাকে