পুরাতন স্মার্টফোনের ক্যামেরাকে বানিয়ে ফেলুন সিকিউরিটি ক্যামেরা

আমাদের অনেকের কাছেই হয়ত অনেক পুরনো স্মার্টফোন আছে যেগুলো আমরা ব্যবহার করি না। হয়ত সেটার ভার্সন অনেক আগের বা হয়ত তার কোন একটা অংশ নষ্ট হয়ে গেছে অথবা আপনার দুইটা স্মার্টফোন আছে বিধায় আগেরটা এখন আর ব্যবহার করেন না। এরকম স্মার্টফোন যদি আপনার থাকে তবে এটাকে আপনি চাইলে আপনার সিকিউরিটি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার ঘরের বা অফিসের কিংবা গাড়ির গ্যারেজের নিরাপত্তা সব সময় পর্যবেক্ষণ করতে পারবেন। তবে চলুন দেখে নেই কিভাবে এই চমৎকার সুবিধাটা আপনি নিতে পারবেন ।

১ম পদ্ধতিঃ

প্রথমেই পুরনো স্মার্টফোনে Free Internet Cam (Web of cam) এই অ্যাপটা ডাউনলোড করে ইন্সট্যাল করুন। প্রথমবার অ্যাপটা চালু করলে আপনাকে একটা গুগল অ্যাকাউন্টে প্রবেশ করতে বলবে । এখানে আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে গুগলে লগ ইন করুন। এর পরে Next screen এ প্রবেশ করলে দুইটা অপশন পাবেন a camera / a viewer । আপনি a camera অপশন সিলেক্ট করুন।  এর পরে নেক্সট দিলে ফোনের রেয়ার ক্যামেরা চালু হবে আর আরেকটা Viewer ক্যামেরার জন্য অপেক্ষা করবে। এখন আপনি চাইলে এর স্ক্রিন অফ করে রাখতে পারেন ক্যামেরাটা ব্যাক গ্রাউন্ডেই কাজ করবে। এবার এটাকে ঘরের এমন জায়গায় রাখুন যেখান থেকে পুরো ঘর ভালোভাবে ক্যামেরাতে আসে। আর সেই সাথে ফোনের সাথে চার্জার লাগিয়ে রাখুন যাতে এর চার্জ না শেষ হয়ে যায়।

web of cam

এবারে যে ফোন দিয়ে আপনি ভিডিও দেখবেন সেটাতেও এই অ্যাপ ইন্সট্যাল করে চালু করুন আর একই গুগল অ্যাকাউন্টে প্রবেশ করুন। লগ ইন করার পরেই দেখতে পারবেন Available camera অপশনে আপনার অপর পাশের ফোনের  ক্যামেরা দেখা যাচ্ছে। এখান থেকেই লাইভ ভিডিও স্ট্রিমিং দেখতে পারবেন আপনার ঘরে কি হচ্ছে। এসময় আপনি চাইলে স্ন্যাপ শটও নিতে পারবেন। একটা কথা না বললেই নয় এই সব কাজই হবে যদি দুইটা ফোনই কোন ২জি বা থ্রি জি কানেশনের ভেতরে থাকে।

২য় পদ্ধতিঃ

আগের পদ্ধতিতে একটা সমস্যা হচ্ছে আপনার ফোন চার্জে থাকায় এটা গরম হয়ে যেতে পারে আর ঘটতে পারে দুর্ঘটনা। সেই সাথে ডাটা খরচও একটা ব্যাপার। এরকম কাজ আপনি চাইলে ডেস্কটপ/ ল্যাপটপ আর স্মার্টফোন দিয়েও করতে পারেন। এ জন্য আপনার ডেস্কটপে বা ল্যাপটপে স্কাইপ বা এই জাতীয় কোন ভিডিও চ্যাট সফটওয়্যার থাকতে হবে।

প্রথমেই যে ডিভাইসটা সিকিউরিটি ক্যামেরা হিসেবে কাজ করবে সেই ডিভাইসে স্কাইপে ইন্সট্যাল করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে লগ ইন করুন। এর পরে সেটিংস থেকে Automatic answer আর Answer calls only from contact list সিলেক্ট করে রাখুন। এর পরে আপনার অন্য ডিভাইস এ একই ভাবে স্কাইপ ইন্সট্যাল করে একই অ্যাকাউন্টে লগ ইন করুন।  এর পরে আরেকটা ডিভাইসে যে স্কাইপ অ্যাকাউন্ট আছে সেটা এই ডিভাইসের স্কাইপেতে কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করুন। এর পরে এই ডিভাইস থেকে আগের ডিভাইসে কল দিলে স্বয়ংক্রিয় ভাবে কল রিসিভ হয়ে যাবে আর ভিডিও কল শুরু হয়ে যাবে। আর আপনি ভিডিও, অডিও সবই দেখতে ও শুনতে পারবেন।

নিরাপত্তার জন্য অপর পাশের ডিভাইসের স্ক্রিন ব্রাইটনেস অনেক কমিয়ে রাখুন বা এর উপরে একটা কালো কাপড় দিয়ে ঢেকে রাখুন যাতে কেউ দেখতে না পায়। এভাবে খুব সহজেই আপনার ঘরের পিসিকে বানিয়ে ফেলতে পারেন সিকিউরিটি ক্যামেরা।

৩য় পদ্ধতিঃ

এসবের বাইরেও আপনি যদি কাছাকাছি বা একই ওয়ারলেস নেটওয়ার্কের আওতায় থাকেন তবে WiFi camera অ্যাপটা দিয়ে ভিডিও মনিটর করতে পারবেন।  এ ক্ষেত্রে আপনার দুই ডিভাইসেই এটা ইন্সট্যাল করা থাকতে হবে আর ঐ নেটওয়ার্কের আওতায় আপনি অন্য যেকোন ডিভাইস থেকে এটা মনিটর করতে পারবেন।

Wifi Cam

এই তিন পদ্ধতিতে আপনি দারুণ ভাবে আপনার স্মার্টফোনকে স্মার্টলি ব্যবহার করতে পারবেন আর যদি বাসায় চুরির ভয় থাকে তবে এই পদ্ধতি আপনার জন্য অনেক কাজে দিবে। চেষ্টা করেই দেখুন।

এই পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল এখানে -  http://news.mobiledokan.com/bangla/1230

Level 0

আমি jahidhaque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মজার একটা টিউনস তো , শুভেচ্ছা জাহিদ হক ভাই ! এমন একটা সুন্দর তিউনস শেয়ার করার জন্য ;-

হুম বেশ কাজের টিউন !! ধন্যবাদ ! কিন্তু আমার এখন লাগবেনা ! 🙂

এমন সুন্দর টিউন শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

Nice.arokom aro koekta tune korle khushi hobo…….