Control করুন আপনার কম্পিউটারকে দুনিয়ার যেকোন জায়গা থেকে।

সবাইকে সালাম জানিয়ে আমার ২য় পোস্ট শুরু করতেছি......।

সেদিন সকালে ইউনিভার্সিটি গেলাম খুবই তাড়াহুড়া করে......আর তাড়াহুড়া করলে যা হয় আর কি......পেনড্রাইভটা ভুলে বাসায় ফেলে গেছি...। যার মধ্যে আমার ল্যাব রিপোর্টটা রয়ে গেছে......ওটা প্রিন্ট করে ওই দিন এ জমা দেয়ার কথা......

সেদিন চিন্তা করতে ছিলাম এমন যদি হতো যে আমি ইউনিভার্সিটি থেকেই আমার কম্পিউটারকে command করতে পারতাম যাতে ল্যাব রিপোর্টটি আমাকে মাইল করে দেয়!!!!

সেদিন আমি ল্যাব রিপোর্টটা জমা দিতে পারি নাই...কারন বাসা অনেক দূরে।তবে এই ধরনের ঝামেলা থেকে মুক্তি এর আংশিক সমাধান আমি ঠিকই খুজে বের করেছি......।

চিন্তা করুন এমন একটা সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার মোবাইল দিয়েই ইন্টারনেট এর মাধ্যমে আপনার কম্পিউটারকে ব্যবহার করতে পারবেন পুরোপুরি Teamviewr software এর মত......!!!!!

এর দ্বারা আপনি আপনার কম্পিউটার screen টি সরাসরি আপনার মোবাইল এর screen এ দেখতে পারবেন...পারবেন computer এর মাউসটি control করতে...এবং যেকোন file cut, paste, move, delete, view…….এমনকি আপনার মোবাইল এ ডাউনলোড ও করতে পারবেন।

কি বিশ্বাস হচ্ছে না!!!! নিজের চোখেই দেখেনিন RDM+ সফটওয়্যারটির যাদু....

screen

system manager

file manager

file edit

file control

যা লাগবে......।

১। যেকোন JavaScript supported  মোবাইল (internet connection সহ)।

২। কম্পিউটার (internet connection সহ)।

যা করতে হবে......

১) ১ম এ RDM+ software টি ডাউনলোড করুন এখান থেকে...।

২) ফাইলটি Unzip করলে ৩টি ফাইল পাবেন...।RDM.Plus.v3.8.1.jar, rdmplus_desktop.v4.1.exe এবং rdmplus_getstart.pdf।

৩) rdmplus_desktop.v4.1.exe(3.72KB) ফাইল টি আপনার কম্পিউটার এ ইন্সটল করে নিন এবং rdmplus_getstart.pdf  ফাইলটি দেখে ঐ মত আপনার কম্পিউটারটি Configure করে নিন......

Note: rdmplus_getstart.pdf ফাইলটি হচ্ছে সফটওয়্যারটির মানুয়াল......এতে খুব সহজ ভাবে ছবি দিয়ে সবকিছু বুঝানো আছে।

install করার সময় ইমেইল ID, User ID এবং Password দিবেন এবং  তা মনে রাখবেন।

ইন্সটল শেষ হলে নিচের ছবির মত একটি লোগো পাবেন......ওটাতে right click  details  থেকে Your Computer Number টি জেনে নিন। এই ইনফর্মেশন গুলো মোবাইল এ RDM.Plus.v3.8.1.jar ফাইলটি ইন্সটল করার পর দিতে হবে।

details

৪)  যেকোন JavaScript support করে এমন একটি মোবাইল এ RDM.Plus.v3.8.1.jar(১৬৬kb) ফাইলটি  install করে নিন এবং  rdmplus_getstart.pdf  ফাইলটি দেখে আপনার মোবাইল ফোনটিও Configure করে নিন।

Note: এক্ষেত্রে zip ফাইল এর ভিতরে দেয়া jar ফাইলটি ইন্সটল করুন। এটা creaked version. তাই আপনাকে trial version  এর ঝামেলা পোহাতে হবে না।

ইন্সটল করার পর সফটওয়্যারটি Run করুন। ১ম বারে এটা একটা Demo computer এ connect করবে...ওখান থেকে আপনি কিচ্ছু ধারনা পাবেন কিভাবে সফটওয়্যারটি মোবাইল এ use করতে হয়।

দেখা হলে অপশন থেকে Disconnect করুন। এরপর Option এ গিয়ে নিচের ছবির মত করে আপনার উপরোক্ত  information input করুন।

ps

এখানে connect হবার আগে আপনার কম্পিউটারটি Online আছে কিনা check করে নিবেন।

online

যদি আপনার মোবাইল এর screen এ আপনার কম্পিউটার এর   desktop  দেখতে পানতো

আপনার connection complete.

বাকি কাজ গুলো আপনি নিজে নিজেই পারবেন। এক্ষেত্রে আপনি rdmplus_getstart.pdf ফাইলটির সাহায্য নিতে পারেন।

যাদের মোবাইল এ কম্পিউটার থেকে সফটওয়্যার ইন্সটল করতে ঝামেলা হচ্ছে তারা RDM.Plus.v3.8.1.jar ফাইলটি ডাউনলোড করতে পারেন আপনার মোবাইল থেকে......

http://www.wapdj.com/wap.php এ গিয়ে

ID:  461477  দিয়ে।

এটা মোটামুটি সব মোবাইল এই ব্যবহার করতে পারবেন আর নেট স্পীড মোটামুটি হলেই চলবে।

কোন সাহায্যের দরকার হলে আওয়াজ দিবেন......।

এই সফটওয়্যার এর একটাই সমস্যা, সেটা হলো...আপণি আপনার কম্পিউটারে কি হচ্ছে না হচ্ছে  সবই দেখতে পারবেন... কিন্তু কোন আওয়াজ শুনতে পারবেন না......(আর অবশ্যই কম্পিউটার Run করা থাকতে হবে)

যাই হোক আমার পোস্টটি ধৈয্য ধরে পড়ার জন্য ধন্যবাদ......

আর যদি ভাল লেগেই যায়...তাহলে reply দিবেন কষ্ট করে...।।

Level 0

আমি কিশর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

good tune……..
carry on bro……….

ধন্যবাদ । ভাল টিউন।

আসলেই কাজে লাগার মত সফটওয়্যার।
কিন্তু কম্পিউটার চালু থাকতে হবে, এটাই তো ঝামেলা।
ধন্যবাদ আপনার টিউনের জন্য।

টিউন টা পড়ে খুব ভালো লেগেছে। প্রচন্ড উৎসাহ বোধ করছি। যা হোক এখনও পরীক্ষা করে দেখি নাই। আপাতত প্রিয়তে রাখলাম।

একটু একটু জানা ছিল,আজ ভাল ভাবে জানলাম।

Level 0

ভাই, লাইসেন্স কী টা দিলেন না?

    পোস্ট আপডেট করা হয়েছে……

আবারো যথারীতি আমার আবির্ভাব ভেজাল করার জন্য……
১। আপনি কিন্তু বলেন নি এই সফটওয়্যার মানে জার ফাইলটা কোন মোবাইলে কাজ করবে। মানে আমি বলতে চাচ্ছি, কোন জাতীয় নকিয়া ৩১১০ এর মত নরমাল সেট ? নাকি এন ৭০ এর মত হাই কোয়ালিটির সেট।
২। জার ফাইলটা কত কিলোবাইট? ফায়ারফক্স দিয়ে দেখা যাচ্ছে না কারন ওয়াপ সাইট সাপোর্ট করে না।
৩। এই কাজ গুলো করতে হলে মোবাইলের ইন্টারনেট স্পীড কত হওয়া প্রয়োজন? মানে কত হলে আমি ঠিক ভাবে কাজ করতে পারব? মানে আমি যদি জিপি এর ১৫ মেগাবাইট প্যাকেজ নেই তাহলে কাজ গুলো করতে পারব কি না?
৪। ধরেন আমার পিসিতে এবং আমার মোবাইলে যদি এই সফটওয়্যার ইন্সটল থাকে, তাহলে আমি আমার পিসি এর সব ইনফরমেশন বাহিরে থেকেই পাব, এই মূহূর্তে অবশ্যই আমার পিসিতে অবশ্যই নেট এ কানেক্ট থাকা দরকার। না হলে আমার মোবাইল এবং পিসি কিভাবে ইনফরমেশন কালেক্ট করবে?
৫। আমার মোবাইলে এই সফটওয়্যার ইন্সটল আছে, আবার আপনার পিসিতে ও এই সফটওয়্যার ইন্সটল আছে। তাহলে আমি আমার মোবাইল দিয়ে নিশ্চয় আপনার পিসিরতে ঢুকে যেতে পাবব? আর যদি না পারি তাহলে এই সফটওয়্যার কিভাবে নির্দিষ্ট পিসিতে শনাক্ত করে?

আপনি কাজ করার সকল প্রক্রিয়া জানেন। আপনি যদি screen shot সহ একে একে এদের কাজ করার প্রক্রিয়া ব্যাখ্যা করতেন, তাহলে সবার উপকারে আসবে, না হলে এই টিউন শুধু শোভা বর্ধন করে যাবে, কিন্তু কাজের কাজ কিছুই হবে না।

    ১ম কথা হচ্ছে…আমি কিন্তু আমার পোস্ট এ স্পস্ট ভাবে বলে দিয়াছি যে এই সফটওয়্যারটি যে কোন JavaScript support করে এমন একটি মোবাইল এ use করতে পারবেন……আমি এটা LG, Samsung , Nokia এর বেশ কয়েকটি use করে দেখেছি…এটা খুব ভাল কাজ করে……

    ২য় কথা RDM.Plus.v3.8.1.jar ফাইলটি মাত্র ১৬৬kb এর……

    ৩য় কথা হচ্ছে আমিও GP use করি……১৫Mb প্যাকেজ এর সাথে স্পীড এর কোন relation নাই…এটা নিরভর করবে আপনার use এর উপর।
    আর আপনার ৪র্থ কথাটার উত্তর ও আমি আমার পোস্ট এই দিয়ে দিয়াছি……”চিন্তা করুন এমন একটা সফটওয়্যার যা দিয়ে আপনি আপনার মোবাইল দিয়েই ইন্টারনেট এর মাধ্যমে আপনার কম্পিউটারকে ব্যবহার করতে পারবেন পুরোপুরি Teamviewr software এর মত……!!!!!”

    আর আমি আমার পোস্টটি আপডেট করবো……ধন্যবাদ……

Level 0

আমিও একমত স্বাধীন ভাই এর কথা অনুযায়ী………………

আমিও একমত Kiron ভাই

    আপনার সফট নিশ্চয়ই অসাধারন এবং কার্যকর ছবি দেখে বোঝা যায় কিন্তু…
    ভবিষতে লাগতেও পারে যখন সামর্থ হবে।
    তাই টিউনটি আপডেড করুন আমাদের মত নরমাল ইউজারদের জন্য।

    পোস্ট আপডেট করা হয়েছে……

হুম জটিল টিউন, দেখি সফটওয়ারটা ডাউনলোড করে।

এক কথায় অসাধারণ।। তাই।।।। দেখি কতটুকু যেতে পারি।।।। ধন্যবাদ কিশর ভাই।। চালিয়ে যান।।।।।।।।।।।।।।।।।

Level 0

চমত্কার টিউন , কিন্তু আমি যে মোবাইলই ইউজ করি না !! চ্রমাপ্সুস .

Level 0

চমত্কার টিউন, 🙂

নিঃসন্দেহে একটা ভালো কাজ ভাইয়া ! ধন্যবাদ আপনাকে …

আচ্ছা , আমি কিভাবে টিউন করবো ?? হেল্প মি পিলিজ় …

নিঃসন্দেহে এটা একটা ভাল টিউন,ব্যয়বহুল হলেও জিনিসটা কাজের অসংখ্য ধন্যবাদ কিশর ভাই চালিয়ে যান।

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 3

জটিল টিউন….এ ধরণের টিউনই টেকটিউনসএ আমরা আশা করি।

Level 0

Excellent tune. I have been succeed to active it. it supports Nokia 2700 Classic.
Thank Bai.

জটিল একটা টিউন দিলেন ভাই, কিন্তু আমার এত দামি মোবাইল নাই। যেদিন দামি মোবাইল কিনবো সেদিনই ট্রাই করবো, ধন্যবাদ।

Level 0

Many Many Thanks to kishor vi from my heart.