Samsung Galaxy S5, স্মার্টফোন জগতে আলোচনার শীর্ষে

স্যামসাং তার বর্তমান ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৪ এর চমৎকার সব বৈশিষ্ট্যের মাধ্যমে ইতোমধ্যেই প্রমাণ করেছে যে আজকের স্মার্টফোন বাজারে উদ্ভাবন-সক্ষমতায় তারাই সবচেয়ে এগিয়ে রয়েছে, এমনকি শক্ত প্রতিদ্বন্দ্বী অ্যাপলের চেয়েও!

কাজেই ধারণা করা হচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস৫ সম্ভবত ২০১৪ সালে স্মার্টফোন জগতের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে; যদিও এই ডিভাইসটি নিয়ে স্যামসাং এর পরিকল্পনা সম্বন্ধে খুব অল্পই জানা গেছে।

তো চলুন জেনে নেই এই বহুল প্রতীক্ষিত ডিভাইসটি নিয়ে বাজারে চলমান কিছু গুজব আর চমকপ্রদ কিছু তথ্য।

রিলিজ ডেট:

স্যামসাং কর্তৃপক্ষ মার্চে অনুষ্ঠিতব্য মোবাইল ফোন বিষয়ক বার্ষিক মূল ইভেন্ট মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এ ‘স্যামসাং আনপ্যাক্‌ড’ অংশে প্রথমবারের মত গ্যালাক্সি এস৫ প্রদর্শন করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। গ্যাজেট বিষয়ক ওয়েবসাইট টিথ্রি কে স্যামসাং-এর একজন নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন যে গ্যালক্সি এস৫ এবং গ্যালাক্সি গিয়ার ২ একইসাথে উন্মুক্ত করা হবে এবং তা হতে পারে গত বছরের যে সময়টিতে এস৪ উন্মোচন করা হয়েছিল। ওয়েবসাইটটি ধারণা করছে সম্ভাব্য দিনটি হতে পারে এপ্রিলের শেষ শুক্রবার, অর্থাৎ ২৫শে এপ্রিল।

স্পেসিফিকেশন:

আগেই বলেছি এস৫ সম্বন্ধে নির্ভরযোগ্য তথ্য খুব অল্পই মিলেছে। কোরিয়া টাইম্‌স কে দেয়া এক সাক্ষাৎকারে স্যামসাং-এর সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা শিন জং কিয়ুন তার কোম্পানী এস৫-এ অ্যাপলের নতুন আইফোন৫এস এর সমপর্যায়ের প্রসেসর সংযুক্ত করবে বলে নিশ্চিত করেছেন।

আবার কেজিআই সিকিউরিটিজ-এর মিং-চি কুও জানিয়েছেন এস৫ এর দু’টি ভার্সন থাকবে তবে কোনটিই আইফোনের মত ৬৪বিট এর হবে না। এর ‘প্রাইম’ ভার্সনটি হতে পারে এক্সিনসের ৫৪৩০ সিরিজের অক্টা-কোর প্রসেসর সমৃদ্ধ, আর ‘স্ট্যান্ডার্ড’ ভার্সনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮০০ এর কোয়াডকোর প্রসেসর। তবে দুটি মডেলেই ৩ জিবি র্যা ম সংযুক্ত থাকবে।

মিং-চি এর পূর্বাভাস যদি সত্যি হয়ে থাকে তাহলে স্যামসাং এর ৬৪বিট প্রসেসরের ডিভাইস পেতে সম্ভবত গ্যালাক্সি নোট৪ এর অপেক্ষায় থাকতে হবে, কেননা কোম্পানিটি নিশ্চিত করেছে যে তারা তাদের ২০১৪ সালের রিলিজ হতে যাওয়া ডিভাইসগুলোতে ৬৪বিট প্রসেসর নিয়ে কাজ করছে। এক্ষেত্রে বলে রাখা ভালো, সঠিক পূর্বাভাস দেয়ার ক্ষেত্রে মিং-চি ভদ্রলোকের সুখ্যাতি রয়েছে।

ফোনঅ্যারেনা সুত্রে প্রাপ্ত এ ডিভাইসটি সম্পর্কে ছোট্ট আরেকটি তথ্য হল- শক্তি যোগাতে এটিতে বিশেষ ধরনের লিথিয়াম আয়নের ব্যাটারী থাকবে যা এর পূর্বসুরির তুলনায় ২০% বেশি চার্জ ধরে রাখতে সক্ষম এবং এই ব্যাটারী ফুল চার্জ হতে সময় নেবে মাত্র ২ ঘন্টা!

যেমন হবে দেখতে:

স্যামসাং মোবাইল-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট লী ইয়ং হী এর মতে এস৫ এর ডিজাইনটি হবে একেবারেই ব্যাতিক্রম। ব্লুমবার্গ কে দেয়া সাক্ষাৎকারে এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন “ভোক্তাদের অভিযোগ”, তারা এস৩ এবং এস৪ এর বাহ্যিক রূপে খুব অল্পই ভিন্নতা দেখতে পেয়েছেন।

স্যামসাং তার ফোনগুলোতে পলিকার্বোনেট ব্যাক কাভার ব্যাবহার থেকে সরে আসার চেষ্টা করছে  এমন গুজবের সত্যতাকে আরো শক্তিশালী করেছে এস৫ এর বহিঃনকশায় আমূল পরিবর্তনের এই খবর।

ইটি নিউজ-এর মতে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়ামের সংমিশ্রণে স্মার্টফোনের পেছনের কাভার তৈরির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতোমধ্যেই ভিয়েতনামে কোম্পানিটির প্রকৌশলীরা কাজ করছেন। প্রকাশিত সংবাদটিতে দাবী করা হয়েছে, সম্প্রতি আইফোনের সাশ্রয়ী সংস্করন- আইফোন ৫সি- এর পেছনে প্লাস্টিক কাভারের ব্যাবহার দেখে ক্রেতারা ধারণা করতে শুরু করেছেন যে প্লাস্টিক ব্যাক কাভার বিশিষ্ট সকল ফোনই সাশ্রয়ী।

এটিই হতে পারে স্যামসাং-এর প্লাস্টিক ব্যাক-কাভার থেকে সরে আসার কারণ। সম্প্রতি স্যামসাং গ্যালক্সি নোট৩ ডিভাইসের ব্যাক-কাভারে গতানুগতিক পলিকার্বোনেটের পরিবর্তে কৃত্রিম সেলাই করা চামড়ার ব্যাবহার বোধ হয় সেদিকেই ইঙ্গিত করে।

তো এখন আসলে অপেক্ষা করা ছাড়া এর বেশি কিছু বলা যাচ্ছে না আসন্ন গ্যালাক্সি এস৫ সম্বন্ধে। তবে এটুকু বলা যায়, এস৫ সম্বন্ধে বের হওয়া এসব টুকটাক খবর গ্যাজেটপ্রেমীদের অপেক্ষার আতিশয্যকে তীব্রতর করেছে।

সকল মোবাইল এর কনফিগার এবং দাম জানতে আমার এই সাইট ঘুরে আস্তে পারেন click here

Level 2

আমি সবুজ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই ভাল লাগলো, ধন্যবাদ 🙂

Level 2

thanks

এই সুন্দর টিউনের জন্য আপনাকে ধন্যবাদ, অনেক কাজে আসবে ।